ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বড়লেখায় রাস্তার পুনর্বাসন কাজে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ২:৬

মৌলভীবাজারের বড়লেখার রতুলী আরএইচডি-আজিমগঞ্জ জিসি এলজিইডি রাস্তার পৌনে ৩ কোটি টাকার পুনর্বাসন কাজে মারাত্মক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। 

গত বৃহস্পতিবার ভুক্তভোগি স্থানীয় বাসিন্দাদের পক্ষে সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের আগর-আতর ব্যবসায়ি আব্দুল কুদ্দুস ঠিকাদারের কাজের অনিয়ম ও দুর্নীতির কারণে রাস্তার বেহাল চরম জনদুর্ভোগ সৃষ্টির ব্যাপারে তদন্তপুর্বক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে উপজেলার রতুলীবাজার আরএইচডি-আজিমগঞ্জ এলজিইডি রাস্তাটির সংস্কার কাজ হয়। দীর্ঘ কয়েক বছর রাস্তাটি সংস্কারের কোন ছোয়া না পাওয়ায় রাস্তাটির পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগি হয়ে উঠে। ২০২২ সালের বন্যায় রাস্তাটির কিছু জায়গা তলিয়ে ভেঙ্গে গিয়ে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল দশা হয়ে পড়লে দেশ-বিদেশে আগর-আতরের রাজধানী খ্যাত সুজানগর ইউনিয়নের হাজার হাজার জনগণ চরম দুর্ভোগ পোহান। স্থানীয় জনপ্রতিনিধি, সচ্ছল ব্যক্তি ও সিএনজি চালকরা ব্যক্তিগত অর্থায়নে রাস্তার ক্ষত স্থানে ইট-বালু ও মাটি ফেলে গর্ত ভরাট করেন। কিন্তু ভারি বৃষ্টিপাত ও ছোট বড় যানবাহণ চলাচলের কারণে বেশিদিন তা টিকেনি।

অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ২০২৩ সালে ‘বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তা অবকাঠামো পুনর্বাসন’ প্রকল্পের আওতায় রাস্তাটির প্রায় ৩ কিলোমিটার সংস্কারের জন্য ২ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৯৭ টাকা বরাদ্দ দেয়। রাস্তার পুনর্বাসন কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় মেসার্স মুহিবুর রহমান নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের ২৩ অক্টোবর কাজ শুরুর নির্দেশনা থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠান চলিত বছরের জানুয়ারিতে রাস্তাটির মেকাডম, কার্পেটিং ও সিলকোটের কাজ করে। কিন্তু কাজ করার তিন মাস না যেতেই সিলকোটের পাথর উঠতে থাকে এবং অনেক জায়গা দেবে যায়। নতুন পিচ রাস্তায় জমে থাকে বৃষ্টির পানি। তবে, সাড়ে ৬ মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের বরাদ্দের সিংহভাগ অংশ ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার টাকা উত্তোলন করে নিয়ে গেছেন।

স্থানীয় জনগণের অভিযোগ, রাস্তার কার্পেটিং এর কাজ সম্পন্নের ৩ মাস না যেতেই বিভিন্ন স্থান দেবে গেছে। পিচ উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে আবারও রাস্তাটি বেহাল অবস্থায় দাঁড়িয়েছে। ঠিকাদার সঠিক নিয়মে কাজ করেননি। জনসাধারণ ও জনপ্রতিনিধি কর্তৃক ইট ও মাটি দিয়ে ভরাটকৃত স্থানে রোলার মারা হয়নি। প্রয়োজনীয় বিটুমিন না দিয়ে কেরোসিনের গন্ধযুক্ত তরল পদার্থ ছিটিয়ে ভরাট মাটির উপর কার্পেটিং করায় রাস্তার বিভিন্ন জায়গা দেবে গেছে। সিলকোটে প্রয়োজনীয় বিটুমিন ও সঠিক মাপের চিপ পাথর না দিয়ে বড় সাইজের পাথর দিয়ে সিলকোর্ট করায় রাস্তার উপরভাগ সমান হয়নি। কাজ চলাকালিনই পাথর উঠতে থাকে। কাজে উচুনিচু হওয়ায় বৃষ্টির পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি পূর্নরায় সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান। 

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মুহিবুর রহমান জানান, রাস্তায় গর্ত ও দেবে যাওয়ার বিষয়টি কেউ তাকে জানায়নি। তবে, রাস্তাটির কাজ চলমান রয়েছে। মেয়াদের মধ্যেই অসমাপ্ত কাজ সম্পন্ন করে দিবেন।

উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী শনিবার দুপুরে জানান, এলাকাবাসির পক্ষ থেকে সংশ্লিষ্ট রাস্তার পুনর্বাসন কাজে অনিয়ম-দুর্নীতির একটি অভিযোগ পেয়েছি। শুনেছি এই রাস্তার সঠিকভাবে কাজ হয়নি। তাছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান বরাদ্দকৃত টাকার এক‌টি অংশ নিয়ে গেছেন। উপজেলা প্রকৌশলীকে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন