স্ত্রীর পরিকল্পনায় যুবদল নেতা শামীম হত্যাকান্ড সংঘটিত হয়
ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম (৩৬) হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী ও শ্যালক গ্রেফতার হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) খুলনা জেলা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া আসামিদের নাম ফাতেমা আক্তার বৃষ্টি (২৮) এবং তার মামাতো ভাই মোঃ ওবায়দুল্লাহ হাওলাদার বাদল (১৭)।
মঙ্গলবার (২৬ আগষ্ট) এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন খুলনা জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে খুলনা জেলা পুলিশ সুপার বলেন, বৃষ্টি তার স্বামী শামীমের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ ছিলো। এ কারণে প্রায়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করতো। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে সে তার স্বামীকে খুন করার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ঘটনার তিনদিন আগে সে তার মামাতো ভাই ওবায়দুল্লাহকে তার বাড়ীতে ডেকে আনেন। ঘটনার আগের দিন ২১ শে আগষ্ট বৃষ্টি ওবায়দুল্লাহকে জানায় যে তার স্বামী শামীম বিভিন্ন সময় তাকে শারিরীকভাবে নির্যাতন করার কারণে সে শামীমকে হত্যার পরিকল্পনা করেছে। এরপর সে ওবায়দুল্লাহকে জিজ্ঞাসা করে শামীমকে খুন করতে পারবে কিনা। এতে ওবায়দুল্লাহ সম্মতি জানায়। ২ জনের পরিকল্পনামতে ঘটনার দিন ২২ শে আগষ্ট রাতের খাবার শেষে শামীম শেখ ও তার স্ত্রী ৩য় তলার ফাঁকা ফ্ল্যাটে যায়। কিছুক্ষণ পর ওবায়দুল্লাহও ৩য় তলায় যায়। ওবায়দুল্লাহ ছাদে গিয়ে বৃষ্টির রেখে দেওয়া একটি ছোরা নিয়ে পূণরায় ৩য় তলায় আসে। তখন ফাতেমা আক্তার বৃষ্টি শামীমকে খুন করার জন্য কিভাবে কোপ দিতে হবে তা ইশারায় ওবায়দুল্লাহকে দেখিয়ে দেয়। এক পর্যায়ে ছোরা দিয়ে ওবায়দুল্লাহ শামীমের ঘাড়ে কোপ মারে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মৃত্যুবরণ করে। তখন ওবায়দুল্লাহ এবং বৃষ্টি ছাদে গিয়ে পরিকল্পনামতো ছোরাটি পাশের জলাশয়ে ফেলে দিয়ে ২য় তলায় এসে শামীমের মায়ের সাথে স্বাভাবিক কথাবার্তা বলতে থাকে। পুলিশ গ্রেফতারকৃত ওবায়দুল্লাহ ও বৃষ্টির দেয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটি পাশের জলাশয় থেকে উদ্ধার করে।
পুলিশ সুপার আরো বলেন, আসামিদের গ্রেফতারের পর তাদের দেওয়া জবানবন্দিতে তারা তাদের অপরাধ স্বীকার করেছেন। তবে এই মামলাটি আরও গভীরভাবে তদন্ত চলমান রয়েছে।
এর আগে, শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় যুবদল নেতা এস এম শামীমকে (৩৬) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শামীমের মাতা রশিদা খাতুন (৬২) বাদী হয়ে ডুমুরিয়া থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রবিবার (২৪ আগষ্ট) মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫