তামাক নিয়ন্ত্রণ সংগঠনগুলোর অবস্থান কর্মসূচি: জনস্বাস্থ্য সুরক্ষায় ৮ দাবি
জনস্বাস্থ্য সুরক্ষা, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে ৮টি দাবি জানিয়েছে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে কর্মরত সংগঠনগুলো। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে 'তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা জরুরি' শীর্ষক এক অবস্থান কর্মসূচিতে তারা এই দাবিগুলো তুলে ধরেন।
তাদের আট দফা দাবির মধ্যে রয়েছে: তামাক কোম্পানির সকল প্রকার বিজ্ঞাপন, প্রমোশন ও স্পন্সরশিপ (সিএসআর সহ) সম্পূর্ণ নিষিদ্ধ করা; পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা; শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক এবং খেলাধুলার স্থানগুলোর ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা; সকল প্রকার তামাকজাত দ্রব্যের 'স্ট্যান্ডার্ড প্যাকেজিং' বাধ্যতামূলক করা; সিগারেট খুচরা বিক্রি নিষিদ্ধ করা; ই-সিগারেট ও এ সংক্রান্ত সকল 'ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস' নিষিদ্ধ করা; তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ৯০ শতাংশে উন্নীত করা; এবং নাটক, সিনেমা, ওয়েব সিরিজসহ সকল বিনোদনমূলক প্রোগ্রাম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার, প্রদর্শন ও বিক্রি বন্ধ করা।
অবস্থান কর্মসূচিতে এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাগুফতা সুলতানা বলেন, দেশে খুচরা সিগারেট বিক্রির কারণে সরকার রাজস্ব হারাচ্ছে এবং কিশোর-তরুণরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ই-সিগারেট নিষিদ্ধ করার দাবি জানান, অন্যথায় দেশের জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।
ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রামস সৈয়দা অনন্যা রহমান তামাক কোম্পানির হস্তক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, এফসিটিসি ৫.৩ আর্টিকেল অনুযায়ী সরকার কোনোভাবেই তামাক কোম্পানির সাথে বসতে পারে না। তিনি দ্রুত তাদের দাবি অনুযায়ী আইন সংশোধনের আহ্বান জানান।
বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসির প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল বলেন, আইন ও নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রমের ফলে তামাক বিরোধী সচেতনতা বাড়লেও, আইন সংশোধন ও বাস্তবায়নের ক্ষেত্রে তামাক কোম্পানির অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। তিনি দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করা এবং আইন ভঙ্গের জন্য তামাক কোম্পানিকে শাস্তির আওতায় আনার দাবি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটাবের প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ আহমেদ, ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সজিবুল হাসান, ডাসের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোয়াজ্জেম হোসেন টিপু সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি যৌথভাবে এইড ফাউন্ডেশন, আর্ক ফাউন্ডেশন, বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিউবিবি ট্রাস্ট সহ বিভিন্ন সংগঠন আয়োজন করে।
এমএসএম / এমএসএম
কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিএইচবিএফসি’র শ্রদ্ধানিবেদন
'রুপায়ণ লেক ক্যাসেলে বিজয় দিবস উপলক্ষ্যে 'রুপায়ণ বিজয় আলো ২০২৫'
বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ পেট ক্লিনিক 'Pawsitive Veterinary Clinic'-এর শুভ উদ্বোধন: পোষা প্রাণীর যত্নে এক নতুন আস্থার ঠিকানা
রূপায়ণ সিটি উত্তরায় ৬ দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভাল শুরু, প্রথম দিনেই গ্রাহকদের ব্যাপক সাড়া
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
হাতীবান্ধায় প্রাইম ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত
ডিজিটাল লেনদেনে গ্রাহককে উৎসাহিত করতে আবারও বিকাশ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন
বসুন্ধরা খাতার পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্রেইলবুক বিতরণ
বাজুসের প্রধান উপদেষ্টা হলেন সায়েম সোবহান আনভীর
অনারের ‘বিজয়’ অফারে মিলছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা
বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে বিতরণ হলো ৫ হাজার কোটি টাকার ডিজিটাল লোন