ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

ডামুড্যায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা করেন শরীয়তপুরের জেলা প্রশাসক


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ৩:২৯

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন শরীয়তপুর জেলার  জেলা প্রশাসক  মিজ তাহসিনা বেগম।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক  এর সঞ্চালনায়  সভায় শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের কথা শোনেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো: আসলাম হোসাইন,ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভুমি তারেকুল ইসলাম,  ডামুড্যা থানা অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান মানিক,  উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার,আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি আলমগীর মাদবর,কনেশ্বর এস.সি এডওয়ার্ড ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন মাঝি, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিদ খান  , ডামুড্যা হামিদিয়া  কামিল মাদ্রাসার সুপারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 
এসময় মতবিনিময় সভায় আলোচনায় যেসব বিষয় তুলে ধরেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে স্মার্ট ফোন নিয়ে না আনে সে বিষয়ে প্রধান শিক্ষক দের সজাগ থাকতে বলে তিনি আরো বলেন, শিক্ষকরা উন্নত জাতি গঠনের কারিগর, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আগামী দিনের জন্যে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন।
শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কোনো সমস্যা হলে জেলা শিক্ষা অফিসের মাধ্যমে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।  
সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
এছাড়া ডামুড্যা সাবরেজিস্টার অফিস , ডামুড্যা ভূমি অফিস  পরিশর্দন করেন এবং ডামুড্যা উপজেলায়  মৎস্য অবমুক্ত করেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম ।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা