বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সুনামগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ''গনমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন'' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় সুনামগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপ্রতি এ কে এম আব্দুল হাকিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহমেদ,বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ পরিচালকের প্রতিনিধি মোঃ আব্দুল হাই। সার্বিক উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনটেন্ড সাকাওয়াত হোসেন প্রমুখ। এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ উকিলপাড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক প্রকাশক পংকজ দে, সুনামগঞ্জ একাংশের প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চোধুরী,
প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস উদ্দিন, বাসসের জেলা প্রিতিনিধি আমিনু ইসলাম, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ৭১টিভির জেলা প্রতিনিধি শহীদনুর আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সুনামগঞ্জ উকিল পাড়া প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক মাসুম হেলাল,সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি একে মিলন আহমেদ প
বক্তরা বলেন বর্তমান প্রেক্ষাপটে অপসাংবাদিকতার কারনে মুলধারার সাংবাদিকতা দিন দিন হারিয়ে যাচ্ছে? বর্তমান প্রেক্ষাপটে লক্ষ করে দেখা যায় যে কেউ ফেইসবুকের মাধ্যমে সংবাদ প্রকাশ করে যাচ্ছেন যা মুল ধারার সাংবাদিকতার উপর বিশাল একটি প্রভাব পড়ছে।
এছাড়াও যে কেউ ফেইসবুকে একটি ফেইজ খুলে সাংবাদিক অথবা সম্পাদকের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা সাংবাদিকতার নীতিমালা বহিভূত। এসব কারনে মুল ধারার সাংবাদিকদের মুল্যায়ন বিলুপ্তির পথে। বক্তব্যরা আরও বলেন এসব অপ-সাংবাদিকতা থেকে সাংবাদিক সমাজকে পরিত্রাণ পেতে হলে সাংবাদিকদের ঐক্যের প্রয়োজন রয়েছে। বক্তব্যরা সুনামগঞ্জ জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সবাইকে সচেতনতামূলক ভাবে সাংবাদিকদের গ্রপিং কুন্দল ভেঙে একসাথে একই প্লাটফর্মে আসার আহ্বান জানান। এসময় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তিনি তার বক্তব্যে বলেন সুনামগঞ্জ জেলায় একই থানায় ৫টা ৬টা প্রেসক্লাব থাকায় জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনকে বিভ্রান্তকর পরিবেশে পরতে হয় তা তুলে ধরেন তিনি সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের ঐকবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। পরিশেষে সাংবাদিকদের উপর জেল জড়িমানা মামলা হামলা কাম্য নয় বলেও জানান বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। উক্ত কর্মশালায় সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন। কর্মশালা শেষে অংশ গ্রহনকারী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথি বৃন্দরা। সর্ব প্রথম জাতীয় দৈনিক সকালের সময় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কে এম শহীদুল ইসলামের হাতে সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। পরে সবার হাতেনএকে একে সার্টিফিকেট তুলে দেন অতিবৃন্দরা।
এমএসএম / এমএসএম
পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান
ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে
সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন
পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের
সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ
গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ
কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক
ঠাকুরগাওয়ে কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে ইন্টারফেইজ সভা