ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামের সেই বিস্ময় বালক ক্ষুদে ক্রিকেটার মোহাম্মদ ঈসার পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস।
সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচারের পর জেলা ক্রীড়া অফিস ঈসাকে সহযোগিতার উদ্যোগ নেয়। সোমবার বিকালে ঈসা ও তার পরিবার জেলা ক্রীড়া অফিসে গেলে, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আকরাম হোসাইন তার হাতে ফুল সেট ক্রীড়া সামগ্রী তুলে দেন। প্রদত্ত ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিলো দুটি ব্যাট, ছয়টি বল, তিনটি হেলমেট, তিন জোড়া প্যাড, ছয়টি স্ট্যাম্প, দুটি ব্যাটিং গ্লাভস এবং একটি ফুটবল।
জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ জানিয়ে আমিনুর রহমান (ঈসার বাবা) বলেন, সন্তানের খেলার প্রতি আগ্রহ থেকেই ইউটিউব দেখে ব্যবসার ফাঁকে সকাল-বিকাল প্রশিক্ষণ দিচ্ছি ছেলেকে । আমার সন্তানকে জাতীয় দলের খেলোয়াড় বানানোর জন্য আমি পরিশ্রম করে যাচ্ছি । সে যেনো দেশের হয়ে সুনাম বয়ে আনতে পারে। আর জেলা ক্রীড়া অফিসের এ সহযোগিতা আমাকে আরও অনুপ্রেরণা যোগাবে। আমি ক্রীড়া কর্মকর্তাকে ধন্যবাদ জানাই আমাকে ক্রিকেট সম্পর্কে নতুন নতুন ধারণা দেওয়ার জন্য।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আকরাম হোসাইন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিভাবান শিশু ঈসার খেলা আমার নজর কেড়েছে । সে একজন সম্ভাবনাময় খেলোয়াড় । তাকে ক্রিকেট কোচের মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারলে অনেক ভালো করবে বলে আশা করি । এসব তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের পাশে জেলা ক্রীড়া অফিস সবসময় থাকবে ।
তিনি আরও জানান, বিকেএসপিতে ঈসার ভর্তির বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে । উল্লেখ্য, মোহাম্মদ ঈসা মাত্র দুই বছর বয়স থেকেই ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ দেখিয়ে আসছে। বাবা আমিনুর রহমান ও মা মারুফা খাতুনের দুই ছেলের মধ্যে ছোট ঈসা। অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও পিতা-পুত্রের এই ক্রিকেটযাত্রা এখন কুড়িগ্রামবাসীর অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
Aminur / Aminur
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত