ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রাজারহাটেএকটি ব্রীজের অভাবে ৪ গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে দুর্ভোগ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১২:৪০

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মেকলী ও ছাটকালুয়া  গ্রামের একমাত্র ব্রীজটি ২০১৭ সালে বন্যায় ভেঙ্গে যায়। দীর্ঘ  আট বছর হয়ে গেল আর কোন ব্রীজ নির্মান হয়নি। এলাকাবাসী ভাসমান একটি বাঁশের সাঁকো নির্মান করেছিল।  সেটিও এখন ভেঙে গেছে। এতে চরম কষ্টে পড়েছে ৪টি গ্রামের কয়েক হাজার মানুষ। প্রতিদিন এই সাঁকো পেরিয়ে হাজার হাজার মানুষ পারাপার হয়ে থাকে। সবচেয়ে কষ্টে ও ঝুকি নিয়ে পারাপার হচ্ছে স্কুলের শিক্ষার্থী,শিশু, নারী ও অসুস্থ রোগীরা। বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তি নিয়ে নদী সঁাতরিয়ে পারাপার হচ্ছেন দুপাড়ের মানুষ।  জরুরী ভিত্তিতে মেরামত না করলে মানুষের আরও দুর্ভোগ বাড়বে।  

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মেকলী ও ছাটকালুয়া গ্রামের কামারের ছড়া বিলের ব্রীজটি ২০১৭ সালে বন্যায় ভেঙ্গে যায়।  ৪ গ্রামের মানুষ যাতায়াতের জন্য নিজেরাই টাকা দিয়ে বাঁশের সাঁকো নির্মান করে। তাও ভেঙে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে।  গ্রামের লোকজন চাদা দিয়ে বাশেরনিচে ড্রাম দিয়ে চলাচল করছে। কষ্টে পড়েছে মেকলী,ছাটকালুয়া,চতুরভুজ,গরেরবাজার,গ্রামের কয়েক হাজার মানুষ। এই সব গ্রামের মানুষ জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে ।  ব্রীজের উভয় পাশে সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা আছে। ‍প্রতিদিন শিশু শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে এই ব্রীজ  পারাপার হয়ে থাকে। চরম কষ্টে পড়ে সামান্য বৃষ্টি আর বর্ষাকালে।  গ্রামবাসীরা জানায় আশেপাশের গ্রাম গুলোতে যদি রাতে কোন দুর্ঘটনা  ঘটে তাহলে তাদের প্রায় ৮ কিঃমি ঘুরে যেতে হবে। রাতে কোন ভাবেই এই ব্রীজ দিয়ে পারাপার হওয়া সম্ভব নয়।  গ্রামের মানুষ গত কয়েক বছরে বার বার স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের বলেও কোন লাভ হয়নি। তারা সরকারের কাছে অনুরোধ করেন দ্রত ব্রীজটি নির্মানের ব্য্যবস্থা করার।

মেকলী গ্রামের আহাদ আলী.মতিয়ার রহমান জানান, আমাদের যদি কোন অসুবিধা হয় আমরা প্রতিবেশীর কাছে ঠিকমত যোগাযোগ করতে পারি না। পাশেই একতা বাজার কিন্ত ব্রীজের কারণে যেতে পারি না। ৭/৮ কিলোমিটার ঘুরে যেতে হয়।  এমন দুর্ভোগ অবস্থায় পড়ে আছি।   ছাটকালুয়া গ্রামের করিম হোসেন (৫০), বহমত ব্যাপারী (৪০) জানান ব্রীজটি ভেঙ্গে যাবার পর গ্রামবাসী ড্রামের উপর ভাসমান বাঁশের সাঁকো নির্মান করেছে। তাও প্রতিবছর ভেঙ্গে যায়। আমরা কয়েক গ্রামের মানুষ টাকা ও ধান তুলে বাঁশ দিয়ে একটি সাঁকো নির্মাণ করে খুব কষ্টে চলাচল করছি।  কয়েক গ্রামের মানুষ বহুবার স্থানীয় প্রতিনিধিদের ব্রীজ নির্মানের অনুরোধ করলেও কাজ হয়নি।  তারা জানেনা কবে একটি ব্রীজ নির্মান হবে।

 ছিনাই ইউনিয়নের মেম্বার আবুল কালাম জানান ২০১৭ সালের বন্যার কারণে ব্রীজের কাছে ২৫/৩০ ফুট গভীর হয়েছিল।  ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় কয়েকটি গ্রামের ৪/৫ হাজার মানুষ এবং ১/২ হাজার শিক্ষার্থী স্কুলমুখী থেকে বঞ্চিত হয়েছে।  বন্যার সময় তারা স্কুলে যেতে পারে না।  ড্রাম গুলো নষ্ট হয়ে গেছে। দ্রত ব্রীজটি নির্মানের জন্য সরকারের কাছে অনুরোধ করেন।

ছিনাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান জানান ছাটকালুয়া ও মেকলী দুই ওয়ার্ডের মাঝামাঝি এই ব্রীজটি ২০১৭ সালে বন্যায় প্রবল স্রোতে সর্ম্পুন ভেঙ্গে যায়।  এরপর গ্রামবাসী ভাসমান বাঁশের সাঁকো নির্মাণ করে কয়েক হাজার মানুষ চলাচল করছে।  মানুষের ভোগান্তি দুর করতে সরকারের কাছে অনুরোধ করেন একটি পুর্নাঙ্গ ব্রীজ হলে ৪ গ্রামের মানুষের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

এমএসএম / এমএসএম

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই