ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

অনারের ‘বিজয়’ অফারে মিলছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-১২-২০২৫ দুপুর ৪:২

নিজেদের জনপ্রিয় ৪০০ সিরিজের স্মার্টফোনে আকর্ষণীয় ‘বিজয়’ অফার চালু করেছে অনার বাংলাদেশ। এই অফারের আওতায় ক্রেতারা ১০ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন।

অনার ৪০০ ৫জি এবং অনার ৪০০ প্রো ৫জি—এই দুই মডেলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে। বর্তমানে অনার ৪০০ ৫জির বাজারমূল্য ৫৯,৯৯৯ টাকা এবং অনার ৪০০ প্রো ৫জির পাওয়া যাচ্ছে ৭৯,৯৯৯ টাকায়। ক্যাশব্যাক সুবিধার ফলে তুলনামূলক কম খরচে অনারের এ স্মার্টফোনগুলো কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

ক্যাশব্যাক সুবিধা নেওয়ার প্রক্রিয়াটিও বেশ সহজ। ফোন কেনার পরে সংশ্লিষ্ট ঐ হ্যান্ডসেট থেকেই ডিভাইসটির আইএমইআই নম্বর এসএমএস করলে, ফিরতি বার্তায় ক্যাশব্যাক সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া, গ্রাহকদের আরও বাড়তি সুবিধা দিতে, ‘সহজ কিস্তিতে শখের অনার’ নামের একটি সহজ ক্যাশ-ইএমআই সুবিধাও চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সহজ কিস্তিতে পছন্দের অনার স্মার্টফোন কিনতে পারবেন ব্যবহারকারীরা।

অনার ৪০০ সিরিজের ফোনগুলো এখনকার অত্যাধুনিক স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এ সিরিজের দুইটি মডেলেই রয়েছে ৬.৫৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৭৩৬×১২৬৪ রেজুলেশন। ৬০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি ও এআই-ভিত্তিক ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম দেয় দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের সুবিধা।

ছবি তুলতে যাঁরা ভালোবাসেন, তাঁদের কথা মাথায় রেখেই অনার ৪০০ সিরিজের ফোনগুলোতে যুক্ত করা হয়েছে শক্তিশালী ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তা–সমর্থিত (এআই) মেইন ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা–ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেলফি ক্যামেরা। পাশাপাশি, ডিভাইসগুলোতে ৩০ গুণ টেলিফটো জুম সুবিধা থাকায় বেশ দূরের দৃশ্যের ছবিও তোলা যাবে স্পষ্টভাবে।

ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি, এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে বাড়তি চমক। অনার প্লে১০ ও অনার ম্যাজিক ভি ফাইভ কিনলে মিলবে বিশেষ উপহার। ১০,৯৯৯ টাকা দামের অনার প্লে১০-এর সঙ্গে পাওয়া যাবে অনার নেকব্যান্ড, আর ১,৯৯,৯৯৯ টাকা দামের অনার ম্যাজিক ভি ফাইভের সঙ্গে থাকছে অনার হেডফোন।

অনার-এর সকল পণ্য ও অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা দেশের যেকোন অনুমোদিত অনার আউটলেটগুলোতে যোগাযোগ করতে পারেন।

 

এমএসএম / এমএসএম

ট্রাস্ট ব্যাংকের ভিসা সিগনেচার প্লাস ক্রেডিট কার্ড উদ্বোধন

সর্বজনীন পেনশন স্কিমে ডিজিটালি অর্থ সংগ্রহে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে কমিউনিটি ব্যাংক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা–৭ সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদারে দেশি–বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

অনুষ্ঠিত হলো আইইউবিএটি’র ৯ম সমাবর্তন

ঢাকা ব্যাংক ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

নগদ ওয়ালেটে বৈদেশিক রেমিট্যান্স বিতরণে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও নগদ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৬ সালের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত

মানোন্নয়নের পাশাপাশি উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঃভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত