নরসিংদীর বাজারে নিত্যপণ্যের আগুনে পুড়ছে সাধারণ মানুষ

নরসিংদীর হাট-বাজারে নিত্যপণ্যের দাম যেন দিন দিন বেড়েই চলেছে। সীমিত আয়ের মানুষের সংসার চালানো এখন কঠিন হয়ে পড়েছে। অসহনীয় দামে দিশাহারা সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধির লাগাম টানার যেন কেউ নেই। মানুষের আয় না বাড়লেও এভাবে লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে তাদের টিকে থাকাই দায় হয়ে পড়েছে। এক দিক সামাল দিতে গিয়ে টান পড়ছে আরেক দিকে। দুধ কিনলে ডিম ছাড়তে হচ্ছে। শাক কিনলে মাছ কিনতে পারছেন না। সব মিলিয়ে এক চরম ত্রাহি অবস্থা। মধ্যবিত্তরা লজ্জায় কিছু না বললেও, নিম্ন আয়ের মানুষের অবস্থা আরও করুণ। তারা রীতিমতো জীবনের সঙ্গে সংগ্রাম করছেন।
একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, গত দুই মাসের ব্যবধানে দেশি পেঁয়াজ, ডাল, মুরগির ডিম, সোনালি মুরগি, মাছ ও কয়েকটি সবজির দাম অনেকটা বেড়েছে। এমন পরিস্থিতিতে এখন বাজারে গেলেই মানুষের অসহায় দৃষ্টি চোখে পড়ে। সাধারণ মানুষ আসলে কী করা উচিত, তা বুঝে উঠতে পারছেন না। বাজারের খুচরা বিক্রেতারা এক রকম কথা বলেন, আবার আড়তদাররা বলেন আরেক রকম। ক্রেতাদের কথা শোনার যেন কেউ নেই। কেন প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বাড়ছে, তারও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তারা একরকম অসহায় হয়ে পড়েছেন। এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেট, বাজার তদারকির অভাব, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং আয়-ব্যয়ের অসামঞ্জস্য। ব্যবসায়ীদের অতিরিক্ত দামে পণ্য বিক্রি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে সীমিত করে দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ ব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণ জোরদার না করলে ক্রমবর্ধমান দাম সাধারণ মানুষের জীবনে আরও চাপ তৈরি করবে।
নরসিংদী বড় বাজারে আসা ক্রেতা মামুন বলেন, ডিম-দুধ খাওয়া তো ছেড়েই দিতে হয়েছে দামের কারণে। ৪০ টাকার ডিমের হালি এখন ৫০ টাকা। শাক খাব, তারও উপায় নেই। ২০ টাকার নিচে কোনো শাকের আঁটি পাওয়া যায় না। গরিব মানুষ খুব কষ্টে আছে। বাজার করতে আমাদের নাভিশ্বাস অবস্থা। অত্যন্ত আক্ষেপ করে তিনি এই কথাগুলো বলেন। শুধু তিনি নন, বর্তমান ঊর্ধ্বমুখী বাজারে সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তার মতো অসংখ্য সীমিত আয়ের মানুষ। কারণ বেশ কয়েক সপ্তাহ ধরে চড়া দামে চাল, সবজি, গোশত ও মাছ কিনছেন ক্রেতারা। এবার সেই মূল্যবৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে আটা, ময়দা, মসুর ডাল ও চা-পাতার মতো আরও কিছু মুদিপণ্য।
অটোরিকশা চালক আরমান জানান, এক বেলায় তার ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। এই পুরো টাকা দিয়েও একদিনের বাজার হয় না। চাল-তেল কেনার পর মাছ বা গোশত কিনতে গেলে সবজি নিতে পারেন না। যেদিন আবার পেঁয়াজ, আদা বা রসুন লাগে, ওই দিন মাছ কিংবা গোশত কেনা যায় না। এভাবে টেনেটুনে সংসার চালানো বড় কষ্টের।
২২শে সেপ্টেম্বর সোমবার, বাজার ঘুরে দেখা গেছে, চালের দাম এখনো বাড়তি। অবশ্য গত দুই সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিতে এক-দেড় টাকা কমেছে। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট ৭২ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতি কেজি নাজিরশাইলের দাম ৭৫ থেকে ৯৫ টাকা। এছাড়া ব্রি-২৮ চাল ৬২ টাকা ও মোটা ধরনের স্বর্ণা চাল ৫৮ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে এখন এক কেজি প্যাকেটজাত আটা কোম্পানিভেদে ৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা। খোলা আটার দাম ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। একইভাবে বিভিন্ন কোম্পানির ময়দার দাম কেজিতে ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৭৫ টাকা। খোলা ময়দা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। ভালো মানের মসুর ডাল ১৩৫ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন দাম উঠেছে ১৪৫ থেকে ১৫০ টাকায়।
কয়েক সপ্তাহ ধরে চড়া দামে আটকে থাকা সবজির বাজারেও খুব একটা হেরফের নেই। প্রতি কেজি বেগুন ১০০ থেকে ১৪০, করলা ৯০ থেকে ১০০, কচুর লতি ৮০ থেকে ১০০, ঢেঁড়শ ৭০ থেকে ৮০, কচুমুখি ৫০ থেকে ৬০, পেঁপে ৩০ থেকে ৪০ এবং চিচিঙ্গা ও ঝিঙে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে প্রায় এক মাস ধরে কাঁচা মরিচের দাম বাড়তি। বর্তমানে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৬০ টাকা কেজি। আমদানি বেশি হলেও পেঁয়াজের দাম সেভাবে কমেনি। এখনো খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে।
ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকার মধ্যে। সোনালি মুরগি পাওয়া যাচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি দরে। আগের সপ্তাহেও একই দামে এগুলো বিক্রি হয়েছে। মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা দরে।
বিক্রেতারা বলছেন, ডিমের দাম গত সপ্তাহের তুলনায় ডজনে ৫ টাকা কমেছে। তবে এক হালি ডিম কিনলে ক্রেতাদের অনেকক্ষেত্রে ৫০ টাকাই গুনতে হচ্ছে। এই অবস্থায় সাধারণ ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।
এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক
