ঢাকা শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

লিখিত অভিযোগ দায়ের

ভূমিদস্যু কর্তৃক সরকারি খাস জমি দখল করে সমিতির নামে পাকা স্থাপনা নির্মাণ


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ১:৫

ঢাকার মিরপুরে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে সমিতির নামে ভাগ বাটোয়ারা করে খাচ্ছেন  একাধিক ভূমিদস্যু সিন্ডিকেট । ঘটনাটি ঘটেছে বৃহত্তর মিরপুরের দারুসসালাম থানার হরিরামপুর মৌজায় ।।
লিখিত অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে দেখা যায়,ঢাকা মহানগর উত্তরের দারুসসালাম থানাধীন,, হরিরামপুর মৌজায়, বাংলাদেশ সরকার জেলা প্রশাসক ঢাকা নামে সিটি রেকর্ড ভুক্ত জমি ১ নম্বর খাস খতিয়ানের সিটি দাগ নম্বর ৯৭ দাগে মোট ২৫.৮৮ শতাংশ জমি আছে, তার মধ্যে ১৪ শতাংশ খাস জমি ।১৪ শতাংশ জমির প্রায় অর্ধেক  জমি দখল করে ১০ তলা ভবন নির্মাণ করছেন শাহ আলী শপিং কমপ্লেক্স থান কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এবং আর অর্ধেক দখল করে আনন্দ টাওয়ার নামে ভবন তৈরি করছেন নিজাম উদ্দিন গং নামে আরেক ভূমিদস্যু গ্রুপ ।।

কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, শাহ আলী শপিং কমপ্লেক্স থান কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নামে ৯৭ দাগে ১১.৩ শতাংশ জমি এবং ৯৫ দাগে ৩.৭ জমি ক্রয় করেন । ঐ একই ৯৭ দাগে সরকারি খাস জমি আছে ১৪ শতাংশ যেখান থেকে তারা প্রায় অর্ধেক দখল করে দশ তলা ভবনের ছয় তলা ইতি মধ্যে শেষ করেছেন ।আরেক পাশে মিরপুরে আলোচিত ভূমিদস্যু নিজাম উদ্দিন গং ১৪ শতাংশের প্রায় অর্ধেক জমি দখল করে  আনন্দ টাওয়ার নামে একটি বহুতল ভবন নির্মাণ করার জন্য টিন দিয়ে বাউন্ডারি করে রেখেছেন । আনন্দ টাওয়ারের সাইনবোর্ড সূত্রে জানা যায়, ৭৭/৪ হরিরামপুর মৌজার, দারুস সালাম থানায় খতিয়ান নম্বর সিএস ২২৯, এস এ ৫৩ আর এস ৬১ ও ৩২ ঢাকা সিটি জরিপ ১০ ।
দাগ নম্বর সিএস ও এস এ ৮৪ ও ৮৫, আর এস ৭৬ ও ৭৮, ঢাকা সিটি জরিপে ৯৩,৯৪,৯৫,৯৬ ও ১১৬ জমির পরিমাণ ২২.৩২ শতাংশ ।

 সহকারী কমিশনার (ভূমি) মিরপুর সার্কেলের নির্দেশে, সার্ভেয়ার,কানুনগো ও সহকারী ভূমি কর্মকর্তার নেতৃত্বে একটি টিম উক্ত স্থানে পরিদর্শনে গেলে কোন পক্ষই তাদের ১৪ শতক খাস জমি সম্পর্কে কোন তথ্য দিতে পারেননি । কাগজপত্র পর্যালোচনা করে তারা পরবর্তীতে ব্যবস্থা নিবেন ।

লিখিত অভিযোগকারী, মোঃ ওমর আলী বলেন, সরকারি খাস জমিতে পাকা স্থাপনা নির্মাণের কোন আইন না থাকলেও এই ভূমিদস্যু গ্ৰুপ একজনেরা দশ তলা বিল্ডিং শুরু করেছে আর একজন নাকি রাজউক থেকে দশতলার অনুমোদন নিয়ে এসেছে । কিভাবে অনুমোদন দিল প্রশ্ন থেকেই যায় ।
তিনি আরো বলেন, রাজউক কর্মকর্তাদের তদারকি না থাকার কারণে যত্রতত্র অবৈধ স্থাপনা নির্মাণ হচ্ছে । 
ভূমিদস্য নিজাম উদ্দিন সম্পর্কে জানা যায় ভিন্ন তথ্য, তিনি সমিতির নামে সেই সকল জায়গায় জমি কেনেন, যেখানে ১০ শতাংশ জমি কিনলে আর ৫ শতাংশ দখল করে বিল্ডিং করা যায়, এমন নজির তার অতীতেও আছে ।
 এ বিষয়ে জানতে দারুস সালাম থানার সহকারী কর্মকর্তা (ভূমি ) গরীব শাহ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, হরিরামপুর মৌজায় অনেক খাস জমি আছে যে জমিগুলো জনস্বার্থে  ব্যবহার হয় । যারা বিল্ডিং করছেন এবং করার সিদ্ধান্ত নিয়েছেন উভয়ে ১৪ শতাংশ জমি দখল করে রেখেছেন। তিনি আরো বলেন আমরা বিষয়টি তদন্ত করে দেখে সরকারি জমি উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিব ।

এবিষয়ে জানতে নিজাম উদ্দিন বলেন, আমাদের কেনা জমি আমরা বাউন্ডারি দিয়েছি, এখানে কোন সরকারি জায়গা নাই । একাধিক জায়গার নাম উল্লেখ করে তার জমি কেনা এবং দখল করা সম্পর্কে জানতে চাইলে বলেন, তিনি সঠিক কোন জবাব দিতে পারেনি ।
রাজউকের পরিদর্শক ফারহানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টা সম্পর্কে আমি অবগত নই,অফিসের স্যারের সঙ্গে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব ।

এমএসএম / এমএসএম

উত্তরায় বিসিক পৌষমেলার উদ্বোধন, ‎হস্ত ও কারুপণ্যসহ দেশীয় পণ্যে সমৃদ্ধ

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি

শীতার্ত ও অসহায় ৩০০ জনকে শীতবস্ত্র দিলো বিজিবি

রাজধানীতে মদের কারখানা ও আধুনিক ‘কুশ’ ল্যাব উদ্ঘাটন

রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ ফাইন্যান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন সিটি ব্যাংক

সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ড্যাব শিশু হাসপাতাল শাখার দোয়া-মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ভাসানটেক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবুল আটক

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্যের কমিটি ঘোষণা

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও সুইস গিয়ার উদ্ধার

জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা চুড়ান্ত হয়নি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে ড্যাব নিটোর শাখার শ্রদ্ধা ও দোয়া মাহফিল