কুড়িগ্রামে আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমনে শত শত হেক্টর ধান নষ্ট হওয়ায় কৃষকরা দিশেহারা
 
                                    জলবায়ুর পরির্বতনে কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আমন ক্ষেতে কারেন্ট পোকা আক্রমণে ধান ক্ষেত জ্বেলে যাচ্ছে। দিশেহারা হয়ে পড়ছে সাধারণ কৃষক। এতে বিপুল পরিমান ফসল নষ্টের আশংকা করছে তারা। কৃষকরা প্রতিদিন স্প্রে করেও কাজ হচ্ছে না। কৃষি বিভাগ বলছে চলতি আমান মৌসুমে কম বৃষ্টি,দিনে ভ্যাপসা গরম, শেষ রাতে ঠান্ডা সব মিলে ধান ক্ষেত গুলো স্যাত স্যাতে হওয়ায় বাদামী ও ঘাস ফরিং এর ব্যাপক আক্রমনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দুর থেকে দেখলে মনে হয় পাকা ধানের মাঠ।কিনতু কাছে গেলেই দেখা যায় জ্বলে গেছে ক্ষেতের পর ক্ষেত পরিণত হয়েছে খড়ে। কুড়িগ্রামের বেলগাছা,কাঁঠালবাড়ী, বেলগাছা,হোলখানা,খোলার পার, সানের পাড়, নীলকন্ঠ, আতারাম, দীনবাজার,টগরাইহাট,ওমর মজিদ সহ বিভিন্ন এলাকার জমিতে দেখা গেছে এমন চিত্র। বাদামী ও ঘাস ফড়িং ২৪ ঘন্টার আক্রমনে সবুজ গাছের পাতা হলুদ হয়ে জমিতেই মারা যাচ্ছে। ধান চিটা হয়ে গাছ খড়ে পরিণত হচ্ছে। দুর থেকে দেখলে মনে হয় ধান গাছ পেকে কাটার উপযোগী হয়েছে। কাছে গেলে ক্ষেতের ধান মাঝে মাঝে পুড়ে গেছে। জেলার কৃষি বিভাগের পিপি স্কোয়াডের্র সদস্যরা আলোকপাত করে পোকার উপস্থিতি দেখে কৃষকদের বিভিন্ন কীটনাশক দিয়ে স্প্রে করার পরামর্শ দিচ্ছে। কারেন্ট পোকার আক্রমনে আমনের লক্ষ্য মাত্রা নিয়ে দেখা দিয়েছে শংকা। জমিতে পোকা দমনের কীটনাশক দিয়েও মিলছে না সুফল। এ বছর কুড়িগ্রাম জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার ৫শ হেক্টর। ১লাখ ২১ হাজার ৬শ হেক্টর জমিতে আমন ধান অর্জিত হয়েছে।গত বছরের তুলনায় এবার ১হাজার ১শ হেক্টর বেশী আমন আবাদ হয়েছে।
বেলগাছা ইউনিয়ের কৃষক করিম, নিজাম উদ্দিন, আলী জানান আমাদের প্রায় তিন বিঘা জমিতে কারেন্ট পোকা প্রছুর ধরছে পোকার কারনে সব জমি  গুলো শুকিয়ে যাচ্ছে। এইবার নিয়ে তিনবার স্প্রে করার পরেও কোন কাজ হচ্ছে না সব ধান চিটা হচ্ছে। এতে অনেক কম ধান ফলন হবে।
কীটনাশক ব্যবসায়ী মোঃ আবদুল জলিল জানান এবার বৃষ্টি কম হওয়ায় এবং ভ্যাপসা গরমের কারণে কারেন্ট পোকার আক্রমন হচ্ছে। কৃষকরা কীটনাশক কিনে স্প্রে করছে।আমরা ন্যায্য মূল্যে কৃষকদের কাছে কীট নাশক বিক্রি করছি। আমরা তাদের বিভিন্ন ভাবে পরার্মর্শ দিচ্ছি।
কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুল্লা আল মামুন জানান আমি কারেন্ট পোকার আক্রমনের কথা শুনেছি। আমাদের মাঠ পর্যায়ে কৃষি র্কর্মকর্তারা আছেন তারা সার্বক্ষনিক কৃষকদের পরার্র্মশ দিয়ে যাচ্ছে।আমরা প্রতিটি উপজেলায় পিপি স্কোড গঠনকরেছি।তারাও ক্ষেত গুলো খেয়াল রাখছেন যাতে রোগ বালাইয়ে আমাদের ফসল কোন ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কোন কোন জায়গায় আমরা ক্ষেতে বিপিএইসির উপস্থিতি লক্ষ করেছি সে সব জায়গায় কৃষকদেরকে সচেতন করছি।
এমএসএম / এমএসএম
 
                বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় - হাসনাত আবদুল্লাহ
 
                সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণের ভুমি রক্ষার দাবীতে মানববন্ধন
 
                শান্তিগঞ্জে সাকিন পরিবহনের বাস খাদে পড়ে আহত ১৬
 
                হাতিয়ায় জামায়াতের নির্বাচনী পথসভায় জনতার ঢল
 
                যুবদল নেতা মারুফ আহমেদ এর উদ্যোগে- মিল্টন ভুইয়ার পক্ষ থেকে অসহায়দের মাঝে চাউল বিতরণ
 
                মনোহরদীতে ইউএনও ও এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রতারণা, প্রশাসনের সতর্কবার্তা
 
                ভূরুঙ্গামারীতে ৩১ দফা বাস্তবায়নে ডা:মোঃ ইউনুছ আলী
 
                কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: নোয়াখালীতে প্রেস সচিব শফিকুল আলম
 
                পূর্বধলায় বালুবাহী ট্রাকে সিএনজির ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ২
 
                যশোরে ৬ টি স্বর্ণেরবার সহ বেনাপোলের সিদ্দিক আটক
 
                নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে জবাবদিহি করব মাস্টার রুহুল আমীন ভুঁইয়া
 
                জাল টাকা দিয়ে কেনাকাটা, ২৪ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার কৃষকদল নেতা
 
                 
                