ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নরসিংদীর বাজারে নিত্যপণ্যের আগুনে পুড়ছে সাধারণ মানুষ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:৫

নরসিংদীর হাট-বাজারে নিত্যপণ্যের দাম যেন দিন দিন বেড়েই চলেছে। সীমিত আয়ের মানুষের সংসার চালানো এখন কঠিন হয়ে পড়েছে। অসহনীয় দামে দিশাহারা সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধির লাগাম টানার যেন কেউ নেই। মানুষের আয় না বাড়লেও এভাবে লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে তাদের টিকে থাকাই দায় হয়ে পড়েছে। এক দিক সামাল দিতে গিয়ে টান পড়ছে আরেক দিকে। দুধ কিনলে ডিম ছাড়তে হচ্ছে। শাক কিনলে মাছ কিনতে পারছেন না। সব মিলিয়ে এক চরম ত্রাহি অবস্থা। মধ্যবিত্তরা লজ্জায় কিছু না বললেও, নিম্ন আয়ের মানুষের অবস্থা আরও করুণ। তারা রীতিমতো জীবনের সঙ্গে সংগ্রাম করছেন।

একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, গত দুই মাসের ব্যবধানে দেশি পেঁয়াজ, ডাল, মুরগির ডিম, সোনালি মুরগি, মাছ ও কয়েকটি সবজির দাম অনেকটা বেড়েছে। এমন পরিস্থিতিতে এখন বাজারে গেলেই মানুষের অসহায় দৃষ্টি চোখে পড়ে। সাধারণ মানুষ আসলে কী করা উচিত, তা বুঝে উঠতে পারছেন না। বাজারের খুচরা বিক্রেতারা এক রকম কথা বলেন, আবার আড়তদাররা বলেন আরেক রকম। ক্রেতাদের কথা শোনার যেন কেউ নেই। কেন প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বাড়ছে, তারও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না।

বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তারা একরকম অসহায় হয়ে পড়েছেন। এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেট, বাজার তদারকির অভাব, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং আয়-ব্যয়ের অসামঞ্জস্য। ব্যবসায়ীদের অতিরিক্ত দামে পণ্য বিক্রি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে সীমিত করে দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ ব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণ জোরদার না করলে ক্রমবর্ধমান দাম সাধারণ মানুষের জীবনে আরও চাপ তৈরি করবে।

নরসিংদী বড় বাজারে আসা ক্রেতা মামুন বলেন, ডিম-দুধ খাওয়া তো ছেড়েই দিতে হয়েছে দামের কারণে। ৪০ টাকার ডিমের হালি এখন ৫০ টাকা। শাক খাব, তারও উপায় নেই। ২০ টাকার নিচে কোনো শাকের আঁটি পাওয়া যায় না। গরিব মানুষ খুব কষ্টে আছে। বাজার করতে আমাদের নাভিশ্বাস অবস্থা। অত্যন্ত আক্ষেপ করে তিনি এই কথাগুলো বলেন। শুধু তিনি নন, বর্তমান ঊর্ধ্বমুখী বাজারে সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তার মতো অসংখ্য সীমিত আয়ের মানুষ। কারণ বেশ কয়েক সপ্তাহ ধরে চড়া দামে চাল, সবজি, গোশত ও মাছ কিনছেন ক্রেতারা। এবার সেই মূল্যবৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে আটা, ময়দা, মসুর ডাল ও চা-পাতার মতো আরও কিছু মুদিপণ্য।

অটোরিকশা চালক আরমান জানান, এক বেলায় তার ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। এই পুরো টাকা দিয়েও একদিনের বাজার হয় না। চাল-তেল কেনার পর মাছ বা গোশত কিনতে গেলে সবজি নিতে পারেন না। যেদিন আবার পেঁয়াজ, আদা বা রসুন লাগে, ওই দিন মাছ কিংবা গোশত কেনা যায় না। এভাবে টেনেটুনে সংসার চালানো বড় কষ্টের।

২২শে সেপ্টেম্বর সোমবার, বাজার ঘুরে দেখা গেছে, চালের দাম এখনো বাড়তি। অবশ্য গত দুই সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিতে এক-দেড় টাকা কমেছে। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট ৭২ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতি কেজি নাজিরশাইলের দাম ৭৫ থেকে ৯৫ টাকা। এছাড়া ব্রি-২৮ চাল ৬২ টাকা ও মোটা ধরনের স্বর্ণা চাল ৫৮ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে এখন এক কেজি প্যাকেটজাত আটা কোম্পানিভেদে ৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা। খোলা আটার দাম ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। একইভাবে বিভিন্ন কোম্পানির ময়দার দাম কেজিতে ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৭৫ টাকা। খোলা ময়দা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। ভালো মানের মসুর ডাল ১৩৫ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন দাম উঠেছে ১৪৫ থেকে ১৫০ টাকায়।

কয়েক সপ্তাহ ধরে চড়া দামে আটকে থাকা সবজির বাজারেও খুব একটা হেরফের নেই। প্রতি কেজি বেগুন ১০০ থেকে ১৪০, করলা ৯০ থেকে ১০০, কচুর লতি ৮০ থেকে ১০০, ঢেঁড়শ ৭০ থেকে ৮০, কচুমুখি ৫০ থেকে ৬০, পেঁপে ৩০ থেকে ৪০ এবং চিচিঙ্গা ও ঝিঙে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে প্রায় এক মাস ধরে কাঁচা মরিচের দাম বাড়তি। বর্তমানে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৬০ টাকা কেজি। আমদানি বেশি হলেও পেঁয়াজের দাম সেভাবে কমেনি। এখনো খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে।

ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকার মধ্যে। সোনালি মুরগি পাওয়া যাচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি দরে। আগের সপ্তাহেও একই দামে এগুলো বিক্রি হয়েছে। মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা দরে। 

বিক্রেতারা বলছেন, ডিমের দাম গত সপ্তাহের তুলনায় ডজনে ৫ টাকা কমেছে। তবে এক হালি ডিম কিনলে ক্রেতাদের অনেকক্ষেত্রে  ৫০ টাকাই গুনতে হচ্ছে। এই অবস্থায় সাধারণ ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন