ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

শেষ সময়ে জমজমাট বারহাট্টার পূজার কেনাকাটা


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১২:৪৬

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র একদিন বাকি। এ উৎসবকে ঘিরে বারহাট্টা উপজেলা সদরের ছোট-বড় বিপণীবিতান, তৈরি পোশাকের দোকানগুলোতে চলছে শেষ সময়ের কেনাকাটা। ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে মুখরিত বিপনীবিতানগুলো। দরদামে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।

সরেজমিনে উপজেলা সদরের গোপালপুর বাজারের বর্ষা বস্ত্র বিতান, সাবিত্রী বস্ত্রালয়, খান বস্ত্রালয়, রাধা গোবিন্দ বস্ত্রালয়, অসীম বস্ত্রালয়, মোল্লা সুপার মার্কেট, ভাই ভাই গার্মেন্টস, গেঞ্জি পট্টিসহ আসমা বাজারের, চন্দ্রিমা মার্কেট, গ্লোব শপিং সেন্টারসহ প্রতিটি দোকানেই পূজার কেনাকাটার ধুম লেগেছে। পছন্দের পণ্য বেছে নিচ্ছেন ক্রেতারা। কেউ পোশাক কিনছেন আবার কেউ পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা, ব্যাগ, জুয়েলারী কিনছেন। ক্রেতারা কেউ কিনছেন নিজের জন্য আবার কেউ আত্মীয়-স্বজনদের জন্য নতুন জামা কাপড়, জুতা, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, গেঞ্জি ও বাচ্চাদের পোশাক ক্রয় করছেন। ক্রেতাদের মধ্যে কেউ কেউ পুরো পরিবারের সদস্যদেরও সাথে নিয়ে এসেছেন। ফ্যাশন হাউসগুলো এনেছে নতুন কালেকশন। জামদানি, টাঙ্গাইলের শাড়ি, কাতান, সিল্ক, থ্রি-পিস, লেহেঙ্গা, প্রসাধনী। ব্যবসায়ীরা জানিয়েছেন, শাড়ি ও সালোয়ার কামিজের চাহিদা এবার সবচেয়ে বেশি। বিশেষ করে ডিজাইন করা কাতান ও সিল্ক শাড়ি ক্রেতাদের নজর কেড়েছে। ক্রেতারা বলছেন, দাম বেশি হলেও পছন্দসই জিনিস কিনতে পেরে খুশি তারা।

অসীম বস্ত্রালয়ের স্বত্বাধিকারীরা জ্যোতিষ পালের সাথে কথা বললে তিনি সকালের সময়কে জানান, ‘সকালে ক্রেতার সংখ্যা কম থাকলেও বিকাল থেকে রাত পর্যন্ত ভিড় বাড়তে থাকে। ঈদের পর সবচেয়ে বেশি বেচাকেনা হয় দুর্গা পূজার সময়ে। এবারের পূজাকে সামনে রেখে দোকানে চাহিদা অনুযায়ী বাহারি মালামাল তোলা হয়েছে বলেও জানান তিনি।

তৈরি পোশাক বিক্রতা মৌল্লা গার্মেন্টসের পলাশ মোল্লা, ভাই ভাই গার্মেন্টসের রুবেল মিয়া বলেন, পূজায় খুব আহামরি বেচাকেনা হয় না, তবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হয়। অন্যান্য বছরের তুলনায় এ বছর আমাদের সংগ্রহ বেশি, বিক্রিও বেশি হবে বলে আশা করছি।

পূজার কেনাকাটা করতে আসা অরুণ দাস বলেন, ছেলে-মেয়ে আর বউয়ের জন্য কেনাকাটা করলাম। প্রতি বছরের মতো এবারও জামা-কাপড়ের দাম কিছুটা বেড়েছে।

পূজায় নারীদের অন্যতম আকর্ষণ থাকে শাড়ির। মার্কেটে শাড়ি কিনতে আসা পপি সরকারের সাথে কথা বললে তিনি বলেন, আজ ও আগামীকাল পর্যন্তই চলবে কেনাকাটা।

তিনি জানান, প্রতি বছরই নিজের ও পরিবারের সবার জন্য কেনাকাটা করি। আজ মা আর বাচ্চাদের জন্য কিনেছি। হাতে এখনও কিছুটা সময় আছে, তবে আগেভাগেই কেনাকাটা শেষ করতে চাই। সবাইকে নিয়ে এসেছি, বাচ্চারা দেখে দেখে পোশাক বেছে নিচ্ছে এটা খুবই আনন্দের।

গোপালপুর বাজার কাপড়পট্টি, আসমা বাজারের কাপড়ের দোকানগুলোতে একই চিত্র দেখা গেছে। এদিকে শহরের বিভিন্ন ব্র্যান্ডের শো-রুমগুলোতেও ক্রেতারা নিজেদের পছন্দমতো পোশাক কিনছেন।

এমএসএম / এমএসএম

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন

বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি

জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু