কর্ণফুলীতে যুবদল নেতার ওপর যুবলীগের সশস্ত্র হামলা,প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

চট্টগ্রামের কর্ণফুলীতে যুবলীগ নেতা কর্তৃক বিএনপি'কে গালিগালাজের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলার শিকার হয়েছেন জুলধা ইউনিয়ন যুবদল নেতা জাহিদুর রহমান লিটন (৩২)। আওয়ামী দোসরদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কর্ণফুলী উপজেলা যুবদল।
(৬ সেপ্টেম্বর) শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জুলধা ৫নং ওয়ার্ড কানু মাতব্বর বাড়ি এলাকায় এ সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থল'সহ আশপাশের এলাকায় অভিযানে চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
জানা গেছে, আহত লিটন জুলধা ইউপির ৫নং ওয়ার্ড কানু মাতব্বর বাড়ি এলাকার মুহাম্মদ আলির ছেলে। সে জুলধা ইউনিয়ন যুবদলের সক্রিয় সংগঠক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,গতকাল জুলুসে যাওয়ার গাড়ির বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আওয়ামী লীগ নেতা কামাল বিএনপির নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। এ সময় যুবদল নেতা লিটন'সহ আরও বেশ কয়েকজনে প্রতিবাদ জানাই। তারই জেরে আজ সন্ধ্যায় লিটন বাড়ি ফেরার পথে ৩০-৩৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।
হামলাকারীদের মধ্যে রয়েছেন,কানু মাতব্বর বাড়ি এলাকার জালালের ছেলে আওয়ামী লীগ নেতা মো: কামাল,কবির আহম্মদের ছেলে ছাত্রলীগ নেতা দিদার,তার ভাই নজরুল ইসলাম,সাইফুল ইসলাম, জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক আহম্মদ চেয়ারম্যানের ছেলে যুবলীগ নেতা মো: রবিন,তার ভাই জুবাইর,মো: হাশেমের ছেলে নুর উদ্দিন, হাকিম শরীফের ছেলে মো: আলমগীর ও আবুল হাসেমের ছেলে মো: ফারভেজ'সহ অজ্ঞাত আরো ১৫/২০জন এই হামলায় অংশ নেন। তারা সকলেই স্থানীয় নিষিদ্ধ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলাকারীদের হাতে গাছের লাঠি, লোহার রড,রামদা,চাপাতি'সহ দেশীয় অস্ত্রের আঘাতে লিটন মাথা ও হাত পায়ে মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হন। মারামারির এক পর্যায়ে লিটন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাটরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে হামলার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম শামিমের নেতৃত্বে উপজেলার ফকিরনীর হাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়েছে।এসময় বক্তারা যুবদল নেতা লিটনের ওপর হামলায় জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ দৈনিক পূর্বদেশ'কে জানান,হামলার ঘটনার বিষয়ে শুনার সাথে সাথে আমি নিজেই আমার অফিসারদের'কে নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে লাঠি সোডা ও দেশীয় অস্ত্র উদ্ধার করি। হামলাকারীরা পালিয়ে যাওয়ায় এঘটনায় কাউকে আটক করা হয়নি।তবে খুব শীগ্রই হামলায় জড়িতদের আটক করা হবে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার
