সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

সাতক্ষীরা শহরে পলাশপোল বউ বাজারে সরকারের খোলা বাজারের খাদ্য বিক্রয়(ওএমএস)কার্যক্রমে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ সরকারের নির্ধারিত বরাদ্দকৃত চাল ও আটা সাধারন মানুষকে দিচ্ছে না।গোপনে বাইরে বিক্রি করে দিচ্ছে। সাতক্ষীরা সদর খাদ্য গুদামের সূত্রে জানা যায়,সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন ৩০ টাকা দরে প্রত্যেক গ্রাহককে সর্বোচ্চ ৫ কেজি চাল সর্বমোট ১৩০জন গ্রহককে প্রদান করা ও ২৪ টাকা দরে প্রত্যেক গ্রাহককে সর্বোচ্চ ৫ কেজি আটা সর্বমোট ১৩০জন গ্রহককে বরাদ্দ দেয়া হয়। কিন্তু ডিলার মোঃ শাহিনুর জামান তার নামে বরাদ্দকৃত চাল ও আটা সাধারন মানুষকে দিচ্ছে না। ডিলার প্রায়ই সকাল ১১টার মধ্যেই বিক্রি বন্ধ করে দোকান বন্ধ করে দেয়। শহরের পৌর ৯নং ওয়ার্ডের পলাশপোল বউ বাজারে এলাকায় এই ডিলারের দোকান থেকে অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছে।
এলাকাবাসী ভুক্তভোগী মুজিবার জানান, ডিলার মোঃ শাহিনুর জামানের ব্যবহার খুবই খারাপ।প্রত্যেকটা মানুষের সাথে খারাপ আচারণ করে। সে জন্য মানুষ এখন কম আসে ৭০থেকে ৮০ জনের মতো মানুষ আসে চাল ও আটা নিতে। আরো বলেন আমিও আর আসবো না কারণ আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের ও তো সম্মান আছে। গভীর অনুসন্ধানে জানা যায়,প্রত্যেক ব্যক্তির কাছ থেকে আইডি কার্ডের ফটোকপি নেয়া হচ্ছে। সেই আইডি কার্ডের ফটোকপির উপরে মেসার্স আরিয়া ট্রেডার্স নামের একটি সিল সই রয়েছে। ওই আইডি কার্ডের ফটোকপিতে ডিলার মোঃ শাহিনুর জামান তারিখ দিয়ে দেবে ৭দিন পর আটা নিতে হবে এবং ১৫দিন পর চাল নিতে হবে।আরো জানা যায়, ২৬০ জনকে চাল ও আটা দেয়ার কথা থাকলে দেয়া হচ্ছে ৭০থেকে ৮০ জনের কিন্তু খাতা কলমে হিসাব থাকে ২৬০ জনের। সরকারের নীতিমালা অনুযায়ী ওএমএস খাদ্য বিক্রয়ের নিয়ম সকাল ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে নিতে হবে,প্রতিদিনের যে বরাদ্দকৃত খাদ্য দেয়া হয় সেটা থাকা পর্যন্ত সকল শ্রেনীর কর্মজীবি মানুষের কাছে বিক্রয় করতে হবে। কিন্তু ডিলার মোঃ শাহিনুর জামান সরকারের নীতিমালা অনুযায়ী না মেনে তার ইচ্ছা মতো কার্যক্রম চালাচ্ছে।
এ বিষয়ে ওএমএস এর ডিলার মোঃ শাহিনুর জামানের কাছে জানতে চাইলে তিনি কোন প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান
এমএসএম / এমএসএম

বালু খেকোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবে নাঃ ইউএনও তরিকুল ইসলাম

বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ
