ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২৫ দুপুর ৩:২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭.১০ ঘটিকার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরানবাড়ি এলাকার সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবাদিতা কেশবা (৪০), স্বামী মৃত প্রণয় দাশ, সাং- উকিলপাড়া, সুনামগঞ্জ পৌর শহর, প্রথমা চৌধুরী (১৬), ৭ম শ্রেণির ছাত্রী, সুনামগঞ্জ সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, সজল ঘোষ (৫০), সিএনজি চালক, সাং- নবীনগর, সুনামগঞ্জ পৌর শহর।

জানা গেছে, নিহত আবাদিতা কেশবা ও তাঁর মেয়ে প্রথমা চৌধুরী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ায় বসবাস করতেন। দুই বছর আগে স্বামী প্রণয় দাশ মারা যাওয়ার পর এবার মা-মেয়ে দুর্ঘটনায় প্রাণ হারান। এতে পরিবারের কোনো সদস্যই আর বেঁচে থাকলেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টা ১০ মিনিটে সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা সিলেটগামী সিএনজিকে জোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার আগে তিনজনই মারা গিয়েছিলেন। প্রথমে একজনকে কিছু লোক হাসপাতালে নিলেও তিনি রাস্তাতেই মারা যান। পরে হাইওয়ে পুলিশ আরও দুইজনকে হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় নিহতদের স্বজন গোবিন্দ কুমার দাশ জানান, নিহত তিনজনই ইসকন প্রভুর ভক্ত ছিলেন। তিনি এটিকে ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনা বলে মন্তব্য করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত চালকের নাম পারভেজ আহমদ (৩০), সে দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং বর্তমানে সিলেটের বাদামবাগিছায় বসবাস করে।

ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম। ফায়ার সার্ভিস টিম লিডার আলমগীর জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে দু’টি লাশ উদ্ধার করা হয়।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ওসি আবদুল আহাদ বলেন, ঘাতক ট্রাকচালককে আটকসহ ট্রাক ও সিএনজি আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

সীমান্ত এলাকায় ৫৫ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি নিয়োজিত থাকবে-লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক

বেনাপোল সীমান্তের খালেক হত্যাকান্ডে রেজা ও জিয়ার নামে মামলা

শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

ঘোড়াঘাটে প্রকাশ্যে বাজারে গাঁজা বিক্রি আটক বিক্রেতা

টাঙ্গাইলে জেলা প্রশাসকের উদ্যোগে নদী ভাঙন থেকে রক্ষা পেলো ৫০০ পরিবার

সন্দ্বীপে দূর্গা পূজা উপলক্ষে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আমজাদ হোসাইনের মন্দির পরিদর্শন

হত্যা মামলার এজাহার বদলাল টেকনাফ মডেল থানা পুলিশ

‎পুজোর মৌসুমী পদ্মফুলের চাহিদা বেড়েছে গ্রামে

রাজশাহী-ঢাকা বাস সার্ভিস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ

শিবচরে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

কোটালীপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জে দুর্গাপূজা: শান্তি ও সম্প্রীতি রক্ষায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি

মুকসুদপুরে পানিতে ডুবে ৮ বছরের এক শিশুর মৃত্যু