ফ্যাসিষ্ট আওয়ামীলীগ পালিয়ে গেলেও তাদের মতাদর্শ রেখে গেছেঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, আমরা সমস্ত চাঁদাবাজদের ঘৃণা করি, কিন্তু আমাদের আদর্শে এমন নাই, কারো চাঁদাবাজিকে প্রতিবাদ করে প্রতিহত করতে চাইবো, আর কারো চাঁদাবাজিকে মুখে কুলো বেদে লোকাহিত করবো। আমরা অন্যায়কে অন্যায় বলবো, সাদাকে সাদা বলবো আর কালোকে কালো। বাংলাদেশে আওয়ামীলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধ করা হয়েছে, ফ্যাসিবাদী দলকে যারা শেল্টার দিয়েছে, সাপোর্ট দিয়েছে তারা দোষরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চাই। তদন্তের মাধ্যমে রিপোর্ট চাই, করা ফ্যাসিবাদীদের দোষর ছিল। বাংলাদেশে আমরা হঠাৎ ভেসে আসি নাই আমাদের বয়স ১০৬ বছর। আমরা কারোও চোখ রাঙানোকে পরোয়া করি না, কে আমাদেরকে ধমক দিলো, সে ধমকে তোয়াক্কা করে আমরা রাজনীতি করি না। আমরা আধিপত্যের বিরূদ্ধে লড়াই করেছি। আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছে। ২৪- এর গণঅভ্যুত্থানে ভারতের আধিপত্যের বিরূদ্ধে লড়াই হয়েছে। ওয়াশিংটনকে স্বাগত জানানোর জন্য নয়। সুতরাং আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবো। আমরা ইনসাফের শাসন দেখতে চাই। মানুষের হক মানুষের কাছে পৌছে দেয়ার রাজনীতি করতে চাই।
তিনি রোববার (৩১ আগস্ট) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৌরশহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বড়লেখা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শায়খ রমিজ উদ্দীনের সভাপতিত্বে ও যুব জমিয়তের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান ও উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাসান আহমদের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম।
কর্মী সম্মেলনে জমিয়ত মহাসচিব আরো বলেন, ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, ইসলাম ধর্মে যদি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা না থাকে তাহলে এটি পরিপূর্ণ ধর্ম হতনা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ইসলামের সুস্পষ্ট নীতিমালা ও নির্দেশনা রয়েছে। যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাদের বক্তব্য আমরা প্রত্যাখান করি।
তিনি বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। পালাব না পালাবনা বললেও ছাত্র-জনতার আন্দোলনের মূখে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তাদের মতাদর্শ রেখে গেছে। আমরা ইসলামের জন্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য রাজনীতি করি। প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে ১৯৭১ সালে এদেশের সর্বস্তরের মানুষ জীবন দিয়েছেন। ৪৭, ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, মুফতি খায়রুল ইসলাম, সহকারি মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, প্রতিষ্ঠাকালিন সভাপতি মঈন উদ্দিন, জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা ছাইফুর রহমান, কুলাউড়া উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা ছাইফুর রহমান, বড়লেখা শ্রমিক জমিয়তের উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিমসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ।
এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত
