ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

প্রায় ১ যুগেও শেষ হয়নি টাঙ্গাইল জেলা পরিষদের বহুতল বানিজ্যিক ভবন বিবর্তন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩০-৮-২০২৫ বিকাল ৫:১

টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল সংলগ্ন পুরাতন কাঁচা বাজার ভেঙ্গে দশ বছর আগে নির্মাণ কাজ শুরু  হয় বহুমুখী বানিজ্যিক ভবনের, ভবনটির নাম দেয়া হয় "বিবর্তন"। নির্মাণকালের নির্দিষ্ট সময়ের প্রায় তিনগুন সময় পার হলেও অর্থাৎ নির্মাণ কাজ শুরু করার দশ বছর পার হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। দোকানের পজিশন বরাদ্দ নেওয়া গ্রাহকদের অপেক্ষার সময় যেনো শেষ হচ্ছে না। দ্রুত সময়ে পজিশন হস্তান্তরের দাবি গ্রাহকদের। এছাড়াও দোকানের পজিশন নকশার চেয়ে ছোট করা ও সিরিয়াল উল্টাপাল্টা করার অভিযোগও রয়েছে গ্রাহকদের। ২০১৫ সালের এপ্রিল মাসের ১ তারিখে এই বহুমুখী বানিজ্যিক ভবনের নির্মাণ কাজের ওয়ার্ক অর্ডার হয়। নির্মান কাজের জন্য নির্ধারিত সময় ছিলো ২০১৮ সালের ৭ এপ্রিল পর্যন্ত। তবে পজিশন বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছিলো ২০১৩ সালে।  টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে সোনিয়া নার্সিং হোম ভবন ১ এর পাশে ৬০ শতাংশ জমিতে চলছে এই নির্মাণ কাজ। ডিজাইন ১০ তলা ভবন নির্মাণ করার জন্য করা হয়েছে, তবে বর্তমানে ৬ তলা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। দোকানের পজিশন রয়েছে ৪২৪ টি, এরমধ্যে ২৬২ টি পজিশন বরাদ্দ দেয়া হয়েছে। প্রতি স্কয়ার ফিট ৮ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বরাদ্দ দেয়া হয়েছে পজিশন। বিবর্তন বহুমুখী বানিজ্যিক ভবনে দোকানের পজিশন কিনেছেন নাগরপুর জনতা ডিগ্রী কলেজের অধ্যাপক শেখ ফরিদ। তার দোকানের পজিশনের সিরিয়াল নম্বর গ্রাউন্ড ফ্লোরে ৩২। পজিশন বরাদ্দ নিতে তার লেগেছে ৭ লাখ ২০ হাজার টাকা।  অধ্যাপক শেখ ফরিদ জানান, লটারির মাধ্যমে জেলা পরিষদ থেকে দোকানগুলো বরাদ্দ দেয়া হয়, সেসময় জেলা পরিষদের পক্ষ থেকে যেরকম স্বপ্ন দেখাইছিলো দোকানগুলো ভালো মানের হবে, ভালো ব্যবসা হবে এখানে, এগুলো শুনে আমাদের কষ্টার্জিত টাকা এখানে ইনভেস্ট করি। তারা যে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানের পজিশন হস্তান্তর করার কথা ছিলো তারচেয়ে তিন-চার গুন সময় অতিবাহিত হলেও পজিশন হস্তান্তর করেনি কর্তৃপক্ষ। ফলে যে পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছে তার কোনো আউটপুট আসেনি। তিনি আরও জানান, ম্যানেজমেন্টে যারা ছিলেন তাদের দায়িত্ব অবহেলার কারণে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি, যার ফলে শত শত ব্যবসায়ীর স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। কর্তৃপক্ষের কাছে তিনি দ্রুত সময়ের মধ্যে দোকানের পজিশন হস্তান্তর করার দাবি জানান। পজিশন বরাদ্দ নেয়া আরেকজন গ্রাহক মদন মোহন শীল মুক্তি। তার দোকানের পজিশন ২য় ফ্লোরে ৩৫৮।  তিনি অভিযোগ করে বলেন, নকশায় তার দোকানের আয়তন ৯৫ স্কয়ার ফিট কিন্তু নির্মাণাধীন ভবনে গিয়ে সিরিয়াল অনুযায়ী পজিশন সরেজমিনে ৮০ স্কয়ার ফিট রয়েছে বলে তিনি জানান। পূর্বের পুরাতন মার্কেট অর্থাৎ টাঙ্গাইল বাস টার্মিনাল সুপার মার্কেটে ২৬ টি দোকান ছিলো। এর মধ্যে কোদালিয়া এলাকার ধলা মিয়ার ছেলে মোঃ শফিকুল ইসলাম এর একটি দোকান ছিলো (দোকান নং ১৬)। মোঃ শফিকুল ইসলাম এর ছেলে মোঃ সোহেল সিকদার জানান, একটা নির্দিষ্ট পরিমান টাকা অফেরতযোগ্য জামানত দিয়ে তার বাবা জেলা পরিষদ থেকে দোকান বন্দোবস্ত নিয়েছিলেন। প্রতি মাসের ভাড়া সময়মত পরিশোধ করেছেন। কিন্তু বিনা নোটিশে তাদের দোকান উচ্ছেদ করেছেন বলে তিনি জানান। পরবর্তীতে তাকে দোকান পজিশন দেওয়ার কোনো ব্যবস্থাও করেনি। পূর্বে যাদের দোকান ছিলো পুনরায় তাদেরকে দোকান দেয়ার জন্য দাবি জানান তিনি। জেলা পরিষদের প্রধান নির্বাহী শামছুন নাহার স্বপ্না জানান, অল্প কিছুদিন হলো তিনি জেলা পরিষদে যোগদান করেছেন, জেলা পরিষদের নির্মাণাধীন বহুমুখী বানিজ্যিক ভবন " বিবর্তন" যে জায়গায় নির্মিত হচ্ছে  সেখানকার পুরাতন স্থাপনা এবং বিদ্যুৎ ও গ্যাসের লাইন অপসারণ করতে বেশ কিছু সময় লেগে যায়, যেকারনে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা যায়নি। এরপর দোকান বরাদ্দের সেলামির টাকা সময়মত জমা না হওয়া এবং করোনাকালীন সময়ে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকার কারনেও ভবন নির্মাণের কাজ সম্পন্ন হতে দেরি হয়ে যায় । তবে বর্তমানে যে গতিতে কাজ চলমান এতে করে আশা করা যায় আগামী তিন মাসের মধ্যে ভবনের তিনতলা পর্যন্ত হস্তান্তর করা যাবে। পূর্বে যাদের দোকান ছিলো তাদের বিষয়ে লিখিত কোনো কাগজপত্র অফিসিয়ালি পাওয়া যায়নি, যদি তাদের কোনো বৈধ কাগজপত্র থাকে তাহলে সেগুলো যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থীঃ মহম্মদপুরে সেলিমা রহমান

সুবর্ণচরে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

‎শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন

‘‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল” কর্মশালায় নিরপেক্ষ থাকা ও প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা প্রদান

রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা

মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রবাসির কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি, হত্যাচেস্টা মামলার আসামিরা প্রকাশ্যে

দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা

পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা

মোরেলগঞ্জে বিশ্ব ডায়াবেটিসে স্বাস্থ্যসেবা ক্যাম্প