ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

প্রধানমন্ত্রী‌র ঘর পেয়ে খুশি জুড়ীর হাসিনা বেগম


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২১-৯-২০২১ দুপুর ৪:১০

হাসিনা বেগমের (২৮) স্বামী আলমগীর মিয়া জমি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন কাতারে। স্ত্রী-সন্তানকে ভরণ-পোষণের পাশাপাশি আবার নতুন বাড়ি কিনবেন এই আশায় প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন আলমগীর মিয়া। কিন্তু বিধাতার কি খেলা! ২০০৪ সালে কাতারে এক দুর্ঘটনায় সবকিছু যেন এলোমেলো হয়ে যায় তার। দুর্ঘটনার পর বাংলাদেশে চলে আসেন তিনি। সেই থেকে আর বাড়ি কেনা হয়নি হাসিনা-আলমগীর দম্পতির। অন্যের বাড়িতেই কোনোমতে কাটছিল তাদের জীবন।

অবশেষে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই পেয়েছেন হাসিনা বেগম। তাদের সংসারে দুই ছেলে। বড় ছেলে খাইরুল আলম (১৪) প্রতিবন্ধী। প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেয়ে হাসিনা-আলমগীর দম্পতির আনন্দের যেন শেষ নেই। জীবনের এই কঠিন সময়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর পেয়ে এখন অনেক খুশি। শুধু ঘরই নয়, থাকছে নিজ নামে দুই শতক জমি, স্বাস্থ্যসম্মত টয়লেট, সুন্দর বারান্দাসহ বসবাসের নিরাপদ সুবিধা।

সরজমিন দেখা যায়, গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় এখানে ১১টি পরিবার উঠেছে স্বপ্নের নতুন ঘরে। এ ১১টি পরিবারের সবার ঘরেই বইছে আনন্দের সুবাতাস। এরমধ্যে হাসিনা বেগমের ঘরে যেন একটু বাড়তি আনন্দ। প্রধানমন্ত্রীর দেয়া ঘরের দুটি কক্ষ হাসিনা বেগম সাজিয়েছেন মনের মাধুরী দিয়ে। এতদিন প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অন্যের বাড়িতে বসবাস করতে কষ্ট হলেও বর্তমানে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বাস করছেন স্বাচ্ছন্দ্যে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইতোমধ্যে গৃহহীন ও ভূমিহীন পরিবারদের মধ্যে এসব বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন লেমন এ ১১টি পরিবারকে তাদের স্বপ্নের ঘর বুঝিয়ে দেন।

বাড়ি পাওয়ার আনন্দে ভূমিহীন হাসিনা বেগমের চোখে ডেকেছে আনন্দ অশ্রুর বান। ঘর পেয়ে কেমন লাগছে- জিজ্ঞাসা করায় হাসিনা বেগম বলেন, আমি দুই ছেলে ও অসহায় স্বামীকে নিয়ে মানুষের জায়গায় কুঁড়েঘর তুলে থাকি। স্বপ্নেও ভাবিনি যে, আমি জমিসহ ইটের একখানা নতুন পাকা ঘর পাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ইটের একটি ঘর দিয়েছেন। এখন ইটের ঘরে থাকতে পারব। আমি ভীষণ খুশি হয়েছি ঘর পেয়ে। দোয়া করি আল্লাহ যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব সময় ভালো রাখেন।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন লেমন বলেন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন এমপি মহোদয়ের বরাদ্দকৃত কাবিকার প্রকল্প দ্বারা জমি ভরাট করে প্রধানমন্ত্রীর ঘোষিত ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে পশ্চিম শিলুয়া মৌজায় ১১টি পরিবারকে ভূমি ও ঘর নির্মাণ করে তাদের বুঝিয়ে দেয়া হয়। ঘর পেয়ে অসহায় পরিবারগুলো এখন খুশি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রতিটি ঘরে দুটি বেডরুম, একটি বাথরুম, একটি রান্নাঘরসহ পানি ও বিদ্যুতের সুবিধা রয়েছে। উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দ্বিতীয় পর্যায়ে ১৬৯টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, ভূমিহীন ও গৃহহীনদের জন্য চমৎকার পরিবেশে মানসম্মত টেকসই ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। এসব ঘরে আশ্রয় পাওয়াদের অধিকাংশই মানবেতর জীবনযাপন করতেন। তারা এখন প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেয়েছেন। এর ফলে তাদের জীবনমান এখন উন্নত হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার শতভাগ দরিদ্র জনগোষ্ঠী যাদের জমি ও ঘর নেই, তাদের বসবাসের জন্য বাড়ি করে দেয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা

ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল