গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

পটুয়াখালীর গলাচিপায় জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী, গলাচিপা সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সাবেক সিনিয়র শিক্ষক অধ্যাপক মোঃ শাহ আলম স্যার, সোমবার সকাল ১০টার সময় গলাচিপা সরকারি কলেজে এক মতবিনিময় সভার আয়োজন করেন। কলেজের প্রিন্সিপাল মোঃ ফোরকান কবির স্যারের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সালেহ মাহমুদ, মোঃ ইয়াকুব হোসেন, মোঃ রোকনুজ্জামান খান, মোঃ সাইদুজ্জামানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করে, পরিচয় পর্ব শেষ করে, মত বিনিময় সভার সূচনা হয়। মতবিনিময় সভায় কোটখালি মাদ্রাসার শিক্ষক মোঃ ইয়াহিয়া খান বলেন, "আমরা শিক্ষকরা এমন একটা রাস্তা তৈরি করি যাতে ছাত্র-ছাত্রী তথা অভিভাবকদের মগজ ধোলাই করে একটি মসৃণ পথ অবলম্বন হয় এবং নৈতিকতা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়।" রোকনুজ্জামান বলেন, "শাহ আলম স্যার যদি এমপি হন তাহলে আমরা কলেজের শিক্ষকরা একেক জন উপ-এমপি হব—এমন বিশ্বাস আমাদের আছে।" মোঃ সাইদুজ্জামান বলেন, "নিরপেক্ষতার মধ্য দিয়েও আমাদের কলেজের একাংশ অধ্যাপক মোঃ শাহ আলম স্যারের ভালোবাসায় সিক্ত থাকবে।" এছাড়া অন্যান্য শিক্ষকবৃন্দ তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। এ সময় প্রধান অতিথি অধ্যাপক মোঃ শাহ আলম স্যার বলেন, "আল্লাহর প্রেরিত দূত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন শিক্ষকদের। যেমন করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সারা দোজাহানের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পাঠিয়েছিল মহান আল্লাহ। তেমনি শিক্ষকরা বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে পাঠ দান করে থাকেন। আমি আপনাদের কাছ থেকে চলে গেলেও আপনাদেরই মাঝে বার বার ফিরে আসব। আমার পায়ের ধুলো এই কলেজের কোথাও না কোথাও এখনো লুকিয়ে আছে।" অধ্যাপক শাহ আলম স্যার পরিবেশ, সমাজ, সংখ্যালঘু, নারীর পর্দা, যাকাত, ও দারিদ্র্য বিমোচন নিয়ে তার মূল্যবান বক্তব্য পেশ করেন।
এমএসএম / এমএসএম

ঝিনাইদহে মসজিদের জমি গোপনে বিক্রি: ভুয়া রেজুলেশনে রেজিস্ট্রি, ইমাম-সভাপতি অপসারণ

দুর্গার পর এবার শ্যামা পূজা, মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি

বালিয়াকান্দিতে কোটি টাকার খাস জমি উদ্ধার করলেন এসিল্যান্ড

কেশবপুরে দীর্ঘ চার দশক পর নিজস্ব জমিতে কালীপূজা

ঠাকুরগাঁওয়ে পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

ক্ষেতলালে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

মধুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুবর্ণচরে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত

বাড়ি-ভাড়া ও উৎসব-ভাতাসহ বিভিন্ন দাবিতে নরসিংদীতে শিক্ষকদের বিক্ষোভ

কোটালীপাড়ায় নিলামের দরপত্র শিডিউল ছিনিয়ে নেয়ার অভিযোগ, নিলাম বাতিলের দাবীতে বিক্ষোভ
