ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে একজনকে জবাই করে হত্যা


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ৩:৩৫

কক্সবাজারের টেকনাফে পূব শত্রুতার জের ধরে ইমদাদ হোসেন (৪৭) নামে একব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। সে টেকনাফ পৌরসভার ৭নং ওর্য়াড উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে । তিনি একজন পানের দোকানদার।
আজ শুক্রবার ভোররাত তিনটায় টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মৃত উমর ছিদ্দিক মেম্বারের বাড়ি সংলগ্ন নিহতের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটেছে। 
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত হিমেল রায়। 
ঘটনার প্রত্যদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা নুরুল আলম ওরফে পুতুইয়ার ছেলে মো আরকানে বিয়ের অনুষ্টানে মদপানকে কেন্দ্র করে একই এলাকার আব্দুর রহমানে সঙ্গে নিহত ইমদাদ হোসেনের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। পরে ইমদাদ হোসেন ঘটনাস্থল থেকে পানের দোকান বন্ধ করার জন্য বাজারের দিকে চলে যায়। এর কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা পথ গতিরোধ করে প্রথমে কোপানো হয়। এরপর উমর ছিদ্দিক মেম্বারের বাড়ি সংলগ্ন সড়কে ফেলে জবাই করে হত্যা করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ইমদাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, ভোররাত পাঁচটার দিকে ইমদাদ হোসেন নামে একজন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করেছেন। 
নিহতের ছোট ভাই শামসু আলম বলেন, দোকান বন্ধ করে বাড়িতে ফেরারপথে একই এলাকার বাসিন্দা মৃত আব্দুস সালামের ছেলে কামাল হোসন ও নুরুল ইসলামের নেতত্বে আব্দুর রহমান, মো ইসমাইল, মো শফিক, মো হামিদ ও সৈয়দ আলমসহ আরও ৪/৫জন মিলে প্রথমে বড় ভাই ইমদাদ হোসেনকে কোপানো হয়। এরপর জবাই করে মৃত্যু নিশ্চিত করেছেন সন্ত্রাসীরা। 
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত হিমেল রায় বলেন, স্থানীয় লোকজন ঘটনার পর কামাল হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপদ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্তপূবক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত