ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মহাষষ্ঠী আজ, দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ৩:১৩

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বারহাট্টায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুধ্বনিতে মন্দিরগুলোতে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

পুরাণ মতে, অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্রিত হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হয় এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গার। এবার দেবী দুর্গা গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে আসছেন এবং দোলায় (পালকি) চড়ে বিদায় নিবেন।

পঞ্জিকা অনুযায়ী, পাঁচ দিনব্যাপী এই মহোৎসব শনিবার সন্ধ্যায় পঞ্চমী তিথিতে দেবীর বোধন (জাগ্রত) সম্পন্ন হওয়ার পর ২৮ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। আজ রোববার শুরু হয়েছে মহাষষ্ঠী। শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয় ২১ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়। আজ দুর্গাষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হলো। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী।

বারহাট্টা পুরোহিত কমিটির সাধারণ সম্পাদক রূপক চক্রবর্তী বলেন, দেবীর বোধন হয় ষষ্ঠীর সায়ংকালে অর্থাৎ সূর্যাস্তের পরে, এটাই নিয়ম। শনিবার সকাল ৯টা ১৮ মিনিট পর্যন্ত পঞ্চমী ছিল। এরপর থেকে ষষ্ঠী শুরু হয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত আছে। তাছাড়া রোববার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী শেষ হবে বেলা ১১টা ১২ মিনিটে। তারপর সপ্তমী শুরু হয়ে যাবে। ফলে রোববার সন্ধ্যাকালে আর ষষ্ঠী পাওয়া যাবে না। সেজন্যই শনিবার  দেবীর বোধন সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, বোধনের নিয়মটা হচ্ছে বিল্ববৃক্ষ তলে পূজা করা  হয়। কারণ, বিল্ববৃক্ষে দেবী দুর্গা ছোট্ট শিশু কুমারীরূপে অবস্থান করেন। দক্ষিণায়নের কারণে দেবী যেহেতু নিদ্রিত থাকেন, তা থেকে তাকে জাগরিত করার জন্য এই বন্দনা পূজা করা হয়।

বারহাট্টা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ সরকার শ্যামল বলেন, আমরা সার্বক্ষণিক প্রতিটি পূজা মণ্ডপে নজর রাখছি এবং সার্বিক প্রস্তুতির খোজ খবর নিচ্ছি।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান বলেন, আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রশাসনিক ভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন পূজা কমিটির লোকজনের সাথে কথা বলেছি। পূজা চলাকালীন সময়ে সকল মন্ডপে নজরদারি সহ সার্বক্ষণিক পুলিশের টহল টিম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন

বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি

জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু