ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

শাহজাদপুরে চাঁদা না দেওয়ায় ছিনিয়ে নিয়ে গেলো খামারীর হাঁস


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৪:১৯

সিরাজগঞ্জ শাহজাদপুরে চাঁদা না দেওয়ায় এক খামারীর প্রায় ২০০ পিচ হাঁস নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। চলতি মাসের গত ৪ তারিখে এমনই ঘটনা ঘটেছে উপজেলার নরিনা ইউনিয়নের নাবাবিল গ্রামের খামারী আঃ আলিম (হাঁস আলিমের) সাথে। হাঁস ফেরৎ আনতে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরে হাঁস ফেরৎ না পাওয়ায় অবশেষে শাহজাদপুর চৌকি আদালতে ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ২০০৮ সাল থেকে আলিম তার বাওরে ৫০০ থেকে ৭০০টি হাঁস পালন করে জীবিকা নির্বাহ করে। কিন্তু হঠাৎ মাস দুয়েক আগে এলাকার প্রভাবশালী করিম শেখ, আঃ হামিদ, আব্দুস সামাদসহ তাদের লোকজন হাঁস আলিমের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। এরমধ্যে ৬ হাজার টাকা তাদের দেয় ভুক্তভোগী হাঁস আলিম এতে তারা সন্তুষ্ট না হয়ে তাকে আরও টাকার জন্য চাপ দিতে থাকে কিন্তু আলিম আর টাকা না দেওয়ায় চরায় হাঁস খাওয়ানার সময় দেশীয় অস্ত্র নিয়ে জোর পূর্বক প্রায় ২০০ টি হাঁস তারিয়ে নিয়ে যায়। এখন শূন্য হয়ে পরে রয়েছে হাঁসের খামার।

এব্যপারে প্রতিবেশী আঞ্জুয়ারা পারভীন, রওশন আলী, জাফর প্রামানিকসহ একালাবাসী জানান- হঠাৎ করে গত ৪ সেপ্টেম্বর বিকালে চরার মধ্যে চিৎকার চেচামেচি হচ্ছে। আমরা এগিয়ে গিয়ে দেখি করিমের ছেলেরা আলিমের বৌ কে ধরে রেখেছে আর অন্যরা হাঁস তারিয়ে অন্য দিকে নিয়ে যাচ্ছে। এসময় আলিমের বৌয়ের জামা কাপর ছেঁড়া দেখতে পেয়ে আমরা তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসি।

এবিষয়ে খামারী আঃ আলিম (হাঁস আলিম) জানান- আমি এবার আমার বাওরে প্রায় ৫০০ টি হাঁস পালন করছিলাম। এই হাঁসের ডিম বিক্রির আয় থেকেই জীবিকা নির্বাহ করি। কিন্তু হঠাৎ করেই তারা আমার কাছে চাঁদা দাবী করে কিন্তু তা দিতে আমি অস্বীকৃতি জানালে বেশ কিছুদিন যাবৎ ভয়ভীতি দেখাতে থাকে। ঘটনার দিন আমি বাড়ী না থাকায় আমার স্ত্রী বাড়ীর পাশের চরায় হাঁস খাওনার সময় জোরপূর্বক হাঁসগুলো তারিয়ে নিয়ে যেতে চাইলে বাধা দিলে আমার স্ত্রী কে করিমের দুই ছেলে শ্লালীনতা হানীসহ তাকে ধরে রেখে হাঁস তারিয়ে নিয়ে যেতে লাগলে এলাকাবাসী এগিয়ে এল দেশী অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ৫০০ টি হাঁসের মধ্যে প্রায় ২০০ টির মত হাঁস তারিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আমি বাদ-বাকি হাঁস রাতের আধারে বিক্রি করে দেই। তারপর থেকে মানুষের দ্বারে দ্বারে বিচারের আশায় ঘুরেও বিচার না পেয়ে আদালতে একটি মামলা করি। বর্তমানে আমি আমার পরিবার পরিজন নিয়ে আতংকে দিনজাপন করছি।

এদিকে অভিযুক্ত করিম শেখ সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা তার কোন হাঁস নেইনি। সে তার হাঁস কি করেছে সেই জানে। এব্যপারে আরেক অভিযুক্ত আঃ হামিদের কাছে জানতে চাইলে তিনি এব্যপারে কোন কথা বলবেন না বলে জানান।

এব্যাপরে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এস.এম. মাহবুব আলী জানান, খামারীর হাঁস ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান আছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

অপরদিকে সচেতন মহলের দাবী এভাবে চাঁদা মুখে পরে যদি খামারীরা হাঁস বা যেকোন গবাদী পশু পালন বন্ধ করে তাহলে দেশে সুষম খাদ্যের ঘাটতি পরবে। তাই সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।

এমএসএম / এমএসএম

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন

বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি

জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু