বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক, চিকিৎসক ও সমাজসেবক অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন ১৯ সেপ্টেম্বর। ১৯৫২ সালের এই দিনে সিলেটের সম্ভ্রান্ত জমিদার পরিবারে- পিতা শৈলেন্দ্র কুমার চৌধুরী ও মাতা ড. মঞ্জুশ্রী চৌধুরী’র ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন ড. অরূপরতন। তারা দুই ভাই ও এক বোন। স্ত্রী গৌরী চৌধুরী একজন সুগৃহিনী এবং দুই পুত্র অনির্বাণ চৌধুরী ও সপ্তক চৌধুরী স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ড. চৌধুরী বর্তমানে বারডেম জেনারেল হাসপাতালে ডেন্টাল সার্জারী বিভাগের ভিজিটিং প্রফেসর এবং ইব্রাহীম মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
১৯৭৬ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বি.ডিএস এবং ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। এছাড়াও লন্ডন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি থেকে ডেন্টাল চিকিৎসায় বিশেষ ফেলোশিপ লাভ করেন। পেশায় একজন চিকিৎসক হলেও মনে প্রাণে ধারন করেন সমাজসেবা। তরুণ প্রজন্মকে মাদক ও তামাকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রায় ৪৫ বছর ধরে ধূমপান ও মাদকের বিরুদ্ধে কাজ করে চলেছেন। ১৯৮৯ সালে ‘মানস’ নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছেন।
ড. চৌধুরী একজন লেখক ও গবেষক। ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে ৩২টি বই লিখেছেন, বহু গবেষণা করেছেন যা ৪০টির বেশি আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করেছেন। দীর্ঘ সময় ধরে দৈনকি পত্রিকায় নিয়মিত কলাম লেখার পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে অনুষ্ঠান উপস্থাপনা করছেন। একজন প্রতিষ্ঠিত রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে নিয়মিত সঙ্গীত চর্চ্চা করেন। অসংখ্য গানের এ্যালবাম রয়েছে তার। দেশে প্রথমবারের মতো ২০১৫ সালে নির্মাণ করেছেন মাদক, ধূমপান বিরোধী চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে গ্রহণ করেন রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র ‘টোব্যাকো অর হেলথ’ লাভ করেন সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে। ২০২৪ সালেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তামাক বিরোধী পদক লাভ করেছেন। এছাড়াও ভারতের ‘মাদার তেরেসা পদক’সহ বহু সম্মাননা লাভ করেছেন। ধূমপান ও মাদকমুক্ত একটি প্রজন্ম এবং সম্বৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন তিনি। এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল

ওয়ার্ড নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ স্থগিত

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে CLAS এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
