ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ২:৪১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মেডিকেলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে পুনরায় উদ্বোধন করা হয়েছে প্যাথলজি বিভাগ। নতুন করে চালু হওয়া এ বিভাগে করানো যাবে ২১ ধরনের পরীক্ষা । 

রবিবার (২৪আগস্ট) সকাল ১০টায় চবি মেডিকেল সেন্টারে প্যাথলজি বিভাগ উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন এবং চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

নতুন করে চালু হওয়া এ বিভাগে মোট ২১ ধরনের পরীক্ষা করানো যাবে। এগুলোর মধ্যে রয়েছে: রক্তের হিমোগ্লোবিন শতাংশ (এইচবি %), সম্পূর্ণ রক্ত পরীক্ষা (সিবিসি), লিপিড প্রোফাইল (কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, উচ্চ ঘনত্বের লিপোপ্রোটিন, নিম্ন ঘনত্বের লিপোপ্রোটিন), সিরাম বিলিরুবিন মোট, সিরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্সঅ্যামিনেজ (এসজিপিটি), সিরাম গ্লুটামিক অক্সালোঅ্যাসেটিক ট্রান্সঅ্যামিনেজ (এসজিওটি), অ্যালকালাইন ফসফাটেজ (এএলপি), সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইউরিয়া, সিরাম ইউরিক অ্যাসিড, সিরাম অ্যালবুমিন, রক্তের গ্লুকোজ (একক নমুনা), সিরাম ক্যালসিয়াম, সি-রিঅ্যাকটিভ প্রোটিন (সিআরপি টাইটার), হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন (এইচবিএসএজি), উইডাল পরীক্ষা, গর্ভধারণ পরীক্ষা (ডিভাইস পদ্ধতি), প্রস্রাবের সাধারণ পরীক্ষা (ইউরিন আর/ই), মলের সাধারণ পরীক্ষা (স্টুল আর/ই), মাদকদ্রব্য শনাক্তকরণ পরীক্ষা (ডোপ টেস্ট – ৫ ধরণ) এবং রক্তের গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর নির্ণয় পরীক্ষাসহ একাধিক আধুনিক পরীক্ষা-নিরীক্ষা করা যাবে।

পূর্বে চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ থাকলেও মানসম্মত সেবার অভাব ছিল প্রকট। চিকিৎসা নিতে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নানা ভোগান্তি পোহাতে হতো। ডাক্তার পরীক্ষার পরামর্শ দিলেও শিক্ষার্থীদের শহরের বিভিন্ন হাসপাতালে ছুটতে হতো। নতুন করে বিভাগ চালু হওয়ায় সেই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তারা।

চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতায় আজ মেডিকেল সেন্টারের আধুনিকায়নের অংশ হিসেবে প্যাথলজি ল্যাব চালু হলো। এখন থেকে শিক্ষার্থীরা স্বল্পমূল্যে উন্নতমানের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন। আমরা যে মেশিন এনেছি তা অত্যাধুনিক এবং দেশের বড় বড় মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যবহার করা হয়।’

উপ-উপাচার্য (প্রশাসন) ও সভাপতি মেডিকেল উপদেষ্টা কমিটি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘আমরা সবচেয়ে আধুনিক মেশিন এখানে এনেছি। শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে, তারা যেন এর যথাযথ ব্যবহার নিশ্চিত করে। শিক্ষার্থীদের জন্য ফি নির্ধারণের ক্ষেত্রে সরকারি রেটের সর্বনিম্ন সীমা রাখা হয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শিক্ষার্থীদের তুলনায় কিছুটা বেশি ফি দেবেন, আর বাইরের লোকদের জন্য ফি আরও কিছুটা বেশি হবে। তবুও বাইরের যেকোনো স্থানের তুলনায় এখানে রেট অনেক কম।’

তিনি আরও বলেন, ‘মানুষ অসহায় হয়ে চিকিৎসকের কাছে আসে। আপনারা যারা চিকিৎসা দেবেন, শিক্ষার্থীদের সাথে ভালো আচরণ করবেন। আমি জানি, আপনারা আন্তরিক; এরপরও বলছি, তাদের সাথে যেন সর্বদা ভালো ব্যবহার করা হয়।’

এমএসএম / এমএসএম

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা