কাপাসিয়ায় প্রতিদিন উঠান বৈঠক করছেন বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির প্রাক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অব্যাহত রয়েছে। আর এসব উঠান বৈঠকে সাধারণ নারী-পুরুষের উপস্থিতিতে ব্যাপক সাড়া পড়েছে। সর্বশেষ ২৩ আগষ্ট শনিবার উপজেলার রায়েদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখা বিএনপির উদ্যোগে বিবাদিয়া মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হাদিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল প্রমুখ।
উঠান বৈঠকে দিন দিন বেড়েই চলছে সাধারণ ভোটারদের উপস্থিতি। শেষ পর্যন্ত উঠান বৈঠক গুলো বিশাল সমাবেশে পরিনত হচ্ছে। আর এসব উঠান বৈঠক পাড়া-মহল্লা বা বাড়ির আঙ্গিনা ছাড়িয়ে মাঠে ময়দানে গিয়ে ঠেকছে। সেখানে লোক সমাগম বেশি হওয়ায় উঠান বৈঠকগুলো এখন করতে হচ্ছে খোলা মাঠে। অনুষ্ঠিত উঠান বৈঠক গুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী দাবি করে শাহ রিয়াজুল হান্নান একের পর এক প্রতিশ্রুতিও দিয়ে বেড়াচ্ছেন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে শাহ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়া সহ গাজীপুর তথা সারা বাংলাদেশে মাদকের কড়াল গ্রাসে যুবসমাজ ধ্বংসের পথে। মাদকের কালো থাবায় একেকটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমি কথা দিচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করলে মাদকের মুলোৎপাটন করা হবে। মাদক ব্যবহারকারি এবং মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। আমাকে যদি দায়িত্ব না দেন তাহলে তো আমি তা পারবো না। তাই সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।
এদিকে গাজীপুর-৪ কাপাসিয়া আসনের ১১টি ইউনিয়নের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বিএনপির এ নেতা। সাধারণ ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি। কাপাসিয়াকে আগামী দিনে একটি পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্'র যোগ্য উত্তরসূরী হিসাবে তাঁর অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করছেন পুত্র শাহ রিয়াজুল হান্নান।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ‘বিনাধান-১৭’ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত
চাঁদপুরে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান
রায়পুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মদনে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা মামলা দায়ের
নরসিংদীতে তিন অবৈধ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ
পটুয়াখালীর দুর্বৃত্তের ছুরিঘাতে অটোচালক নিহত
ধামরাইয়ে গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড পাট ও সরিষা পুড়ে ছাই
সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ
শার্শায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন
সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন
কুতুবদিয়া-মগনামা নৌরুটে অতিরিক্ত ভাড়া: সরকারি খাস কালেকশানে জনদুর্ভোগ চরমে
বরগুনায় স্কুলশিক্ষক অপহরণ, পাশবিক নির্যাতন ও সর্বস্ব লুটের অভিযোগে থানায় মামলা