ঢাকা বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

দুদকের নজরবন্দী খুলনার দশ ঠিকাদারী প্রতিষ্ঠান


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:৪৭

খুলনা সিটি কর্পোরেশন ঘিরে বিগত দিনে হয়েছে পাহাড় সমান লুটপাট। সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে রয়েছে অশেষ অভিযোগ। নিম্ন মানের কাজ ও নামে বেনামে সিটি কর্পোরেশনের টেন্ডারের কাজ করে অঢেল অর্থবিত্ত গড়েছেন তিনি। ৫ই আগষ্টের পর তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। এখন দুদকের অনুসন্ধানে নজরবন্দী রয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের এক চেটিয়া উন্নয়ন কাজের টেন্ডার পাওয়া দশটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে দুর্নীতি খুজতে তালুকদার আব্দুল খালেকের দুর্নীতিতে সহায়তাকারীদের দিকে দুদক এখন লাইট মেরেছে। কিন্তু গাঁ ঢাকা দিয়েছেন অধিকাংশ ঠিকাদার।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে তালুকদার আবদুল খালেক আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ এক ডজন মামলা হয়েছে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন থানায়। এছাড়া চলতি বছরের ৯ জুলাই তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে ১৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে এবং তার স্ত্রী সাবেক বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারের বিরুদ্ধে অসাধু উপায়ে ১ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৫৩৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক।

খুলনা সিটি কর্পোরেশনের সূত্র বলছে, তালকদার আব্দুল খালেক নামে বেনামে কর্পোরেশনের প্রায় ৮০ ভাগ ঠিকাদারী কাজ করেছেন। তিনি নিজে অংশীদার থেকে কিংবা অন্যের লাইসেন্সে কাজ নিয়ে নিজেই তা করেছেন। এজন্য কাজের অনিয়ম এবং দুর্নীতি দেখার মতো কেউ ছিলো না। শুধু হয়েছে অর্থ ভাগাভাগি। তার সময়কালে টেন্ডারের কাজ পাওয়া ঠিকাদারদের এবং কাজের নথিপত্র চেয়ে দুদক চিঠি দিয়েছে। তার মধ্যে দুদক দশটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। এসকল ঠিকাদারী প্রতিষ্ঠানকে তালুকদার আব্দুল খালেক নিয়ম ভেঙ্গে টেন্ডারের কাজ দিয়েছেন। এসব উন্নয়ন কাজ থেকে মোটা অংকের কমিশন এবং নিম্ন মানের কাজ করে তিনি মোটা দাগের অর্থ লোপাট করেছেন। তার এসব অনিয়মের সাথে সরাসরি সম্পৃক্ত পরিকল্পনা বিভাগের একজন কর্মকর্তা। অধিকাংশ দেনদরবার ওই কর্মকর্তা নিজেই করতেন।

দুর্নীতি দমন কমিশনের খুলনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, তালুকদার আব্দুল খালেক মেয়রের দায়িত্ব পালনকালীন সময়ে সব থেকে বেশী কাজ পেয়েছে এমন দশটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিতদের মধ্যে অন্যতম সেলিম হুজুরের হোসেইন ট্রেডার্স প্রায় ৫২ কোটি টাকার , যুবলীগ নেতা তাজুল ইসলামের তাজুল ট্রেডার্স প্রায় ৪০ কোটি টাকা, আওয়ামীলীগ নেতা  আজাদের মেসার্স আজাদ ইঞ্জিনিয়ার্স প্রায় ৪৫ কোটি টাকা এবং রোজা এন্টারপ্রাইজ প্রায় ৩৬ কোটি টাকার টেন্ডারের কাজ করেছে। সবগুলো প্রতিষ্ঠান মিলিয়ে মোট প্রায় ৬০০ কোটি টাকার টেন্ডারের কাজের ধরন এবং সংশ্লিষ্টদের কাজ পাওয়ার পদ্ধতিকে যাচাই বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, তালুকদার আব্দুল খালেকের অবৈধ সম্পদের অনুসন্ধান করা হচ্ছে। অবৈধ সম্পদ অর্জনের সত্যতা আমরা পেয়েছি। তালুকদার আব্দুল খালেকে এবং তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, তালুকদার আব্দুল খালেক সিটি কর্পোরেশনের মেয়র পদে থাকাকালীন সময়ে নিজেই ঠিকাদারী কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। তার সময়কালে কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট অভিযোগের বিষয়েও তদন্ত চলছে।

এমএসএম / এমএসএম

গনতন্ত্র সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিনঃ আবুল কালাম

জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌ র‍্যালী অনুষ্ঠিত

মান্দায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন গুরুতর আহত

মুকসুদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দাগনভূঞা উপজেলা সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার

গলাচিপায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে নদী খাল বিল ও ব্রাহ্ম সমাজের মন্দির রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদপুরের মধুখালীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীনগরে বিএনপির আলোচনা সভা ও কারাবরণকারীদের সংবর্ধনা

সন্দ্বীপে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন