ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

কাপাসিয়ায় প্রতিদিন উঠান বৈঠক করছেন বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ২:৪০

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির প্রাক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অব্যাহত রয়েছে। আর এসব উঠান বৈঠকে সাধারণ নারী-পুরুষের উপস্থিতিতে ব্যাপক সাড়া পড়েছে। সর্বশেষ ২৩ আগষ্ট শনিবার উপজেলার রায়েদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখা বিএনপির উদ্যোগে বিবাদিয়া মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হাদিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল প্রমুখ।

উঠান বৈঠকে দিন দিন বেড়েই চলছে সাধারণ ভোটারদের উপস্থিতি। শেষ পর্যন্ত উঠান বৈঠক গুলো বিশাল সমাবেশে পরিনত হচ্ছে। আর এসব উঠান বৈঠক পাড়া-মহল্লা বা বাড়ির আঙ্গিনা ছাড়িয়ে মাঠে ময়দানে গিয়ে ঠেকছে। সেখানে লোক সমাগম বেশি হওয়ায় উঠান বৈঠকগুলো এখন করতে হচ্ছে খোলা মাঠে। অনুষ্ঠিত উঠান বৈঠক গুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী দাবি করে শাহ রিয়াজুল হান্নান একের পর এক প্রতিশ্রুতিও দিয়ে বেড়াচ্ছেন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে শাহ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়া সহ গাজীপুর তথা সারা বাংলাদেশে মাদকের কড়াল গ্রাসে যুবসমাজ ধ্বংসের পথে। মাদকের কালো থাবায় একেকটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমি কথা দিচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করলে মাদকের মুলোৎপাটন করা হবে। মাদক ব্যবহারকারি এবং মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। আমাকে যদি দায়িত্ব না দেন তাহলে তো আমি তা পারবো না। তাই সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।
এদিকে গাজীপুর-৪ কাপাসিয়া আসনের ১১টি ইউনিয়নের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বিএনপির এ নেতা। সাধারণ ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি। কাপাসিয়াকে আগামী দিনে একটি পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্'র যোগ্য উত্তরসূরী হিসাবে তাঁর অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করছেন পুত্র শাহ রিয়াজুল হান্নান।

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার

বাউফলে দুই বাড়িতে ডাকাতি; গণপিটুনিতে নিহত ১

কুড়িগ্রাম -১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা:মো: ইউনুস আলী

মেহেরপুরে গোভীপুর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত