ঢাকা শনিবার, ১ নভেম্বর, ২০২৫

লিখিত অভিযোগ দায়ের

ভূমিদস্যু কর্তৃক সরকারি খাস জমি দখল করে সমিতির নামে পাকা স্থাপনা নির্মাণ


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ১:৫

ঢাকার মিরপুরে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে সমিতির নামে ভাগ বাটোয়ারা করে খাচ্ছেন  একাধিক ভূমিদস্যু সিন্ডিকেট । ঘটনাটি ঘটেছে বৃহত্তর মিরপুরের দারুসসালাম থানার হরিরামপুর মৌজায় ।।
লিখিত অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে দেখা যায়,ঢাকা মহানগর উত্তরের দারুসসালাম থানাধীন,, হরিরামপুর মৌজায়, বাংলাদেশ সরকার জেলা প্রশাসক ঢাকা নামে সিটি রেকর্ড ভুক্ত জমি ১ নম্বর খাস খতিয়ানের সিটি দাগ নম্বর ৯৭ দাগে মোট ২৫.৮৮ শতাংশ জমি আছে, তার মধ্যে ১৪ শতাংশ খাস জমি ।১৪ শতাংশ জমির প্রায় অর্ধেক  জমি দখল করে ১০ তলা ভবন নির্মাণ করছেন শাহ আলী শপিং কমপ্লেক্স থান কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এবং আর অর্ধেক দখল করে আনন্দ টাওয়ার নামে ভবন তৈরি করছেন নিজাম উদ্দিন গং নামে আরেক ভূমিদস্যু গ্রুপ ।।

কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, শাহ আলী শপিং কমপ্লেক্স থান কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নামে ৯৭ দাগে ১১.৩ শতাংশ জমি এবং ৯৫ দাগে ৩.৭ জমি ক্রয় করেন । ঐ একই ৯৭ দাগে সরকারি খাস জমি আছে ১৪ শতাংশ যেখান থেকে তারা প্রায় অর্ধেক দখল করে দশ তলা ভবনের ছয় তলা ইতি মধ্যে শেষ করেছেন ।আরেক পাশে মিরপুরে আলোচিত ভূমিদস্যু নিজাম উদ্দিন গং ১৪ শতাংশের প্রায় অর্ধেক জমি দখল করে  আনন্দ টাওয়ার নামে একটি বহুতল ভবন নির্মাণ করার জন্য টিন দিয়ে বাউন্ডারি করে রেখেছেন । আনন্দ টাওয়ারের সাইনবোর্ড সূত্রে জানা যায়, ৭৭/৪ হরিরামপুর মৌজার, দারুস সালাম থানায় খতিয়ান নম্বর সিএস ২২৯, এস এ ৫৩ আর এস ৬১ ও ৩২ ঢাকা সিটি জরিপ ১০ ।
দাগ নম্বর সিএস ও এস এ ৮৪ ও ৮৫, আর এস ৭৬ ও ৭৮, ঢাকা সিটি জরিপে ৯৩,৯৪,৯৫,৯৬ ও ১১৬ জমির পরিমাণ ২২.৩২ শতাংশ ।

 সহকারী কমিশনার (ভূমি) মিরপুর সার্কেলের নির্দেশে, সার্ভেয়ার,কানুনগো ও সহকারী ভূমি কর্মকর্তার নেতৃত্বে একটি টিম উক্ত স্থানে পরিদর্শনে গেলে কোন পক্ষই তাদের ১৪ শতক খাস জমি সম্পর্কে কোন তথ্য দিতে পারেননি । কাগজপত্র পর্যালোচনা করে তারা পরবর্তীতে ব্যবস্থা নিবেন ।

লিখিত অভিযোগকারী, মোঃ ওমর আলী বলেন, সরকারি খাস জমিতে পাকা স্থাপনা নির্মাণের কোন আইন না থাকলেও এই ভূমিদস্যু গ্ৰুপ একজনেরা দশ তলা বিল্ডিং শুরু করেছে আর একজন নাকি রাজউক থেকে দশতলার অনুমোদন নিয়ে এসেছে । কিভাবে অনুমোদন দিল প্রশ্ন থেকেই যায় ।
তিনি আরো বলেন, রাজউক কর্মকর্তাদের তদারকি না থাকার কারণে যত্রতত্র অবৈধ স্থাপনা নির্মাণ হচ্ছে । 
ভূমিদস্য নিজাম উদ্দিন সম্পর্কে জানা যায় ভিন্ন তথ্য, তিনি সমিতির নামে সেই সকল জায়গায় জমি কেনেন, যেখানে ১০ শতাংশ জমি কিনলে আর ৫ শতাংশ দখল করে বিল্ডিং করা যায়, এমন নজির তার অতীতেও আছে ।
 এ বিষয়ে জানতে দারুস সালাম থানার সহকারী কর্মকর্তা (ভূমি ) গরীব শাহ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, হরিরামপুর মৌজায় অনেক খাস জমি আছে যে জমিগুলো জনস্বার্থে  ব্যবহার হয় । যারা বিল্ডিং করছেন এবং করার সিদ্ধান্ত নিয়েছেন উভয়ে ১৪ শতাংশ জমি দখল করে রেখেছেন। তিনি আরো বলেন আমরা বিষয়টি তদন্ত করে দেখে সরকারি জমি উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিব ।

এবিষয়ে জানতে নিজাম উদ্দিন বলেন, আমাদের কেনা জমি আমরা বাউন্ডারি দিয়েছি, এখানে কোন সরকারি জায়গা নাই । একাধিক জায়গার নাম উল্লেখ করে তার জমি কেনা এবং দখল করা সম্পর্কে জানতে চাইলে বলেন, তিনি সঠিক কোন জবাব দিতে পারেনি ।
রাজউকের পরিদর্শক ফারহানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টা সম্পর্কে আমি অবগত নই,অফিসের স্যারের সঙ্গে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব ।

এমএসএম / এমএসএম

যাত্রাবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবিতে ঢাকায় মানববন্ধন

আওয়ামী নেতা শাহজালালের দৌড়-ঝাপেই বিপাকে খিলগাঁও পুবালী মার্কেটের ব্যবসায়ীরা

ডিজিটাল নিরাপত্তা আইনের সেই মামলা থেকে অব্যাহতি পেলেন মিনহাজ মান্নান

খিলগাঁও ডেমরা- রামপুরা মহাসড়কে চোরের লিডার সুজন একাধিক লোক দিয়ে রাত হলেই নামেন গাড়ি থেকে চোরাই তেল সংগ্রহে

ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন প্রায় ৮ হাজার মানুষ

“সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরখানে যুব মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

ভূমিদস্যু কর্তৃক সরকারি খাস জমি দখল করে সমিতির নামে পাকা স্থাপনা নির্মাণ

কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান

বিএআরসিতে নতুন নির্বাহী চেয়ারম্যান নিয়োগে জোর লবিং

কেআইবি প্রশাসকের নিয়োগ বাতিল

ভুয়া জুলাই-যোদ্ধাদের তালিকা প্রকাশ, ১২৭ জনের গেজেট বাতিলের সিদ্ধান্ত সরকারের