সিলেটের সাদাপাথর এলাকায় এবার মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
সাদাপাথর শুধু লুট নয়, হয়েছে হরিলুট। এ ঘটনায় যারাই জড়িত, সে যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক না কেন, কাউকেই আইনের বাইরে রাখা হবে না। ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো: মোখলেস উর রহমান।
তিনি আরও জানান, সাদাপাথরসহ অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদাপাথর এলাকা।
শুক্রবার সকালে প্রতিনিধি দল নিয়ে তিনি সাদাপাথর আসেন। এসময় উপস্থিত ছিলেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের কর্মকর্তারা। এর আগে সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মাঠপর্যায়ে পরিদর্শনে আসেন তারা।
এর আগে, দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার বিকেলে সিলেটে নবাগত জেলা প্রশাসক সরওয়ার আলম সাদাপাথর পরিদর্শন করেন। এরপর কোম্পানীগঞ্জে তিনটি ক্রাশার মিলে অভিযান চালান। সেখানে গিয়ে নতুন জেলা প্রশাসক সংশ্লিষ্টদের বলেন, 'বলে দেবেন, একটা পাথর যদি সরানোর চেষ্টা করে, একদম জীবন ঝালাপালা করে দেবো। কোনো গাড়িতে যদি নিচে সাদা পাথর দিয়ে উপরে অন্য পাথর দেয়, আমদানি করা পাথর দিয়ে সরাতে চায়, ট্রাকও জব্দ করব আমি, বিচারও করব।'
অভিযানে তিনি তিনটি ক্রাশার থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করেন এবং সাদা পাথরে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কঠোর নজরদারি, আইনানুগ ব্যবস্থা এবং ঐতিহ্যবাহী এই পর্যটনকেন্দ্র সম্পূর্ণভাবে পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।
'লুণ্ঠিত পাথরগুলো কোথায় কোথায় আছে, সেটি খুঁজে বের করে আমরা রিইনস্টল করছি। আশা করছি, কিছু দিনের মধ্যে সাদাপাথর আগের অবস্থায় ফিরে আসবে। আমরা নিশ্চিত করব যেন এমন লুটপাট আর কখনো না ঘটে।'
সরওয়ার আলম বলেন, 'অপরাধের মাত্রা অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধই উত্তম।'
সীমান্ত এলাকার চোরাকারবারি ও স্থানীয়ভাবে এই লুটপাটের সঙ্গে জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)