ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

ত্রিমূখী পরকিয়ায় জড়িয়ে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেন খাজিদা


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৫ বিকাল ৬:১৩

 বগুড়ার নন্দীগ্রামে ত্রিমূখী পরকিয়া প্রেমে জড়িয়ে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেন দুই সন্তানের জননী গৃহবধু খাদিজা খাতুন মিষ্টি। জানালেন নিহত গৃহবধুর গর্ভধারিনী মা। অথচ আত্মহত্যার ঘটনাটি ব্যক্তি স্বার্থে পরিকল্পিত হত্যার মিথ্যা অভিযোগ এনে গৃহবধুর পিতার সংবাদ সম্মেলনের বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে। নিন্দা জানিয়েছেন সয়ং গৃহবধুর মা ও পরিবারের অন্যান্য সদস্য সহ প্রতিবেশী এবং এলাকাবাসী। সেই সাথে সংবাদ সম্মেলনটি স্বার্থন্বেষী পিতার অবৈধ স্বার্থ হাসিলের পায়তারা বলে অভিহীত করেছেন সুশীল সমাজ।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ত্রিমূখী পরকিয়ার জেরে মালয়েশিয়া ও সৌদি প্রবাসী ৩ যুবকের ব্ল্যাক মেইলের শিকার হয়ে গত শুক্রবার আত্মহত্যার পথ বেছে নেন নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর গ্রামের ফোরকান আলীর স্ত্রী দুই সন্তানের জননী খাদিজা খাতুন মিষ্টি। এই ঘটনায় থানায় ইউডি মামলাও হয়েছে। অথচ খাদিজার পিতা পৌর বেলঘড়িয়া গ্রামের মুকুল হোসেন আত্মহত্যাকে পরিকল্পিত হত্যা দাবী করে মেয়ের শশুর (মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম) এর বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি তার স্ত্রী ও মেয়ের শশুর (বিয়াই) কে নিয়ে বাজে ইঙ্গিত প্রদান করেন।

বিষয়টি নিয়ে পরিবার ও প্রতিবেশী সহ এলাকাবাসী একাধিক ব্যক্তি জানান, খাদিজার পিতা মুকুল হোসেনের অত্যাচার সইতে না পেরে খাদিজার মা আদালতের মাধ্যমে দেন মোহরের টাকা আদায় এবং তালাক প্রাপ্ত হন। এরপর খাদিজার পিতা মুকুল অন্যত্র বিবাহ করেন। সেই সাথে খাদিজার অনুরোধে গত ৯ মাস পূর্বে খাদিজার মায়ের সাথে শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হোন খাদিজার শশুর। এতে ক্ষিপ্ত ছিল খাদিজার পিতা মুকুল হোসেন। এমনকি পিতা হয়ে মেয়ে খাদিজার সংসার ভাংতে নানা পরিকল্পনায় মেতে উঠেন। মেয়ের উপর চালান মানুষিক টর্চার। কিন্তু বার বার ব্যর্থ হয়েছেন। পরিশেষে, মেয়ে (খাদিজার) আত্মহত্যার সুযোগটি কাজে লাগিয়ে প্রাক্তন স্ত্রী (খাদিজার মা) ও খাদিজার শশুর (বিয়াই) কে ফাঁসাতে উঠে পড়ে লেগেছেন। তারই পরিকল্পনার অংশ হিসেবে এই মিথ্যা সংবাদ সম্মেলন, মানহানী এবং মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর পরিকল্পনা। 

উক্ত বিষয়ে খাদিজার গর্ভধারিনী মা সাংবাদিকদের বলেন, আমার মেয়ে প্রবাসী ৩ যুবকের ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। অথচ মেয়ের বাবার সাথে সম্পর্ক বিচ্ছেদ সহ বিভিন্ন ইসুতে মেয়ের আত্মহত্যার ঘটনাটি পরিকল্পিত হত্যার মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মানহানী সহ স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।

বিষয়টি নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, ফাইম উদ্দিন বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। 

এমএসএম / এমএসএম

দোহারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে শারমিন মোরশেদ

‘মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে’

আমরা এই রাষ্ট্র দেখতে চাইনা, যেখানে দলের কাছে নিরাপত্তা নিতে হয়: ড. আতিক মুজাহিদ

আদমদীঘি জামায়াতের বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন

ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু, চালক আটক

স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি-গুইমারা

রাঙামাটিতে পৃথক নৌকাডুবির ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ-৩

মান্দায় দূর্ঘটনায় আহত যুবককে দিয়ে থানায় মামলা

চৌগাছার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেন সিনিয়র সচিব নাসিমুল গনি

সিংড়ায় বিএনপি নেতা অধ্যক্ষ আনু'র পূজা মন্ডপ পরিদর্শন

নবীনগরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

চৌগাছার রায় নগর গ্রামে চুরির হিড়িক, দিশেহারা মানুষ