তামাক নিয়ন্ত্রণ সংগঠনগুলোর অবস্থান কর্মসূচি: জনস্বাস্থ্য সুরক্ষায় ৮ দাবি

জনস্বাস্থ্য সুরক্ষা, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে ৮টি দাবি জানিয়েছে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে কর্মরত সংগঠনগুলো। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে 'তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা জরুরি' শীর্ষক এক অবস্থান কর্মসূচিতে তারা এই দাবিগুলো তুলে ধরেন।
তাদের আট দফা দাবির মধ্যে রয়েছে: তামাক কোম্পানির সকল প্রকার বিজ্ঞাপন, প্রমোশন ও স্পন্সরশিপ (সিএসআর সহ) সম্পূর্ণ নিষিদ্ধ করা; পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা; শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক এবং খেলাধুলার স্থানগুলোর ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা; সকল প্রকার তামাকজাত দ্রব্যের 'স্ট্যান্ডার্ড প্যাকেজিং' বাধ্যতামূলক করা; সিগারেট খুচরা বিক্রি নিষিদ্ধ করা; ই-সিগারেট ও এ সংক্রান্ত সকল 'ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস' নিষিদ্ধ করা; তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ৯০ শতাংশে উন্নীত করা; এবং নাটক, সিনেমা, ওয়েব সিরিজসহ সকল বিনোদনমূলক প্রোগ্রাম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার, প্রদর্শন ও বিক্রি বন্ধ করা।
অবস্থান কর্মসূচিতে এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাগুফতা সুলতানা বলেন, দেশে খুচরা সিগারেট বিক্রির কারণে সরকার রাজস্ব হারাচ্ছে এবং কিশোর-তরুণরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ই-সিগারেট নিষিদ্ধ করার দাবি জানান, অন্যথায় দেশের জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।
ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রামস সৈয়দা অনন্যা রহমান তামাক কোম্পানির হস্তক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, এফসিটিসি ৫.৩ আর্টিকেল অনুযায়ী সরকার কোনোভাবেই তামাক কোম্পানির সাথে বসতে পারে না। তিনি দ্রুত তাদের দাবি অনুযায়ী আইন সংশোধনের আহ্বান জানান।
বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসির প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল বলেন, আইন ও নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রমের ফলে তামাক বিরোধী সচেতনতা বাড়লেও, আইন সংশোধন ও বাস্তবায়নের ক্ষেত্রে তামাক কোম্পানির অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। তিনি দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করা এবং আইন ভঙ্গের জন্য তামাক কোম্পানিকে শাস্তির আওতায় আনার দাবি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটাবের প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ আহমেদ, ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সজিবুল হাসান, ডাসের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোয়াজ্জেম হোসেন টিপু সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি যৌথভাবে এইড ফাউন্ডেশন, আর্ক ফাউন্ডেশন, বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিউবিবি ট্রাস্ট সহ বিভিন্ন সংগঠন আয়োজন করে।
এমএসএম / এমএসএম

রয়্যাল এনফিল্ড কেনায় বিশেষ সুবিধা দেবে কমিউনিটি ব্যাংক

তামাক নিয়ন্ত্রণ সংগঠনগুলোর অবস্থান কর্মসূচি: জনস্বাস্থ্য সুরক্ষায় ৮ দাবি

চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান

এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রাইভেট লিমিটেড-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ

ফোর্বস এশিয়ার ‘১০০ টু ওয়াচ ২০২৫’ তালিকায় বাংলাদেশি টেক স্টার্টআপ ‘সম্ভব’

আইইউবিএটিতে টেকসই উন্নয়ন অলিম্পিয়াড ২০২৫: পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নতুন দিগন্ত

৪০০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

বরিশালে অবৈধ সিগারেট ও নকল আকিজ বিড়ি জব্দ

ঢেলে সাজানো হচ্ছে উপজেলা/থানা আনসার কোম্পানি: সক্ষমতা ও শৃঙ্খলার নতুন সমন্বয়

‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়’’

ন্যাশনাল ব্যাংকের "কার্ড বিজনেস সম্মেলন" অনুষ্ঠিত
