ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

অনুমোদন ছাড়াই বারহাট্টায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালাচ্ছে এনএসডিসি


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ১২:১৪

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কমিশনের অনুমোদন ব্যতিত কোন প্রতিষ্ঠান আর্থিক লেনদেনের বৈধতা পায় না। অথচ কমিশনের অনুমোদন ছাড়াই এই সব ক্ষুদ্র ঋণ কার্যক্রমের প্রতিষ্ঠান দিন দিনই বৃদ্ধি পাচ্ছে।
চলতি মাসের ৪ তারিখ নেত্রকোনার বারহাট্টায় নিউ-রাইস সাসটেইন ডেভলপমেন্ট কনসোর্টিয়াম (এনএসডিসি) নামক একটি আর্থিক প্রতিষ্ঠান বারহাট্টা উপজেলার পূর্ব বাজার বারহাট্টা-চন্দ্রপুর রোডে চিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান এর বাসায় উদ্বোধন হয়েছে। এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। 
সরেজমিনে অনুসন্ধানে গিয়ে জানাগেছে, বারহাট্টা উপজেলাসহ বিভিন্ন এলাকায় আরও বেশ কয়েকটি শাখা রয়েছে। কিন্তু তাদের অফিসে অনুমোদন হিসেবে একটি টিন সার্টিফিকেট, ৩নং বারহাট্টা ইউনিয়ন পরিষদের একটি ট্রেড লাইসেন্স ও একটি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এর সনদপত্র ছাড়া আর কোন সনদ পাওয়া যায় নি। 
এইসব কাগজপত্রের উপর ভিত্তি করেই তারা গ্রাহকের কাছ থেকে স্থায়ী আমানত, মাসিক ও সাপ্তাহিক সঞ্চয় সহ ঋণ কার্যক্রম শুরু করেছে। অফিসের বাইরে একটি ছোট কাগজে লেখা রয়েছে, এখানে যাবতীয় ইলেকট্রনিক পণ্য কিস্তিতে বিক্রি করা হয় কিন্তু অফিসের ভিতরে গিয়ে এই সব পণ্যের কোন হদিস মেলেনি। 
শাখা ব্যবস্থাপক আব্দুস ছামাদ বলেন, আমরা এই কাগজের ভিত্তিতেই সঞ্চয় ও ঋণ কার্যক্রম করছি। আমরা সঞ্চয়ের বিপরীতে গ্রাহকদের পাশ বই ও আমাদের খরচে ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে দিচ্ছি। 
বারহাট্টা নারী প্রগতি সংঘের শাখা ব্যবস্থাপক সুরজিৎ কুমার ভৌমিক বলেন, এমআরএ সনদ ব্যতিত কোন প্রতিষ্ঠান আর্থিক লেনদেন করলে এটি বৈধ হবে না। 
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান বলেন, আমরা তাদের ডেকে এনে জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছে (এনএসডিসি)  তারা শুধু পণ্য কিস্তিতে বিক্রি করে। সঞ্চয়-ঋণ কার্যক্রমের ব্যপারে আমাকে জানায় নি। বৈধ অনুমোদন ব্যতিত ঋণ দান সঞ্চয় আদায় এগুলো তারা করতে পারবে না। এই সময় তিনি বারহাট্টা উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, কেউ যেন একটি প্রতিষ্ঠানের অনুমোদন আছে কি-না? তা জেনে বুঝে তার পর লেনদেন করেন। এছাড়া এই সব প্রতিষ্ঠান থেকে সবাইকে সর্তক থাকার অনুরোধ করেন। 
উল্লেখ্য যে, বিগত কয়েকবছর আগে বারহাট্টা উপজেলায় এসটিসি নামের একটি ব্যাংক বারহাট্টাবাসীর কাছ থেকে ঋণ ও লাভের লোভ দেখিয়ে  কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে বলেও জানা যায়।

Aminur / Aminur

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা

"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"

পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক

রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত

কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

বারহাট্টায় স্বামীর প্রচারণায় স্ত্রী ডা. লুৎফা হক

৩ টি জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

নোয়াখালীতে গণপিটুনিতে ৬ ডাকাতি মামলার আসামীকে হত্যা, মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন