দেহ ব্যবসার আড়ালে নগ্ন ভিডিও ধারন' পুলিশ পরিচয়ে নির্যাতন ও মুক্তিপন আদায়

দেহ ব্যবসার আড়ালে নগ্ন ভিডিও ধারন করেন স্ত্রী এবং শাশুরি। এরপর নিজেকে কখনো স্থানীয় ইউপি সদস্য এবল কখনো ডিবি পুলিশ বা থানা পুলিশ পরিচয় দিয়ে চালান অমানবিক নির্যাতন ও ইজ্জত হনন। এরপর মুক্তিপন নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এমন অভিযোগ উঠেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ছোট ডেরাহাল গ্রামে। ঘটনায় অভিযুক্তরা হলেন, বড় ডেরাহাল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে জামাই সিন্ডিকেটের প্রধান মাষ্টার মাইন্ড মো, আব্দুর রশিদ, মেয়ে মোছা, সম্পা খাতুন এবং স্ত্রী মোছা, এলেচা বিবি। প্রধান অভিযুক্ত আব্দুর রশিদের বাড়ি বগুড়া জেলাধীন শেরপুর উপজেলার দুবলাগাড়ি গ্রামে। সে শশুর বাড়িতে থেকে স্ত্রী এবং শাশুরির সহযোগীতায় একাধিক ব্যক্তিকে নিয়ে এমন অবৈধ সিন্ডিকেট পরিচালনা করছেন। সেই সাথে প্রতারনার ফাঁদে ফেলে ইজ্জত হননের মাধ্যমে লক্ষ লক্ষ হাতিয়ে নিচ্ছেন সিন্ডিকেট চক্রটি। লোক লজ্জার ভয়ে কেউ অভিযোগ না করায় চক্রটি বেপোরোয়া হয়ে উঠেছে। এমন লোমহর্ষক একাধিক ঘটনার তথ্য দিয়েছেন সিন্ডিকেট চক্রে জিম্মি থাকা এক মেয়ে সদস্য।
পরিচয় গোপন রাখার শর্তে সে সাংবাদিকদের জানায়, দীর্ঘদিন ধরে বাড়িটিতে দেহ ব্যবসা চালিয়ে আসছে এলেচা বিবি ও তার মেয়ে এবং মেয়ে জামাই। তারা ৮০০ টাকা দরে খদ্দের রেডি করে আমাদের ফোন দেয়। আমরা গিয়ে কাজ করে আসি। কাজের বিনিময়ে আমাদের দেওয়া হয় ৫০০ টাকা এবং বাড়ি ভাড়া বাবত তারা নেয় ৩০০ টাকা। এভাবেই চলে মেয়ে, মেয়ে জামাই ও শাশুরির সংসার। মাঝে মধ্যেই সিন্ডিকেট তৈরির মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। শুধুমাত্র লোক লজ্জা ভয়ে এবং ইজ্জত হননের নগ্ন ভিডিও তাদের কাছে সংরক্ষন থাকায় কেউ থানা পুলিশ করেনা।
একাধিক লোমহর্ষক ঘটনার বর্ননায় তিনি আরো বলেন , নগ্ন ভিডিও সংরক্ষনের মাধ্যমে আমার মত একাধিক মেয়েকে জিম্মি করে রেখেছে অভিযুক্ত পরিবারটি। নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ভয় দেখিয়ে তাদের টার্গেটকৃত ব্যক্তিদের সাথে নগ্ন ভিডিও ধারনে আমাদেরকে বাধ্য করা হয়।
এরপর চলে ব্যক্তিটির উপর অমানবিক নির্যাতন। প্রথমে বাঁশের লাঠি, কাঠের বাটাম এবং পায়ের জুতা দিয়ে আধা ঘন্টা চোরের মত পেটানো হয়। পরে চালানো হয় বিভিন্ন শারীরিক নির্যাতন৷ এরপর দাবী করা হয় মুক্তিপন। ষড়যন্ত্রের শিকার ব্যক্তিটি তার পরিবারের সাথে যোগাযোগ করে কখনো বিকাশে মাধ্যমে আবার কখনো লোক মারফতে মুক্তিপনের টাকা পরিশোধ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
পরিচয় গোপন রাখার শর্তে নির্যাতনের শিকার একাধিক ভুক্তভোগী সাংবাদিকদের জানান, দেহ ব্যবসায়ী পরিচয়ে মোবাইল ফোনে তাদের ডেকে নিয়ে যায় সিন্ডিকেট মেম্বার এলেচা বিবি এবং সম্পা খাতুন। যাওয়ার পর আমাদের জিম্মি করা হয়। জোর করে নগ্ন ভিডিও ধারন শেষে আমাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। সেই সাথে দাবী করেন মুক্তিপন। পরিবার ও আত্মীয় স্বজন এসে তাদের উদ্ধার করে। লোক লজ্জার ভয়ে এবং ইজ্জত হননের নগ্ন ভিডিও তাদের সংরক্ষনে থাকায় থানা পুলিশ করিনি।
এমনি এক ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় মহীলা ভাইস চেয়ারম্যান মোছা, ইয়ারুননেছা বলেন, নাটোর জেলাধীন সিংড়া উপজেলার আমাদের এক আত্মীয়কে তাদের বাড়িতে ডেকে নিয়ে, জোর করে নগ্ন ভিডিও ধারনের মাধ্যমে নির্যাতন ও মুক্তিপন দাবীর খবর পেয়ে, আমি নিজে গিয়ে তাকে উদ্ধার করি। তাদের কাছে নগ্ন ভিডিও সংরক্ষন থাকায় থানা পুলিশ করা হয়নি।
ঘটনার সত্যতা শিকার করে প্রতিবেশী ও গ্রামবাসী সাংবাদিকদের বলেন, চোখের সামনে এসব ঘটনা দেখছি। প্রতিবাদ করলে উল্টো মামলা খেয়ে জেলে যেতে হবে। সেই সাথে সন্মান হারিয়ে গ্রাম ছাড়তে হবে। কারন অভিযুক্তরা ভয়ংকর ও নোংড়া। সুতরাং ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না।
ঘটনার সত্যতা শিকার করে স্থানীয় ইউপি সদস্য মো, আব্দুর রশিদ বলেন, এই সিন্ডিকেটের বিষয়ে থানা পুলিশকে বহুবার অবগত করেছি। তাদের বক্তব্য, তারা খারাপ, তাদের কাছে যায় কেন?
এমনি অন্য এক ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক পৌর কাউন্সিলর রহমত আলী বলেন, বাড়িতে ডেকে নিয়ে নগ্ন ভিডিও ধারন এবং জিম্মি করে বিকাশে মুক্তিপন দাবীর খবর পেয়ে গ্রামবাসীকে নিয়ে তাদের বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করি। তাদের কাছে নগ্ন ভিডিও সংরক্ষন থাকায় থানা পুলিশ করা হয়নি।
এ বিষয়ে থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) মো, সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে এবং প্রমান সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে নগ্ন ভিডিও ধারন সহ ডিবি পুলিশ পরিচয়ে নির্যাতন এবং মুক্তিপন দাবীর ঘটনায় ভিকটিমের আত্মীয় স্বজন ও এলাকাবাসী কর্তৃক অভিযুক্তদের বাড়ি ঘেরোয়ার, ভিক্টিমকে উদ্ধার এবং অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে দৌড়ে পালানোর খবর ছড়িয়ে পড়ার পর এসব লোমহর্ষক তথ্য বেড়িয়ে আসতে শুরু করেছে।
এমএসএম / এমএসএম

ব্রাহ্মণবাড়িয়া এক মাংসের দোকানের চকি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

বড়লেখা সীমান্তে অবৈধ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট আটক

রৌমারীতে ব্রম্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগীতার শুভ উদ্বোধন

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ বোদা থানা

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি নিয়ে সংলাপ

বেড়ায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক ও নৌপথ অবরোধ

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবেঃ মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

খাগড়াছড়ির আনন্দনগর মহল্লা কমিটি গঠন

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন সম্পন্ন

তানোরের বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভূমিকা রাখছে

সন্দ্বীপে মোস্তফা কামাল পাশার হোন্ডা র্যালি ও পথসভা: অঘোষিত নির্বাচনী প্রচারনায় জনস্রোত

কর্ণফুলীতে জমিতে কাজ করতে বাঁধা,প্রাণ নাশের হুমকি'তে থানায় জিডি
