চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি(জবিশিস) আজ সোমবার (১সেপ্টেম্বর) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক সমিতির পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যারা জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর স্বার্থেই তাদের বিচার নিশ্চিত করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার সাথে যারা জড়িত আগামী চব্বিশ ঘণ্টার মাঝে তাদের বিচার নিশ্চিত করার দুই দফা দাবী পেশ করা হয়। মানববন্ধনে জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বলেন, "গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যা হচ্ছে তা পাঁচ-ই আগস্টের আগের স্টাইল। শিক্ষার্থীদের যেভাবে হামলা হচ্ছে তা পাঁচই আগস্টের আগে আমরা দেখতে পেতাম। আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আধিপত্যবাদীদের টার্গেট সম্পর্কে সচেতন থাকতে হবে। একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাড় করিয়ে মব ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে।" জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদদীন বলেন, "আমরা দেখেছি একটি সংগঠনের প্রধান যিনি বিগত যেকোনো আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানেও যিনি সম্মুখ সারিতে অবদান রেখেছেন, যার উপর বিগত সময় বারবার হামলা হয়েছে সেই নুরুল হক নুরের উপর অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা তার উপর যে হামলার দৃশ্য দেখেছি তা অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই হামলার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি। উপদেষ্টার কাজ নিন্দা জানানো না, উপদেষ্টার কাজ বিচার নিশ্চিত করা। আমরা এর বিচার দেখতে চাই।" শিক্ষক সমিতির সভাপতি মোশাররফ হোসেন বলেন, "আমি সরকারের কাছে আহবান জানাচ্ছি আমরা আজকে যে দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি সরকার যেন দ্রুত এই দাবি মেনে নেয় এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।" মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক সংগঠন, ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

এলজিইউডি'কে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তকরণের দাবিতে জাককানইবি'তে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে

রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা- ইউটিএল

ইবিতে নিহত শিক্ষার্থী সাজিদকে শিবিরের সংবর্ধনা

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেফতারের দাবিত ছাত্রদলের বিক্ষোভ

গকসু নির্বাচন: তিন দিনে মনোনয়ন ফরম ৮৭, উত্তেজনায় ভরপুর গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর
