নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন খুলনায়।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইকিউএসি এর আয়োজনে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো শিক্ষা গ্রহণ ও গবেষণার অন্যতম জায়গা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের এই সময়টাতে শিক্ষার্থীরা নতুন কিছু উদ্ভাবন করতে শেখে। এজন্য বিশ্ববিদ্যালয়ের এই সময়টাকে ভালোভাবে ব্যয় করতে হবে। বিশ্ববিদ্যালয় পাঁচ বছরের সময়টার প্রথম বর্ষ থেকেই চমৎকারভাবে তোমাদের শুরু করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে টেকনোলজির প্রযুক্তিগত ব্যাবহার বেড়েছে। যার কারনে প্রতিযোগিতা অনেকটা বেড়েছে। তোমাদের প্রতিযোগিতায় উন্নতি করতে হবে। দেশ ও জাতির কল্যাণে তোমাদের কাজ করতে হবে। দেশ ও জাতির জন্য কিছু করতে হলে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বিজ্ঞানের অগ্রযাত্রায় তোমাদের অবদান প্রয়োজন। তোমরা তোমাদের যোগ্যতার মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে। তিনি বলেন, আমরা সাম্য মৈত্রের বাংলাদেশ চাই। তোমাদের এজন্য কাজ করে যেতে হবে। দেশের জন্য তোমাদের কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রধান আইন উপদেষ্টা, হুমায়ুন কবির বুলবুল, ট্রাস্টি সৈয়দ হাফিজুর রহমান এবং ট্রাস্টি মো: রেজাউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর কানাই লাল সরকার। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডীন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের, ড. ইমজামাম-উল-হোসেন, ডীন (ভারপ্রাপ্ত) আইন অনুষদের, হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার, ড. শেখ শফিকুর রহমান, সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ডিরেক্টর (লিয়াজো), বোর্ড অব ট্রাস্টি, শেখ মাহরুফুর রহমান, আইকিউএসি এর পরিচালক, মো: আনিসুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫