শারদীয় দুর্গোৎসবে সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিলঃ শাহ রিয়াজুল হান্নান

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেছেন, শারদীয় দুর্গোৎসবে বাংলাদেশে সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিলো। পূঁজাকে ঘিরে কাপাসিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে এখন উৎসবমুখর পরিবেশ। প্রতিটি মন্ডপে চলছে দেবী দুর্গার বন্দনা, ভক্ত-শুভানুধ্যায়ী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত চারপাশ। বিএনপি বরাবরই সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো আচার অনুষ্ঠানে তাদের পাশে ছিল, আগামী দিনেও আন্তরিক ভাবে থাকবে।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার রাতে কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন। তিনি গভীর রাত পর্যন্ত কাপাসিয়া সদর বাজারের যুব ব্যবসায়ী পূঁজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত পূঁজা মন্ডপ, কাপাসিয়া বাজারের হরি বাড়ি মন্দির ও জয়কালী মন্দিরে অনুষ্ঠিত পূঁজা মন্ডপ পরিদর্শন করেন।
এছাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন। নেতৃবৃন্দ পূঁজারিদের সাথে তাদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সবাইকে শুভেচ্ছা জানান।
পূঁজা মন্ডপ পরিদর্শনকালে তিনি আরো বলেন, “দুর্গাপূঁজা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, বাংলাদেশ একটি শতভাগ অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা বহুকাল যাবত সবাই মিলেমিশে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির উৎসব পালন করি। এটি বাংলা ভাষাভাষীর হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বন্ধুত্বের প্রতীক। দুর্গোৎসবের মাধ্যমে অশুভ শক্তির ধ্বংস ও মঙ্গলের জয়গান সবাই মিলে করি। "সব ধর্মেই ভালোর কথা বলা হয়েছে, দুর্গাপূজা আমাদের শিখায়—অশুভ, হানাহানি ও বিভেদ দূর করে ঐক্য, সত্য ও ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমে একটি আধুনিক ও আদর্শ প্রতিনিধিত্বশীল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, আপনাদের যে মন্দিরে যাচ্ছি, সেখানেই আমার প্রয়াত পিতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ জীবদ্দশায় আপনাদের মন্দিরের উন্নয়নে কাজ করেছেন। উনার অসমাপ্ত কাজ গুলো শেষ করার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তাহলেই আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ পাবো। আমি আন্তরিকভাবে আনন্দিত যে, কাপাসিয়া উপজেলায় এবছর অন্যান্য বছরের তুলনায় বেশি সংখ্যক মন্ডপে দূর্গা পূঁজা উদযাপিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সাজানো হয়েছে। উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের মানুষ একযোগে কাজ করে এই উৎসবকে সুন্দর ও নিরাপদ করে তুলেছেন। এই উৎসব আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও গভীর করুক—এই প্রত্যাশা রাখি। সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এ সময় প্রতিটি পূজামণ্ডপে দেখা যায় মনোমুগ্ধকর আলোসজ্জা, বাজছে ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনি। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আনন্দে মেতে উঠেছেন। দর্শনার্থীরা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় তারা ভীষণ আনন্দিত। এবছর কাপাসিয়ায় ৭০টি মন্ডপে উৎসব মুখর পরিবেশে পূঁজা উদযাপিত হচ্ছে। পরিদর্শনের সময় পূজারীদের বিভিন্ন দাবি পূরণে আন্তরিকতার সাথে আশ্বাস দেন।
এসময় পূজারীদের মাঝে উপস্থিত ছিলেন বাবু চিত্ত রঞ্জন সাহা, জয়কালী মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক সঞ্জীব কুমার দাস, কোষাধ্যক্ষ চন্দন কুমার রক্ষিত, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল প্রমুখ।।
বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহ রিয়াজুল হান্নানের সফরসঙ্গী হিসেবে
বিএনপি নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা মীর মাসুদ করিম, মেজবাহ উদ্দিন প্রমুখ।
এমএসএম / এমএসএম

দোহারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে শারমিন মোরশেদ

‘মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে’

আমরা এই রাষ্ট্র দেখতে চাইনা, যেখানে দলের কাছে নিরাপত্তা নিতে হয়: ড. আতিক মুজাহিদ

আদমদীঘি জামায়াতের বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন

ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু, চালক আটক

স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি-গুইমারা

রাঙামাটিতে পৃথক নৌকাডুবির ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ-৩

মান্দায় দূর্ঘটনায় আহত যুবককে দিয়ে থানায় মামলা

চৌগাছার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেন সিনিয়র সচিব নাসিমুল গনি

সিংড়ায় বিএনপি নেতা অধ্যক্ষ আনু'র পূজা মন্ডপ পরিদর্শন

নবীনগরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
