তানোরে দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ
রাজশাহীর তানোরের মুন্ডুমালার পৌর সদরের বেসরকারি দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকের পিতা মো. আব্দুর রাজ্জাক (২৪) তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, চিকিৎসার নামে প্রতারণা, দালালের প্ররোচনা ও অনুমোদনবিহীন ইনজেকশন প্রয়োগের ফলে নবজাতকটি মারা যায়। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৪ অক্টোবর) সকালে মুন্ডুমালা পৌর এলাকার ভাটার মোড় মহল্লায় অবস্থিত মুন্ডুমালা দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ।
অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন সকালে প্রসববেদনা শুরু হলে রাজ্জাকের স্ত্রী সোহানা বেগমকে স্থানীয় এক দালালের পরামর্শে উক্ত ক্লিনিকে ভর্তি করানো হয়। ক্লিনিকে ভর্তি হওয়ার পর কথিত মালিক শাহজামাল বাবু প্রথমেই রক্ত ও প্রস্রাব পরীক্ষার কথা বলে ২ হাজার ৪০০ টাকা নেন। পরে চিকিৎসক মোস্তাক আহম্মেদ ফয়সাল অস্ত্রোপচারের মাধ্যমে একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। এরপর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসক অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, ক্লিনিকের মালিক বাবু নিজেই নবজাতকের পায়ে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন প্রয়োগের পরপরই নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে ক্লিনিক কর্তৃপক্ষ জোরপূর্বক শিশুটিকে রাজশাহী নিয়ে যেতে বলেন। কিন্তু রাজশাহী যাওয়ার পথেই নবজাতকের মৃত্যু হয়।
এ ঘটনায় শোকাহত পিতা মো. আব্দুর রাজ্জাক তানোর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি বলেন, “ভুল চিকিৎসার কারণে আমার সন্তানের মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।” সরকারি বিধি অনুযায়ী, ১০ শয্যার একটি বেসরকারি ক্লিনিকে সার্বক্ষণিক একজন এমবিবিএস চিকিৎসক ও প্রশিক্ষিত সেবিকা থাকা বাধ্যতামূলক। কিন্তু দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এসব নিয়ম-নীতি উপেক্ষা করে পরিচালিত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ক্লিনিকের পরিচালক শাহজামাল বাবু সাংবাদিক পরিচয় পাওয়ার পর বলেন, “কালকে সরাসরি এসে দেখা করেন, তখন সাক্ষাতে কথা হবে।” এরপর তিনি ফোন কেটে দেন।
জেলা সিভিল সার্জন বলেন, “এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Aminur / Aminur
শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন
আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার
প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন
মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে
টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
চা -শিল্প রক্ষার দাবিতে শ্রীমঙ্গলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন
র্যাব-১২ এর অভিযানে তাড়াশে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার