ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নরসিংদীতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৫-৯-২০২৫ বিকাল ৫:২৪

নরসিংদীর রায়পুরায় মুদি ব্যবসায়ী মানিক মিয়া (৬৫)কে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
সোমবার ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন স্থানীয় বাজারে মুদি ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয়রা জানায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মানিক মিয়া। পরে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও কথা বলতে না পারায় খোঁজাখুঁজির এক পর্যায়ে আড়িয়াল খাঁ নদীর পাড়ে রাস্তায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘারে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়। ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। সোমবার ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। খবর পেয়ে সকালে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হত্যাকান্ডের রহস্য উদঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের ভাই সুরুজ মিয়া বলেন, ভাই প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন। কিন্তু ফোন ধরছিলেন না। পরে রাত ২টার দিকে নদীর পাড়ে জবাই করা মরদেহ পড়ে থাকতে পাই। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। 

নিহতের মেয়ে সূচনা আক্তার বলেন, বাবা রাত দশটার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন বাড়ি ফিরতেন। কিন্তু গতরাতে নির্ধারিত সময়ে বাড়ি ফিরেননি। তারপর বাবার মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় মা ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাবার খোঁজে বের হন। বাজারে যাওয়ার পথে আড়িয়াল খাঁ নদের পাড়ে বাবার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। বাবার ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তার কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলার পিছন দিক থেকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চ লাইট ও কিছু টাকা পাওয়া গেছে। তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি