টেকনাফে মহাসড়ক দখল করে রমরমা মাছের ব্যবসা

কক্সবাজারের টেকনাফে মহাসড়ক দখল করে চলছে রমরমা মাছের ব্যবসা। সন্ধ্যা থেকে প্রায় রাত ১২ টা পর্যন্ত এই এলাকায় মহাসড়কের অর্ধেকের বেশি দখলে থাকে শত-শত মাছ ব্যবসায়ীর। ফলে টেকনাফ ঝর্ণা চত্বর থেকে একদিকে পল্লী বিদ্যুৎ অফিস আরেকদিকে আলো শফিং কমপ্লেক্স পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। এর ফলে লেঙ্গুরবিল রোড, উপরের বাজার, কক্সবাজার-টেকনাফ মহাসড়ক ও আশপাশের এলাকাতে এর প্রভাব পড়ে।
এতে অফিস ফেরত কর্মজীবী ও পথচারীদের গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয়।
মহাসড়ক দখল করে মাছ ও সবজির ব্যবসা করলেও নির্বিকার টেকনাফ থানা পুলিশ। নেই কোন ট্রাফিক শৃঙ্খলা। দীর্ঘ সময় মাছের টলি নিয়ে বসে থাকে ব্যবসায়ীরা। স্টেশন জামে মসজিদের সামনেও বসে শতাধিক মাছ ব্যবসায়ী। মাছের পানি ও রক্তের দুর্গন্ধে এই পথে চলা দায়। এতে বরফ গলা পানিতে ভিজে যায় সড়ক। স্যাঁতস্যাঁতে নোংরা পানি ও দুর্গন্ধে নাক বন্ধ হয়ে আসার উপক্রম।
পথচারী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়— সড়কের উপর মাছ বাজারের কারণে চলাচল করতে পারছি না। পরিবহন চলাচলে নিয়মিত বাধার সৃষ্টি হচ্ছে। এলাকাতে মাছের পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। কোন না কোনভাবেই দুর্ঘটনা সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রশাসনের কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এসব তীব্র যানজটের মূল কারণ হচ্ছে, মাছ ব্যবসায়ীদের অবৈধভাবে সড়ক দখল করে মাছের বাজার বসা। যা মাছের দোকান আরও সংকীর্ণ করে ফেলেছে সড়ক। ফলে মারাত্মক রূপ নেবে যানজট।
সরেজমিন গিয়ে দেখা যায় টেকনাফের ঝর্ণা চত্বর থেকে ইউ টার্ণ পর্যন্ত পুরো সড়ক মাছ ব্যবসায়ীর দখলে। আযান দিলে মসজিদে মুসল্লী যেতে নানা বিপত্তি ঘটে। সড়কের পশ্চিম পাশে প্রায় দুই শতাধিক খুচরা ও পাইকারি মাছ ব্যবসায়ী সড়ক দখল করে বসে আছে। যেখানে ক্রেতাদের উপস্থিতিও প্রচুর। মানুষের চাপে উভয় পাশে সড়কে লেগে থাকে তীব্র যানজট।
স্থানীয় ব্যবসায়ী মো. জকির আলম বলেন— মাছ বাজার বসায় প্রতিদিন চলাচলে অনেক সমস্যা হচ্ছে। সন্ধ্যা হলে যানজটের তীব্র আকার ধারণ করে। যানজটের কারণে মুসল্লীদের নামাজে যেতে কস্ট হয়। প্রায় দুর্ঘটনাও ঘটে থাকে। জরুরি কোনকাজে গেলে আটকে যায়। ইমার্জেন্সি কোন রোগী নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে চাইলে যাওয়া যায় না।
নাছির নামে এক অটোচালক বলেন মাছ ব্যবসায়ীরা রাস্তা দখল করে থাকে। তাদের কারণে আমরা গাড়ি চালাতে পারি না ঠিকমতো। একদিকে তিনরাস্তার মাথা অন্যদিকে একটু সামনে গেলেই ইউটার্ণ তার মাঝখানেই মাছ বাজার। হর্ন দিলেও সাইড দিতে চান না মাছ ব্যবসায়ীরা। এজন্য অনেক সময় মাছ ব্যবসায়ীদরে সঙ্গে ঝগড়া ও হাতাহাতির ঘটনাও ঘটে।
কক্সবাজার থেকে ছেড়ে আসা 'পালকি' বাসের চালক মো. আমিন বলেন— কি আর বলবো ভাই! গাড়ি চালানোর রাস্তা নাই। একটা গাড়ি আরেকটা ছোট গাড়িকে যে সাইড দিবে সে পরিস্থিতি এই সড়কে নাই। দিনদিন মাছের দোকানের সংখ্যা বাড়তেছে। কিন্তু কোন সুরাহা হচ্ছে না। এই একটু জ্যাম থেকে বের হতেই আধাঘণ্টার উপরে লেগে যায়।
মাছ কিনতে আসা এক তরুণ বলেন— এই একটু সড়ক পুরোটাই মাছ ব্যবসায়ীর দখলে। মনে হচ্ছে সড়কটাই পুরো মাছ ব্যবসায়ীর। তারা পুরো সড়কে মাছের ঝুঁড়ি দিয়ে দখল করে ফেলে। বাজারের তুলনায় এখানে কিছুটা দাম সাশ্রয়ী। যার ফলে অনেক ক্রেতাই এখানে এসে ভিড় জমায়। কিন্তু রাস্তার ওপর দোকান বসায় চলাচল করতে অসুবিধা হয়। এছাড়া হেঁটে যাওয়ার সময় মাছের পানি গায়ে এসে পড়ে কাপড় নষ্ট হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাছ ব্যবসায়ী সাথে কথা বলে জানা যায়— আমাদের নির্দিষ্ট মাছ বাজার আছে। কিন্তু আমরা তো টাকার বিনিময়ে ব্যবসা করি। আমাদের কাছ থেকে তো ভাড়া নিচ্ছে। তাই সন্ধ্যা হলেই এখানে বাজার বসায়।
এ বিষয়ে টেকনাফ বণিক সমবায় সমিতির সহ-সভাপতি ওসমান গণি বলেন— সন্ধ্যা হলেই এই মাছ বাজার খুবই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। পুরো রাস্তা ব্লক করে রাখে মাছ ব্যবসায়ীরা। যার কারণে রাস্তায় কোন গাড়ি স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারে–না। তীব্র যানজটের সৃষ্টি করে। নামাজে যেতে পারি–না, মসজিদের সামনের সাইড দখল করে রাখে। সকাল হলেই দুর্গন্ধ এর জন্য অইদিকে যাওয়ায় যায় না।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন— এ রোড দিয়ে আমি নিজেই চলাচল করি। এটার জন্য আমি নিজেই ভুক্তভোগী। এ বিষয়ে ইউএনও স্যারকে অবগত করেছি। আইনশৃঙ্খলা মিটিং-এ এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। ইউএনও স্যার একটা সময় নির্দিষ্ট করলে আমরা এ বিষয়ে দ্রুত অভিযানে বের হবো। এর আগে টেকনাফ বাজারে একটা অভিযান চালিয়েছি। যেখানে সিএনজি আর অটোরিকশাগুলোর স্ট্যান্ড ছিল সেখানে উচ্ছেদ অভিযান করে অনেক দোকান উঠিয়ে দিয়েছি৷ আর এই অভিযানেও সবাইকে সহযোগিতা করতে হবে।
এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত
