ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ত্রিমূখী পরকিয়ায় জড়িয়ে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেন খাজিদা


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৫ বিকাল ৬:১৩

 বগুড়ার নন্দীগ্রামে ত্রিমূখী পরকিয়া প্রেমে জড়িয়ে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেন দুই সন্তানের জননী গৃহবধু খাদিজা খাতুন মিষ্টি। জানালেন নিহত গৃহবধুর গর্ভধারিনী মা। অথচ আত্মহত্যার ঘটনাটি ব্যক্তি স্বার্থে পরিকল্পিত হত্যার মিথ্যা অভিযোগ এনে গৃহবধুর পিতার সংবাদ সম্মেলনের বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে। নিন্দা জানিয়েছেন সয়ং গৃহবধুর মা ও পরিবারের অন্যান্য সদস্য সহ প্রতিবেশী এবং এলাকাবাসী। সেই সাথে সংবাদ সম্মেলনটি স্বার্থন্বেষী পিতার অবৈধ স্বার্থ হাসিলের পায়তারা বলে অভিহীত করেছেন সুশীল সমাজ।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ত্রিমূখী পরকিয়ার জেরে মালয়েশিয়া ও সৌদি প্রবাসী ৩ যুবকের ব্ল্যাক মেইলের শিকার হয়ে গত শুক্রবার আত্মহত্যার পথ বেছে নেন নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর গ্রামের ফোরকান আলীর স্ত্রী দুই সন্তানের জননী খাদিজা খাতুন মিষ্টি। এই ঘটনায় থানায় ইউডি মামলাও হয়েছে। অথচ খাদিজার পিতা পৌর বেলঘড়িয়া গ্রামের মুকুল হোসেন আত্মহত্যাকে পরিকল্পিত হত্যা দাবী করে মেয়ের শশুর (মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম) এর বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি তার স্ত্রী ও মেয়ের শশুর (বিয়াই) কে নিয়ে বাজে ইঙ্গিত প্রদান করেন।

বিষয়টি নিয়ে পরিবার ও প্রতিবেশী সহ এলাকাবাসী একাধিক ব্যক্তি জানান, খাদিজার পিতা মুকুল হোসেনের অত্যাচার সইতে না পেরে খাদিজার মা আদালতের মাধ্যমে দেন মোহরের টাকা আদায় এবং তালাক প্রাপ্ত হন। এরপর খাদিজার পিতা মুকুল অন্যত্র বিবাহ করেন। সেই সাথে খাদিজার অনুরোধে গত ৯ মাস পূর্বে খাদিজার মায়ের সাথে শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হোন খাদিজার শশুর। এতে ক্ষিপ্ত ছিল খাদিজার পিতা মুকুল হোসেন। এমনকি পিতা হয়ে মেয়ে খাদিজার সংসার ভাংতে নানা পরিকল্পনায় মেতে উঠেন। মেয়ের উপর চালান মানুষিক টর্চার। কিন্তু বার বার ব্যর্থ হয়েছেন। পরিশেষে, মেয়ে (খাদিজার) আত্মহত্যার সুযোগটি কাজে লাগিয়ে প্রাক্তন স্ত্রী (খাদিজার মা) ও খাদিজার শশুর (বিয়াই) কে ফাঁসাতে উঠে পড়ে লেগেছেন। তারই পরিকল্পনার অংশ হিসেবে এই মিথ্যা সংবাদ সম্মেলন, মানহানী এবং মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর পরিকল্পনা। 

উক্ত বিষয়ে খাদিজার গর্ভধারিনী মা সাংবাদিকদের বলেন, আমার মেয়ে প্রবাসী ৩ যুবকের ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। অথচ মেয়ের বাবার সাথে সম্পর্ক বিচ্ছেদ সহ বিভিন্ন ইসুতে মেয়ের আত্মহত্যার ঘটনাটি পরিকল্পিত হত্যার মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মানহানী সহ স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।

বিষয়টি নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, ফাইম উদ্দিন বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। 

এমএসএম / এমএসএম

দৈনিক চাঁদপুরজমিন ও অনুপমা পত্রিকার সম্পাদক রোকনের মায়ের দাফন সম্পন্ন

সাইফুল ইসলামের দূর্নীতির ডান হাত থানচির রেঞ্জার ইসরায়েল, দেদারসে চলছে কাঠ পাচার

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

রৌমারীতে শীতার্ত মানুষরে মাঝে কম্বল বিতরণ

বড়লেখায় নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল

কৃষিজমি বাঁচাতে সাহসী অভিযান, রায়গঞ্জের এসিল্যান্ড মাসুদ রানার জনআস্থা অর্জন

বড়লেখায় টিলা কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের লাক্ষ টাকা জরিমানা

উপজেলা নির্বাহী অফিসার, সন্দ্বীপের উদ্যোগে ভোটকেন্দ্র পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ

আত্রাইয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীন উৎসব অনুষ্ঠিত

বারহাট্টার জনপদে জেঁকে বসেছে শীত

গভীর রাতে অসহায় শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন কোটালীপাড়ার এসিল্যান্ড

অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহফুজ, সম্পাদক আসলাম

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন তৈরি, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ