অনারের ‘বিজয়’ অফারে মিলছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা
নিজেদের জনপ্রিয় ৪০০ সিরিজের স্মার্টফোনে আকর্ষণীয় ‘বিজয়’ অফার চালু করেছে অনার বাংলাদেশ। এই অফারের আওতায় ক্রেতারা ১০ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন।
অনার ৪০০ ৫জি এবং অনার ৪০০ প্রো ৫জি—এই দুই মডেলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে। বর্তমানে অনার ৪০০ ৫জির বাজারমূল্য ৫৯,৯৯৯ টাকা এবং অনার ৪০০ প্রো ৫জির পাওয়া যাচ্ছে ৭৯,৯৯৯ টাকায়। ক্যাশব্যাক সুবিধার ফলে তুলনামূলক কম খরচে অনারের এ স্মার্টফোনগুলো কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
ক্যাশব্যাক সুবিধা নেওয়ার প্রক্রিয়াটিও বেশ সহজ। ফোন কেনার পরে সংশ্লিষ্ট ঐ হ্যান্ডসেট থেকেই ডিভাইসটির আইএমইআই নম্বর এসএমএস করলে, ফিরতি বার্তায় ক্যাশব্যাক সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া, গ্রাহকদের আরও বাড়তি সুবিধা দিতে, ‘সহজ কিস্তিতে শখের অনার’ নামের একটি সহজ ক্যাশ-ইএমআই সুবিধাও চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সহজ কিস্তিতে পছন্দের অনার স্মার্টফোন কিনতে পারবেন ব্যবহারকারীরা।
অনার ৪০০ সিরিজের ফোনগুলো এখনকার অত্যাধুনিক স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এ সিরিজের দুইটি মডেলেই রয়েছে ৬.৫৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৭৩৬×১২৬৪ রেজুলেশন। ৬০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি ও এআই-ভিত্তিক ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম দেয় দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের সুবিধা।
ছবি তুলতে যাঁরা ভালোবাসেন, তাঁদের কথা মাথায় রেখেই অনার ৪০০ সিরিজের ফোনগুলোতে যুক্ত করা হয়েছে শক্তিশালী ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তা–সমর্থিত (এআই) মেইন ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা–ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেলফি ক্যামেরা। পাশাপাশি, ডিভাইসগুলোতে ৩০ গুণ টেলিফটো জুম সুবিধা থাকায় বেশ দূরের দৃশ্যের ছবিও তোলা যাবে স্পষ্টভাবে।
ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি, এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে বাড়তি চমক। অনার প্লে১০ ও অনার ম্যাজিক ভি ফাইভ কিনলে মিলবে বিশেষ উপহার। ১০,৯৯৯ টাকা দামের অনার প্লে১০-এর সঙ্গে পাওয়া যাবে অনার নেকব্যান্ড, আর ১,৯৯,৯৯৯ টাকা দামের অনার ম্যাজিক ভি ফাইভের সঙ্গে থাকছে অনার হেডফোন।
অনার-এর সকল পণ্য ও অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা দেশের যেকোন অনুমোদিত অনার আউটলেটগুলোতে যোগাযোগ করতে পারেন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ পেট ক্লিনিক 'Pawsitive Veterinary Clinic'-এর শুভ উদ্বোধন: পোষা প্রাণীর যত্নে এক নতুন আস্থার ঠিকানা
রূপায়ণ সিটি উত্তরায় ৬ দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভাল শুরু, প্রথম দিনেই গ্রাহকদের ব্যাপক সাড়া
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
হাতীবান্ধায় প্রাইম ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত
ডিজিটাল লেনদেনে গ্রাহককে উৎসাহিত করতে আবারও বিকাশ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন
বসুন্ধরা খাতার পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্রেইলবুক বিতরণ
বাজুসের প্রধান উপদেষ্টা হলেন সায়েম সোবহান আনভীর
অনারের ‘বিজয়’ অফারে মিলছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা
বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে বিতরণ হলো ৫ হাজার কোটি টাকার ডিজিটাল লোন
`প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মফিজ
রূপায়ণ সিটিতে উত্তরাতে ৬ দিন ব্যাপি ইনভেস্টমেন্ট কার্নিভাল শুরু সোমবার বিশেষ অফার ও আকর্ষণীয় *ই.এম.আই* সুবিধা
উত্তরা ১৮ সেক্টরে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ হাজার মানুষ চিকিৎসাসেবা নিলেন