শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

শিক্ষার্থীদের অধিকার আদায়, সুষ্ঠু চাকসু নির্বাচন এবং প্রক্টর ও রেজিস্টরের দলকানা মনোভাবের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২ টা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা — “এই মুহূর্তে গদি চাড় নির্লজ্জ রেজিস্টার ”, "এই মুহূর্তে গদি চাড় নির্লজ্জ প্রক্টর ”, “শিক্ষা প্রহসন একসাথে চলে না ”, “ তরুয়ার ক্যাম্পাসে বৈষম্য মানি না ”, “চাপ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ” সহ বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “ বিশ্ববিদ্যালয় জীবনযাত্রা মান দিন দিন নেমে যাচ্ছে, এর সম্পূর্ণ দায় প্রশাসনের। আমরা ভেবেছিলাম প্রশাসন বৈষম্যহীন ক্যাম্পাস দিবে কিন্তু তারা দায়িত্ব পালনে ব্যর্থ। দ্রুত সময়ের মধ্যে চাকসু নির্বাচন চাই। কেউ যদি চাকসু নির্বাচন বন্ধ করার চেষ্টা করে তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।"
সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। অথচ বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা থাকা সত্ত্বেও প্রশাসন সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না। বাকি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গুলো নির্বাচনের সূচনা হলেও চবি এখনো নিরব। সম্প্রীতি একজন শিক্ষক আমাদেরকে অবমূল্যায়ন করে কথা বলেছে।২৪ ঘন্টার মধ্যে তিনি ক্ষমা না চাইলে আমরা তার পদত্যাগ দাবি জানাচ্ছি।
শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “আমরা প্রশাসন বারবার দাবি ও অভিযোগ জানিয়েছি। কিন্তু প্রশাসন শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, বাস্তবে কোন সমস্যা সমাধান করছে না। শিক্ষার্থীরা যখন পড়াশোনা করে তখন তাদের মাথার উপর পলেস্টার ভেঙে পড়ে। অথচ প্রশাসন সারাক্ষণ নিয়োগ-বাণিজ্য নিয়ে ব্যস্ত।শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে তাদের কোন আগ্রহই নেই।"
এমএসএম / এমএসএম

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

চাকসুর প্রচারণা শেষ, ভোট আগামীকাল

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

জাককানইবি ছাত্রদলনেতা মামুনের নেতৃত্বে ডাইনিং-এ ভাত ফ্রি করার দাবিতে আবেদন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ
