রাজারহাটেএকটি ব্রীজের অভাবে ৪ গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে দুর্ভোগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মেকলী ও ছাটকালুয়া গ্রামের একমাত্র ব্রীজটি ২০১৭ সালে বন্যায় ভেঙ্গে যায়। দীর্ঘ আট বছর হয়ে গেল আর কোন ব্রীজ নির্মান হয়নি। এলাকাবাসী ভাসমান একটি বাঁশের সাঁকো নির্মান করেছিল। সেটিও এখন ভেঙে গেছে। এতে চরম কষ্টে পড়েছে ৪টি গ্রামের কয়েক হাজার মানুষ। প্রতিদিন এই সাঁকো পেরিয়ে হাজার হাজার মানুষ পারাপার হয়ে থাকে। সবচেয়ে কষ্টে ও ঝুকি নিয়ে পারাপার হচ্ছে স্কুলের শিক্ষার্থী,শিশু, নারী ও অসুস্থ রোগীরা। বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তি নিয়ে নদী সঁাতরিয়ে পারাপার হচ্ছেন দুপাড়ের মানুষ। জরুরী ভিত্তিতে মেরামত না করলে মানুষের আরও দুর্ভোগ বাড়বে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মেকলী ও ছাটকালুয়া গ্রামের কামারের ছড়া বিলের ব্রীজটি ২০১৭ সালে বন্যায় ভেঙ্গে যায়। ৪ গ্রামের মানুষ যাতায়াতের জন্য নিজেরাই টাকা দিয়ে বাঁশের সাঁকো নির্মান করে। তাও ভেঙে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। গ্রামের লোকজন চাদা দিয়ে বাশেরনিচে ড্রাম দিয়ে চলাচল করছে। কষ্টে পড়েছে মেকলী,ছাটকালুয়া,চতুরভুজ,গরেরবাজার,গ্রামের কয়েক হাজার মানুষ। এই সব গ্রামের মানুষ জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে । ব্রীজের উভয় পাশে সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা আছে। প্রতিদিন শিশু শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে এই ব্রীজ পারাপার হয়ে থাকে। চরম কষ্টে পড়ে সামান্য বৃষ্টি আর বর্ষাকালে। গ্রামবাসীরা জানায় আশেপাশের গ্রাম গুলোতে যদি রাতে কোন দুর্ঘটনা ঘটে তাহলে তাদের প্রায় ৮ কিঃমি ঘুরে যেতে হবে। রাতে কোন ভাবেই এই ব্রীজ দিয়ে পারাপার হওয়া সম্ভব নয়। গ্রামের মানুষ গত কয়েক বছরে বার বার স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের বলেও কোন লাভ হয়নি। তারা সরকারের কাছে অনুরোধ করেন দ্রত ব্রীজটি নির্মানের ব্য্যবস্থা করার।
মেকলী গ্রামের আহাদ আলী.মতিয়ার রহমান জানান, আমাদের যদি কোন অসুবিধা হয় আমরা প্রতিবেশীর কাছে ঠিকমত যোগাযোগ করতে পারি না। পাশেই একতা বাজার কিন্ত ব্রীজের কারণে যেতে পারি না। ৭/৮ কিলোমিটার ঘুরে যেতে হয়। এমন দুর্ভোগ অবস্থায় পড়ে আছি। ছাটকালুয়া গ্রামের করিম হোসেন (৫০), বহমত ব্যাপারী (৪০) জানান ব্রীজটি ভেঙ্গে যাবার পর গ্রামবাসী ড্রামের উপর ভাসমান বাঁশের সাঁকো নির্মান করেছে। তাও প্রতিবছর ভেঙ্গে যায়। আমরা কয়েক গ্রামের মানুষ টাকা ও ধান তুলে বাঁশ দিয়ে একটি সাঁকো নির্মাণ করে খুব কষ্টে চলাচল করছি। কয়েক গ্রামের মানুষ বহুবার স্থানীয় প্রতিনিধিদের ব্রীজ নির্মানের অনুরোধ করলেও কাজ হয়নি। তারা জানেনা কবে একটি ব্রীজ নির্মান হবে।
ছিনাই ইউনিয়নের মেম্বার আবুল কালাম জানান ২০১৭ সালের বন্যার কারণে ব্রীজের কাছে ২৫/৩০ ফুট গভীর হয়েছিল। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় কয়েকটি গ্রামের ৪/৫ হাজার মানুষ এবং ১/২ হাজার শিক্ষার্থী স্কুলমুখী থেকে বঞ্চিত হয়েছে। বন্যার সময় তারা স্কুলে যেতে পারে না। ড্রাম গুলো নষ্ট হয়ে গেছে। দ্রত ব্রীজটি নির্মানের জন্য সরকারের কাছে অনুরোধ করেন।
ছিনাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান জানান ছাটকালুয়া ও মেকলী দুই ওয়ার্ডের মাঝামাঝি এই ব্রীজটি ২০১৭ সালে বন্যায় প্রবল স্রোতে সর্ম্পুন ভেঙ্গে যায়। এরপর গ্রামবাসী ভাসমান বাঁশের সাঁকো নির্মাণ করে কয়েক হাজার মানুষ চলাচল করছে। মানুষের ভোগান্তি দুর করতে সরকারের কাছে অনুরোধ করেন একটি পুর্নাঙ্গ ব্রীজ হলে ৪ গ্রামের মানুষের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
এমএসএম / এমএসএম
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন
কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ
জনজীবন চরম দুর্ভোগ: তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে
তাড়াশে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা
তারাগঞ্জে আলহাজ্ব আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত
কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন
ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি
তানোর ও গোদাগাড়ীতে টমেটোর ফলন বিপর্যয়, কৃষকের মাথায় হাত