বড়লেখায় বিএনপির নেতার উপর যুবলীগ সন্ত্রাসীর অতর্কৃত হামলা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদকে হত্যার উদ্দেশ্যে যুবলীগ নেতা আবুল কালামের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। হামলায় ধারালো দায়ের কুপে বিএনপি নেতার মাথায় মারাত্মক জখম হয়েছে।আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি শুক্রবার রাত সাড়ে দশটার দিকে হাকালুকি হাওড় পাড়ের হাল্লা গ্রামে ঘটেছে। সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সন্ত্রাসী আবুল কালাম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন ষাটমা সরকারি প্রাইমারী স্কুল ভোট কেন্দ্রে অস্ত্রের মুখে বিরোধী দলীয় প্রার্থীর এজেন্টদের বের করে কেন্দ্র দখল, জোরপূর্বক ব্যালট পেপারে নৌকায় সীল মারা, সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে ৫ আগষ্ট গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির সিলেট বিভাগীয় সমন্বয়ক আব্দুন নুর তালুকদারের দায়েরকৃত মামলার এজাহার নামীয় ১২ নম্বর পলাতক আসামি।
জানা গেছে, গত ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তালিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাল্লা গ্রামের বাদল মিয়ার ছেলে খোলস পাল্টিয়ে যুবদল নেতা সেজে এলাকায় ত্রাস সৃষ্টি ও হাকালুকি হাওড়ে মাছ ধরে জীবিকা নির্বাহকারি জেলে, অবৈধ জালে মাছ শিকারিসহ বিভিন্ন জনের কাছে চাঁদাবাজি করতে থাকে। ইউনিয়ন বিএনপির কাউন্সিলে অংশ নিতে ওয়ার্ড কমিটিতে অর্ন্তভুক্ত হওয়ার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তার এসব অপকর্ম, ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির ঘটনায় এলাকাবাসি অতিষ্ট হয়ে উঠেন। ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির বিষয়ে এলাকার সচেতন মহল তালিমপুর ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদকে নিয়ে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিতে গণস্বাক্ষর আদায়ের উদ্যোগ নেন। শুক্রবার রাতে বিএনপি নেতা সুলেমান আহমদ কয়েকজন যুবককে নিয়ে হাল্লা গ্রামে গণস্বাক্ষর নিচ্ছিলেন। এসময় যুবলীগ নেতা আবুল কালামের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়। আবুল কালামের দায়ের কুপে সুলেমান আহমদের মাথায় প্রায় এক ইঞ্চি গভীরতায় ৬ থেকে ৭ ইঞ্চি জায়গায় মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। স্বজনরা জানিয়ে তার অবস্থা আশংকাজনক।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা রবিবার জানান, ঘটনা জানার পরই হামলাকারিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। হামলার ঘটনায় আহতের স্বজনরা থানায় মামলা করেছন।
এমএসএম / এমএসএম

ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ তিন মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার

গলাচিপায় ওএমএস"র" সাশ্রয় মূল্যে আটা বিক্রি

পাঁচবিবিতে বিএনপির ৪৭'তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বচ্ছতার মডেল আশুলিয়া ইউনিয়ন পরিষদ দায়িত্বশীল নেতৃত্বে রাজস্ব বৃদ্ধি, সেবায় জনআস্থা

তারাগঞ্জে নিহত ইরফানের পিতাকে ব্যাটারী চালিত অটোভ্যান প্রদান

আলুর দাম সংকটে জয়পুরহাটের কৃষকরা

যদি সংস্কার করতে না পারেন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেনঃ সেলিম উদ্দিন

কুড়িগ্রামে হস্তান্তরের আগে চিলমারী দীঘলকান্দি আশ্রয়ণের টিন ইট লুটপাট করছে স্থানীয় কিছু যুবক

কোটালীপাড়ায় শান্তি শৃংখলা রক্ষা ও মাদক বিরোধী সচেতনতা সভা

ধর্মীয় প্রতারণা ও মুক্তিযোদ্ধা পরিচয়ের দ্বিমুখী বিতর্কে জাতীয় পার্টির নেতা মোসলেম উদ্দিন মৃধা

তানোরে সম্পত্তির দখল নিয়ে বিবাদমান দু’পক্ষের মাঝে চরম উত্তেজনা

ভূরুঙ্গামারী উপজেলার প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মোঃ আজাদুল আলম এর সংক্ষিপ্ত জীবনী
