ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের লুটে প্রশাসনসহ -বিএনপি-আ.লীগ জামায়াত, এনএসপির ৪২ শীর্ষ নেতা জড়িত


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৪:৩৭

সিলেটে পাথর লুটপাটের ঘটনায় তুলপাড় চলছেই। সিলেটসহ সারাদেশে চলছে লুটপাটকৃত পাথর উদ্ধারের অভিযান। প্রতিদিনিই খবর আসছে লুটকৃত পাথর উদ্ধারের খবর। তবে এতো কিছুর পর থেমে নেই অবৈধ পাথর লুট। সম্প্রতি সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে ৩ সদস্য তদন্ত টিম গঠন করা হয়েছে। দুদকের পক্ষ থেকে চালানো হয় অনুসন্ধান। ২ হাজার অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা হয় কোম্পানীগঞ্জ থানায়। বদল করা হয় সিলেটের জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জের ইউএনওকে। বুধবার জেলা প্রশাসকের তদন্তটিম প্রতিবেদন দাখিল করার নির্ধারিত সময় থাকলেও এ রির্পোট লেখা পর্যন্ত প্রতিবেদন জমা হয়নি।
এদিকে সিলেটের পাথর লুট নিয়ে সমালোচনার মুখে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া সিলেটের জেলা প্রশাসক (ডিসি) শের মাহবুব মুরাদ সিলেট ছেড়েছেন। বুধবার সকালে শের মাহুব মুরাদকে তার কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সংবর্ধনা শেষে বেলা ১২ টার কিছু পরে সরকারি গাড়িতে করে জেলা প্রশাসক কার্যালয় থেকে বেরিয়ে যান মাহবুব মুরাদ। এসময় তার গানম্যানও সাথে ছিলেন। জেলা প্রশাসক কার্যালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বৃহস্পতিবার যোগ দেওয়ার কথা রয়েছে। এর পূর্ব পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সূবর্ণা সরকার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
তবে সূত্র বলছে, সিলেটের যেসকল পাথর কোয়ারী এলাকা থেকে অবাধে দিনে রাতে পাথর বা বালু লুট হয়েছে সে সব উপজেলার দায়িত্বশীল উপজেলা নির্বাহী অফিসারগণ সবই জানতেন, কিন্তু তারা লোক দেখানো অভিযান ছাড়া কার্যত কোন প্রদক্ষেপ গ্রহণ করতেন না। বিনিময়ে তারা এবং তাদের অফিসের একটি অসাধু একটি সিন্ডিকেট জড়িত ছিলো পাথর লুটপাটে। বিশেষ করে সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসারদের গাফলতিকে দায়ি করেন সচেতন মহল।পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও বলেন, পাথর লুটে স্থানীয় প্রশাসনের দায় রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ উপদেষ্টার এমন বক্তব্যের পরদিনই সিলেটের জেলা প্রশাসককে ওএসডি করা হয় এবং কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারকে বদলী করা হলেও বাকিরা রয়েছেন বহাল। সাদা পাথর এলাকা থেকে পাথর লুটের ঘটনার পেছনে নাটের গুরু হিসেবে কোম্পানীগঞ্জ থানার ওসির পাশাপাশি বেরিয়ে আসছে নতুন নতুন নাম। বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি লুটের ঘটনায় স্থানীয় ভূমি অফিসের তহশিলদার ও পাথর ব্যবসায়ীদেরও জড়িত থাকার খবর পাওয়া গেছে। এ ছাড়া অভিযোগ রয়েছে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধেও। কোম্পানীগঞ্জ থানার ওসি উযায়ের আল মাহমুদ আদনান সাদা পাথর ছাড়াও উৎমা ছড়া থেকে বড় অঙ্কের ভাগ নেন। সেখানে যুবদল নেতা মোস্তাকিম আহমদ ফরহাদের নেতৃত্বে ৩ টাকা ঘনফুট চাঁদা আদায়ে লুটপাট চলে। অভিযোগ আছে, ওসি মাদক ব্যবসা থেকেও টাকা নেন। যুবদল নেতা মোস্তাকিম আহমদ ফরহাদের সঙ্গে তার সখ্য বেশি। নিয়মিত তারা ফরহাদের বাড়িতে গভীর রাত অবধি আড্ডা দেন। সুসম্পর্ক বাজায় রাখেন আলোচিত যুবদল নেতা বাহার আহমেদ রুহেল ও যুবদল নেতা রজন মিয়ার সঙ্গে।
এদিকে সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর লুটের সঙ্গে জড়িত স্থানীয় ৪২ জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে স্থানীয় বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা রয়েছেন। কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযান ও অনুসন্ধান চালিয়ে এদের সংশ্লিষ্টতা পেয়েছে। সাদাপাথর চুরির ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, স্থানীয় প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কর্তব্যে অবহেলার তথ্যও পেয়েছে দুদক। সূত্র জানায়, সম্প্রতি ভোলাগঞ্জ থেকে ১০ লাখ ঘনফুট পাথর চুরি হয়েছে। এর মধ্যে অতিমূল্যবান সাদাপাথর উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই লাখ ঘনফুট। গত এক বছরে সাদাসহ অন্যান্য পাথরচুরি হয়েছে প্রায় ৪০ লাখ ঘনফুট। সাদাপাথর চুরির ঘটনা ধরা পড়ে গত ১০ আগস্ট। এরপর দুদক ভোলাগঞ্জে অভিযান চালায় গত ১৩ আগস্ট।
বিএনপির ২০ নেতাকর্মী: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, সদস্য হাজি কামাল (পাথর ব্যবসায়ী),কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে দুদু , সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রুবেল আহমেদ বাহার, সহসাংগঠনিক সম্পাদক মুসতাকিন আহমদ ফরহাদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. দুলাল মিয়া ওরফে দুলা, যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন, সাজন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কর্মী জাকির হোসেন, সদস্য মোজাফর আলী, মানিক মিয়া, সিলেটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে শাহপরান, কোষাধ্যক্ষ (বহিষ্কৃত) শাহ আলম ওরফে স্বপন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এবং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স।
আওয়ামী লীগের সাত নেতাকর্মী: কার্যক্রম নিষিদ্ধ সিলেট জেলা আওয়ামী লীগের কর্মী বিলাল মিয়া, শাহাবুদ্দিন, গিয়াস উদ্দিন, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওদুদ আলফু, কর্মী মনির মিয়া, হাবিল মিয়া ও সাইদুর রহমান।
জামায়াতের দুই নেতা: সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মো. ফখরুল ইসলাম ও সেক্রেটারি জয়নাল আবেদীন।
এনসিপির দুই নেতা: সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন ও মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।
আরও ১১ জন: অনুসন্ধানে সাদাপাথর চুরির সঙ্গে আরও যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তারা হলেন– কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের আনর আলী, উসমান খাঁ, ইকবাল হোসেন আরিফ, দেলোয়ার হোসেন জীবন, আরজান মিয়া, মো. জাকির, আলী আকবর, আলী আব্বাস, মো. জুয়েল, আলমগীর আলম ও মুকাররিম আহমেদ।
দুদকের বক্তব্য: দুদক মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন সমকালকে বলেন, এনফোর্সমেন্ট টিম পাথর উত্তোলনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগে দ্রুত কমিশনে প্রতিবেদন দাখিল করবে। এর ভিত্তিতে কমিশন পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

এমএসএম / এমএসএম

সম্প্রীতির বাঁশখালীতে ভোলানাথ ধামকে ঘিরে ফেইসবুক গুজব, আইন-শৃঙ্খলা স্বাভাবিক

তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক চেয়ারম্যান স্বপন ঢাকায় গ্রেফতার

পূর্বধলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উপজেলা ছাত্রদলের উদ্যােগে সড়ক সংস্কার

মাগুরায় সর্প দংশন প্রতিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোটালীপাড়ায় পুলিশের মত বিনিময় সভা

অভয়নগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কেশবপুর আওয়ামীলীগ নেতা তুহিন জামায়াতে যোগদান

চাঁদপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লাখো লিফলেট বিতরণ

চা কারখানার পরিচালক পক্ষের দ্বন্দে মামলার শিকার উদ্যোক্তারা, প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শিবচরে কাঠের ফেস টুন ব্যানার কারখানায় আগুন

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বিনামুল্যে ছাগল বিতরণ

শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের ক্ষোভের আগুণ রাজপথে