ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সংসার সামলিয়ে প্রতিমা গড়ছেন নারী শিল্পীরা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ২:৫৯

 কুড়িগ্রামের নারীরা   প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। সংসার সামলিয়ে নারীরা এখন গড়ছেন প্রতিমা। আজ মহালয়া পর থেকে প্রতিমার রং করার কাজ করবেন নারী শিল্পীরা।। 
চারদিকে পুজোর গন্ধে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুরু হয়ে গেছে দূর্গোৎসবের তোড়জোড়। 
দেবীর আগমনকে ঘিরে মন্ডপ ও মন্দিরগুলোতে যেমন শুরু হয়েছে কর্মব্যস্ততা। তেমনি কুমোরতলীর পাল পাড়ায় মালাকরদের মধ্যেও দেখা গেছে কর্মব্যস্ততা। তবে এ বারের কর্মব্যস্ততায় প্রথমবারের মতো নজর কেড়েছে নারী প্রতিমা শিল্পীদের অংশগ্রহন। 
পারিবারিক পেশা আর সহজাত নেশার প্রতি আগ্রহ থেকেই কুড়িগ্রামে এবার প্রথমবারের মতো স্বামী ও সন্তানদের পাশাপাশি প্রতিমা গড়ছেন নারী শিল্পীরা। 
প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের দূর্গোৎসবকে ঘিরে প্রতিমা কারিগরদের ব্যস্ততা চোখে পড়লেও এ বছর ভিন্ন আঙ্গিকের চিত্র দেখা মিললো কুড়িগ্রামের পাল পাড়া আর কুমার পাড়ার প্রতিটি প্রতিমা কারখানায়। এবছর কুড়িগ্রামে অধিক সংখ্যক পুজা মন্ডপের সংখ্যা বাড়ায় এবং শেষ মূর্হুতে প্রতিমার অর্ডার আসায় প্রথম বারের মতো সংসার সামলিয়ে এবার পারিবারিক ব্যবসা সামলাতে নিজ হাতে প্রতিমা গড়ছেন মালাকরদের স্ত্রী ,মা ও পুত্রবধুরা। 
সরেজমিন  কুড়িগ্রামের কাঁঠালবাড়ির দেবালয়,রাজারহাটের বৈদ্যের বাজার,সদরের ঘোগাদহ ও দাশেরহাটসহ প্রতিটি প্রতিমা কারখানায় গিয়ে দেখা যায় নারী শিল্পীরা প্রতিমা গড়ছেন। 
সকালে উঠে  সংসারের কাজ সামলিয়ে, ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিমার সাজ,অলংকার,পলিশ, মুকুট, শাড়ির ডিজাইনসহ প্রতিমার অঙ্গসজ্জা থেকে শুরু করে কাঠামো নির্মাণ সবই করছে নারী প্রতিমা শিল্পীরা। ছোট বেলা থেকে পারিবারিক পেশা হলেও কখনোই প্রাতিষ্ঠানিক পেশাগতভাবে প্রতিমা তৈরির কাজ করেননি এসব নারী শিল্পীরা । এবছর বাড়তি চাপ সামলাতে পুর“ষদের সহযোগি হয়েছেন তারা। 
রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার গ্রামের নারী প্রতিমা শিল্পী বেবী মালাকার বলেন,’ এবার জেলায় গতবারের চেয়ে দ্বিগুন পুজা বাড়ছে। মন্ডপের লোকজন রেডিমেট প্রতিমারও অর্ডার দিচ্ছেন। আগে সংসারের কাজ সেরে ওভাবে প্রতিমার কাজে হাত দেয়া হয়নি। এবার এতো চাপ,বাধ্য হয়ে সংসারের কাজ ফেলে স্বামীকে সাহায্য করতে হচ্ছে।’
স্কুল পড়ুয়া  শিক্ষার্থী সপ্তমী মালাকর বলেন,’ আমি এক সপ্তাহ ধরে স্কুলে যাই না। বাবা একা হাতে কাজ করতে হিমসিম খাচ্ছে । গতবার ৭টা প্রতিমা নিলেও এবার ১৫টা প্রতিমা বানাচ্ছে,তাই আমিও কাজ শিখে বাবাকে হেল্প করছি।”
সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারের আরেক প্রতিমা শিল্পী পূজা রানী বলেন,’ প্রথমবারের মকো মায়ের প্রতিমা তৈরি করতে ভালোই লাগছে। আগে পুজোর সরঞ্জাম, প্রদীপ, ধুপোতি,কলস এসব তৈরি করতাম। এ বছর এতো বেশি চাপ যে এখন এসবের পাশাপাশি প্রতিমার অলংকার,মুকুট ,গায়ের পলিশ এসব কাজ করতে হচ্ছে।’
বংশ পরম্পরায় কাজ করা আরেক প্রতিমা শিল্পী শ্রী কালিকান্ত পাল বলেন,’সারা বছর মাটির জিনিস তৈরি করে কোনমতে সংসার চালাতে হয়। বছরের এই কয়েকদিন মা দুর্গার আর্শীবাদে প্রতিমা অর্ডার আসে। গতবার ৮টা তৈরি করছি,এবার ১৪টা প্রতিমার অর্ডার নিছি। সময়ও নেই তাই বাড়ির মেয়ে -বউরা আমাকে সাহায্য করছে কাজে,খুব উপকার হচ্ছে।’
কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদ থেকে জানা যায়, জেলার ৯ উপজেলায় এবার মোট ৫১৭ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয়া দূর্গা পূজা। এর মধ্যে সদর উপজেলায় ৫৫ টি রাজারহাটে ১৩১ টি, উলিপুরে ১২৫ টি,চিলমারীতে ২৪টি,নাগেশ্বরীতে ৬৯ টি, ভূর“ঙ্গামারীতে ২০ টি,রৌমারীতে ০৭টি,রাজিবপুরে ০১ টি ,ফুলবাড়ীতে ৬৫ টি এবং কুড়িগ্রাম পৌরসভায় ২০ টি। যা গত বছরের চেয়ে ৩২ টি পূজা বেশি অনুষ্ঠিত হচ্ছে। 
সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনের এই উৎসব আগামী ২৮ সেপ্টেম্বর শুর“ হয়ে ০২ রা অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে। 

এমএসএম / এমএসএম

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই