ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

শেষ সময়ে জমজমাট বারহাট্টার পূজার কেনাকাটা


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১২:৪৬

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র একদিন বাকি। এ উৎসবকে ঘিরে বারহাট্টা উপজেলা সদরের ছোট-বড় বিপণীবিতান, তৈরি পোশাকের দোকানগুলোতে চলছে শেষ সময়ের কেনাকাটা। ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে মুখরিত বিপনীবিতানগুলো। দরদামে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।

সরেজমিনে উপজেলা সদরের গোপালপুর বাজারের বর্ষা বস্ত্র বিতান, সাবিত্রী বস্ত্রালয়, খান বস্ত্রালয়, রাধা গোবিন্দ বস্ত্রালয়, অসীম বস্ত্রালয়, মোল্লা সুপার মার্কেট, ভাই ভাই গার্মেন্টস, গেঞ্জি পট্টিসহ আসমা বাজারের, চন্দ্রিমা মার্কেট, গ্লোব শপিং সেন্টারসহ প্রতিটি দোকানেই পূজার কেনাকাটার ধুম লেগেছে। পছন্দের পণ্য বেছে নিচ্ছেন ক্রেতারা। কেউ পোশাক কিনছেন আবার কেউ পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা, ব্যাগ, জুয়েলারী কিনছেন। ক্রেতারা কেউ কিনছেন নিজের জন্য আবার কেউ আত্মীয়-স্বজনদের জন্য নতুন জামা কাপড়, জুতা, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, গেঞ্জি ও বাচ্চাদের পোশাক ক্রয় করছেন। ক্রেতাদের মধ্যে কেউ কেউ পুরো পরিবারের সদস্যদেরও সাথে নিয়ে এসেছেন। ফ্যাশন হাউসগুলো এনেছে নতুন কালেকশন। জামদানি, টাঙ্গাইলের শাড়ি, কাতান, সিল্ক, থ্রি-পিস, লেহেঙ্গা, প্রসাধনী। ব্যবসায়ীরা জানিয়েছেন, শাড়ি ও সালোয়ার কামিজের চাহিদা এবার সবচেয়ে বেশি। বিশেষ করে ডিজাইন করা কাতান ও সিল্ক শাড়ি ক্রেতাদের নজর কেড়েছে। ক্রেতারা বলছেন, দাম বেশি হলেও পছন্দসই জিনিস কিনতে পেরে খুশি তারা।

অসীম বস্ত্রালয়ের স্বত্বাধিকারীরা জ্যোতিষ পালের সাথে কথা বললে তিনি সকালের সময়কে জানান, ‘সকালে ক্রেতার সংখ্যা কম থাকলেও বিকাল থেকে রাত পর্যন্ত ভিড় বাড়তে থাকে। ঈদের পর সবচেয়ে বেশি বেচাকেনা হয় দুর্গা পূজার সময়ে। এবারের পূজাকে সামনে রেখে দোকানে চাহিদা অনুযায়ী বাহারি মালামাল তোলা হয়েছে বলেও জানান তিনি।

তৈরি পোশাক বিক্রতা মৌল্লা গার্মেন্টসের পলাশ মোল্লা, ভাই ভাই গার্মেন্টসের রুবেল মিয়া বলেন, পূজায় খুব আহামরি বেচাকেনা হয় না, তবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হয়। অন্যান্য বছরের তুলনায় এ বছর আমাদের সংগ্রহ বেশি, বিক্রিও বেশি হবে বলে আশা করছি।

পূজার কেনাকাটা করতে আসা অরুণ দাস বলেন, ছেলে-মেয়ে আর বউয়ের জন্য কেনাকাটা করলাম। প্রতি বছরের মতো এবারও জামা-কাপড়ের দাম কিছুটা বেড়েছে।

পূজায় নারীদের অন্যতম আকর্ষণ থাকে শাড়ির। মার্কেটে শাড়ি কিনতে আসা পপি সরকারের সাথে কথা বললে তিনি বলেন, আজ ও আগামীকাল পর্যন্তই চলবে কেনাকাটা।

তিনি জানান, প্রতি বছরই নিজের ও পরিবারের সবার জন্য কেনাকাটা করি। আজ মা আর বাচ্চাদের জন্য কিনেছি। হাতে এখনও কিছুটা সময় আছে, তবে আগেভাগেই কেনাকাটা শেষ করতে চাই। সবাইকে নিয়ে এসেছি, বাচ্চারা দেখে দেখে পোশাক বেছে নিচ্ছে এটা খুবই আনন্দের।

গোপালপুর বাজার কাপড়পট্টি, আসমা বাজারের কাপড়ের দোকানগুলোতে একই চিত্র দেখা গেছে। এদিকে শহরের বিভিন্ন ব্র্যান্ডের শো-রুমগুলোতেও ক্রেতারা নিজেদের পছন্দমতো পোশাক কিনছেন।

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু, দুইজন নিখোঁজ

কাউনিয়ায় নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সনাতনীদের পাশে থাকবে বিএনপিঃ এমদাদুল হক ভরসা

৫ দফা দাবিতে বারহাট্টায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ

ডাসারে জরাজীর্ণ সড়ক : শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তি

মোহনগঞ্জে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, এই অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

ঝিনাইদহ পৌর বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাঘাটা ও ফুলছড়ি উপজেলার দুই শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর আশীর্বাদে আপ্লুত এমপি প্রার্থী নিশাদ

রাজশাহী-ঢাকা রুটে আজও বন্ধ রয়েছে বাস সার্ভিস

নরসিংদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক

সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭ দিন বন্ধ

চতুর্থ বারের মতো গিনেস বুকে নাম লেখালেন মাগুরার হালিম, ভাঙলেন নিজের রেকর্ড