ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বাংলা মদ-গাঁজায় ভাসছে মান্দা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ৪:১৪

হেরোইন-ফেনসিডিলের পাশাপাশি বাংলা মদ (চুলাই মদ) ও গাঁজায় ভাসছে নওগাঁর মান্দা উপজেলা। অনায়াসে মিলছে রাস্তাঘাটে মাদক। মাদক ব্যবসা, মাদকসেবী ও জুয়াড়িদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে এই উপজেলা। উপজেলার বেশকিছু ইউনিয়নে মাদকের নিরাপদ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ প্রায় সব ধরনের মাদকদ্রব্য মিলছে হাতের নাগালেই। বেশকিছু নতুন মাদক ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর অবাধ বিচরণে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলাবাসী।

পুলিশ প্রশাসন এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে এলাকার সুশীল সমাজের দাবি। যথাযথ পদক্ষেপ এর অভাবে মাদকসেবী ও ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছেন। নামমাত্র কিছু মাদকসেবীদের ধরপাকড় করা হলেও প্রকৃত মাদক ব্যবসায়ীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। উপজেলার কয়েকটি ইউনিয়নে মাদকের ভয়াবহতায় অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, থানাসংলগ্ন জদু পিয়নের মোড়ের উত্তর পাশে অবাধে মাদক ক্রয়-বিক্রয় চলে। মাঝে মাঝে দু-একটি ধরপাকড় করলেও বন্ধ হচ্ছে না মাদক সেবন ও বিক্রি। এছাড়াও মান্দা উপজেলার কয়েকটি ইউনিয়নের ঋষিপল্লীতে চুলা‍ই মদ ও গাঁজার রমরমা ব্যবসা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কুসুম্বা ইউপির কালিসফা গ্রামের এক মহিলা জানান, সন্ধ্যা হলেই ঋষিপল্লীগুলোতে মাদকসেবীদের আনাগোনা শুরু হয়। এদের অত্যাচারে বাড়ি থেকে বের হওয়া যায় না। সবুজ, আজম, আলমগীর গাঁজা ও হেরোইন ব্যবসা করে যাচ্ছে। ভারশোঁ ইউপির চুয়াপুর ও কবুলপুর ঋষিপল্লীতে জামিল হিমরণ, যতিন ও শিউলি চুলাই মদ এবং রেজাউল করিম, মকছেদ গাঁজা ও চুলাই মদ ইউনিয়নের বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। কসবা মান্দার পুলক নামে এক ব্যক্তির গাঁজা ব্যবসা, কার্তিক আমতি ও রাব্বানী চুলাই মদের ব্যবসা এবং ব্রজপুর গ্রামের বুনা নামের এক ব্যক্তি গাঁজার পাইকারি ব্যবসা করে যাচ্ছে। মৈনম ইউপির রায়পুর, বৈদ্দপুর গ্রামের আরজাউল ও জাহাঙ্গীর গাঁজা ব্যবসা করে যাচ্ছে। এছাড়াও গোপালপুর বাজার, কালিতলা বাজার, ফতেপুর বাজার, চকলি বাজার, পাঁজরভাঙ্গা, বড় বেলালদহ, খুদিয়াডাঙ্গা, বৈর্দ্যপুরসহ উপজেলা বিভিন্ন স্থানে অবাধে মাদক বিক্রি হচ্ছে।

মাদকের বিষয়ে ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, পুলিশের কোনো দৃশ্যমান ভূমিকা না থাকায় প্রকাশ্যে দিনের বেলা মাদকসেবীরা ঘুরে বেড়াচ্ছে। এ ব্যাপারে উপজেলা আইনশৃংখলা মিটিংয়ে বারবার বলেছি। পুলিশের ভূমিকা না থাকায় আমি নিজেও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছি। দিনের বেলা চৌবাড়িয়া বাজার, পাকুড়িয়া বাজার, কালিসভা ও মাস্তান মোড়ে মাদক সেবন করে শত শত লোক ঘুরে বেড়ায়। দেখার কেউ নেই। পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় হওয়ায় মাদক ব্যবসায়ী ও সেবীরা পার পেয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আইরপাড়া সেবা সংঘ ও মাদক নিয়ন্ত্রণ কমিটির এক সদস্য জানান, মাদকসেবী ও ব্যবসায়ীদের নামের তালিকা দেয়া হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি থানা পুলিশ। এ কারণে মাদকসেবী ও ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। নিজেদের নিরাপত্তার অভাবে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না এই মাদক নির্মূল কমিটি।

তেঁতুলিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক চাম্পা বলেন, সাবাই বাজারে ব্যাপক মাদকের ছড়াছড়ি। আগে মাদক উদ্ধারে পুলিশ দেখা যেত, বর্তমানে পুলিশের দেখা পাওয়া যায় না।

এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক জানান, মাদকের তথ্য জানালে ভ্রাম্যমাণ পরিচালনা করব। পুলিশের ব্যাপারে কিছু বলতে পারব না।

মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান বলেন, মাদকের বিষয়ে আমাদের নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে। প্রতিদিন স্পেশাল গাইড দেয়া হচ্ছে। এছাড়াও মাদকের বিষয়ে নির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

‎সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

‎কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে

উলিপুরে জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময়

সাংবাদিক এ কে সাজুর উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ