ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বারহাট্টার মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:৫২

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে ঘিরে বারহাট্টার ৫২টি পূজা মণ্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। রংতুলি হাতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

শরতের নীল আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা আর নদীর তীরে কাশ ফুলের দোলায় প্রকৃতি সেজেছে নতুন রূপে। প্রাকৃতির মোহনীয় সৌন্দর্য জানান দিচ্ছে মর্তলোকে আগমন ঘটছে দেবী দুর্গার। ইতোমধ্যে গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীর আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র এবার শুরু হয়েছে দিন গণনা। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। হিন্দু শাস্ত্র মতে, এ বছর দেবী দুর্গা গজে (হাতি) চড়ে মর্ত্যে আগমন করছেন, যা শস্য-শ্যামলা ও সমৃদ্ধির প্রতীক। তবে কৈলাসে গমন করবেন দোলায় (পালকি), যা প্রকৃতিতে অশুভ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়।

সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখাগেছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। মৃৎশিল্পীদের নিপুণ হাতে খড়-কাঁদা-মাটি দিয়ে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ শেষে এখন চলছে রঙের কাজ। মৃৎশিল্পীরা দিন-রাত রংতুলির আঁচড়ে রাঙিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা।

উপজেলা সদরের গড়মা সার্বজনীন কালী মন্দিরের দুর্গা পূজা কমিটির সভাপতি পীযুষ কান্তি গুণ জানান, বরাবরই আমরা উপজেলার সবচেয়ে বড় বাজেটের দুর্গা পূজার আয়োজন করি। বরাবরের মতো এবারও বড় পরিসরে পূজার আয়োজন করেছি। নিরাপত্তার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের এলাকার স্বেচ্ছাসেবকরা পূজা মণ্ডপে থাকবেন। শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি।

মৃৎশিল্পীরা জানান, প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে আছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি ও ভালোবাসা। পূজা মন্ডপে পুরোহিতরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে পূজা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।

বারহাট্টা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ সরকার শ্যামল বলেন, আমরা সার্বক্ষণিক প্রতিটি পূজা মণ্ডপে নজর রাখছি এবং সার্বিক প্রস্তুতির খোজ খবর নিচ্ছি। আশা করি, সবার সহযোগিতায় উৎসব মূখর পরিবেশে সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হবে।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান বলেন, আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে আইনশৃংঙ্খলা বাহিনীসহ সকল মণ্ডপ ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে আলোচনা সভা করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, অনলাইনে সার্বক্ষণিক মনিটরিং, আনসার ও পুলিশ সদস্যরা মাঠে কাজ করবে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রশাসনিক ভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন পূজা কমিটির লোকজনের সাথে কথা বলেছি। পূজা চলাকালীন সময়ে সকল মন্ডপে নজরদারি সহ সার্বক্ষণিক পুলিশের টহল টিম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক

মোরেলগঞ্জে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের

শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাংচুর, মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আটক