ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

দুদকের নজরবন্দী খুলনার দশ ঠিকাদারী প্রতিষ্ঠান


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:৪৭

খুলনা সিটি কর্পোরেশন ঘিরে বিগত দিনে হয়েছে পাহাড় সমান লুটপাট। সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে রয়েছে অশেষ অভিযোগ। নিম্ন মানের কাজ ও নামে বেনামে সিটি কর্পোরেশনের টেন্ডারের কাজ করে অঢেল অর্থবিত্ত গড়েছেন তিনি। ৫ই আগষ্টের পর তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। এখন দুদকের অনুসন্ধানে নজরবন্দী রয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের এক চেটিয়া উন্নয়ন কাজের টেন্ডার পাওয়া দশটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে দুর্নীতি খুজতে তালুকদার আব্দুল খালেকের দুর্নীতিতে সহায়তাকারীদের দিকে দুদক এখন লাইট মেরেছে। কিন্তু গাঁ ঢাকা দিয়েছেন অধিকাংশ ঠিকাদার।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে তালুকদার আবদুল খালেক আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ এক ডজন মামলা হয়েছে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন থানায়। এছাড়া চলতি বছরের ৯ জুলাই তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে ১৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে এবং তার স্ত্রী সাবেক বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারের বিরুদ্ধে অসাধু উপায়ে ১ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৫৩৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক।

খুলনা সিটি কর্পোরেশনের সূত্র বলছে, তালকদার আব্দুল খালেক নামে বেনামে কর্পোরেশনের প্রায় ৮০ ভাগ ঠিকাদারী কাজ করেছেন। তিনি নিজে অংশীদার থেকে কিংবা অন্যের লাইসেন্সে কাজ নিয়ে নিজেই তা করেছেন। এজন্য কাজের অনিয়ম এবং দুর্নীতি দেখার মতো কেউ ছিলো না। শুধু হয়েছে অর্থ ভাগাভাগি। তার সময়কালে টেন্ডারের কাজ পাওয়া ঠিকাদারদের এবং কাজের নথিপত্র চেয়ে দুদক চিঠি দিয়েছে। তার মধ্যে দুদক দশটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। এসকল ঠিকাদারী প্রতিষ্ঠানকে তালুকদার আব্দুল খালেক নিয়ম ভেঙ্গে টেন্ডারের কাজ দিয়েছেন। এসব উন্নয়ন কাজ থেকে মোটা অংকের কমিশন এবং নিম্ন মানের কাজ করে তিনি মোটা দাগের অর্থ লোপাট করেছেন। তার এসব অনিয়মের সাথে সরাসরি সম্পৃক্ত পরিকল্পনা বিভাগের একজন কর্মকর্তা। অধিকাংশ দেনদরবার ওই কর্মকর্তা নিজেই করতেন।

দুর্নীতি দমন কমিশনের খুলনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, তালুকদার আব্দুল খালেক মেয়রের দায়িত্ব পালনকালীন সময়ে সব থেকে বেশী কাজ পেয়েছে এমন দশটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিতদের মধ্যে অন্যতম সেলিম হুজুরের হোসেইন ট্রেডার্স প্রায় ৫২ কোটি টাকার , যুবলীগ নেতা তাজুল ইসলামের তাজুল ট্রেডার্স প্রায় ৪০ কোটি টাকা, আওয়ামীলীগ নেতা  আজাদের মেসার্স আজাদ ইঞ্জিনিয়ার্স প্রায় ৪৫ কোটি টাকা এবং রোজা এন্টারপ্রাইজ প্রায় ৩৬ কোটি টাকার টেন্ডারের কাজ করেছে। সবগুলো প্রতিষ্ঠান মিলিয়ে মোট প্রায় ৬০০ কোটি টাকার টেন্ডারের কাজের ধরন এবং সংশ্লিষ্টদের কাজ পাওয়ার পদ্ধতিকে যাচাই বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, তালুকদার আব্দুল খালেকের অবৈধ সম্পদের অনুসন্ধান করা হচ্ছে। অবৈধ সম্পদ অর্জনের সত্যতা আমরা পেয়েছি। তালুকদার আব্দুল খালেকে এবং তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, তালুকদার আব্দুল খালেক সিটি কর্পোরেশনের মেয়র পদে থাকাকালীন সময়ে নিজেই ঠিকাদারী কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। তার সময়কালে কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট অভিযোগের বিষয়েও তদন্ত চলছে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা