ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ৪:৪৯

পটুয়াখালীর গলাচিপায় জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী, গলাচিপা সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সাবেক সিনিয়র শিক্ষক অধ্যাপক মোঃ শাহ আলম স্যার, সোমবার সকাল ১০টার সময় গলাচিপা সরকারি কলেজে এক মতবিনিময় সভার আয়োজন করেন। কলেজের প্রিন্সিপাল মোঃ ফোরকান কবির স্যারের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সালেহ মাহমুদ, মোঃ ইয়াকুব হোসেন, মোঃ রোকনুজ্জামান খান, মোঃ সাইদুজ্জামানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করে, পরিচয় পর্ব শেষ করে, মত বিনিময় সভার সূচনা হয়। মতবিনিময় সভায় কোটখালি মাদ্রাসার শিক্ষক মোঃ ইয়াহিয়া খান বলেন, "আমরা শিক্ষকরা এমন একটা রাস্তা তৈরি করি যাতে ছাত্র-ছাত্রী তথা অভিভাবকদের মগজ ধোলাই করে একটি মসৃণ পথ অবলম্বন হয় এবং নৈতিকতা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়।" রোকনুজ্জামান বলেন, "শাহ আলম স্যার যদি এমপি হন তাহলে আমরা কলেজের শিক্ষকরা একেক জন উপ-এমপি হব—এমন বিশ্বাস আমাদের আছে।" মোঃ সাইদুজ্জামান বলেন, "নিরপেক্ষতার মধ্য দিয়েও আমাদের কলেজের একাংশ অধ্যাপক মোঃ শাহ আলম স্যারের ভালোবাসায় সিক্ত থাকবে।" এছাড়া অন্যান্য শিক্ষকবৃন্দ তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। এ সময় প্রধান অতিথি অধ্যাপক মোঃ শাহ আলম স্যার বলেন, "আল্লাহর প্রেরিত দূত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন শিক্ষকদের। যেমন করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সারা দোজাহানের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পাঠিয়েছিল মহান আল্লাহ। তেমনি শিক্ষকরা বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে পাঠ দান করে থাকেন। আমি আপনাদের কাছ থেকে চলে গেলেও আপনাদেরই মাঝে বার বার ফিরে আসব। আমার পায়ের ধুলো এই কলেজের কোথাও না কোথাও এখনো লুকিয়ে আছে।" অধ্যাপক শাহ আলম স্যার পরিবেশ, সমাজ, সংখ্যালঘু, নারীর পর্দা, যাকাত, ও দারিদ্র্য বিমোচন নিয়ে তার মূল্যবান বক্তব্য পেশ করেন।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত