ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৫ বিকাল ৫:৪৭

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিনাঞ্চলীয় যুগ্ম মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় তাহলে এর চেয়ে পানিতে ডুবে মরা অনেক ভালো। ঢাকার পরে দ্বীপ জেলা ভোলায় জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলা জেলায়। এই শহীদ পরিবারের সদস্যরা যদি জানতে পারে চুপ্পু থেকে জুলাই সনদের সার্টিফিকেট নিতে হবে তাহলে নিহতের পরিবার ও আহত জুলাই যোদ্ধারা আত্মহত্যা করবে। ইতিহাসের কি নির্মম বাস্তবতা বিভিন্ন রাজনৈতিক দল চুপ্পুর হাতে বায়াত নিয়ে তার হাতে জুলাই সনদ নিতে চায়। এর চেয়ে দুঃখজনক ও পরিতাপের বিষয় পৃথিবীতে আর কিছুই হতে পারেনা। 

রবিবার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমন্বয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, চুপ্পু ফ্যাসিবাদের সুপ্রিম লিডার। ওনার কাছ থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের এই উদ্দেশ্য কে আমরা সন্দেহ করি। এ ঘোষনা পত্রের কেবল মাত্র বৈধতা রয়েছে ড. মুহাম্মদ ইউনুসের। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু ডঃ মুহাম্মদ ইউনুস রয়েছে উনি এটার  দ্রুততম আদেশ দিবেন। কোনো অদ্ধ্যাদেশ বা প্রজ্ঞাপন নয়। এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট যদি না থাকে তাহলে কোন ম্যান্ডেটের অধীনে তারা নির্বাচন দিবে সেটা আমরা জানতে চাই।

তিনি বলেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হতে হবে। নির্বাচনকে তারাই পিছিয়ে নিয়ে যেতে চায় যারা সরকার ও জুলাই সনদকে মুখোমুখি দাড় করিয়ে দিতে চায়। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে তেমনি এই সরকারের এই জুলাই সনদ ও সংস্কারের মেন্ডেট রয়েছে। সুতরাং দ্রুত সময়ের মধ্যে সংস্কার প্রক্রিয়া শেষ করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। 
ঋতু 
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহামেদ বীরবিক্রমের গতকালের দেয়া "জুলাই সনদ প্রয়োজন নেই" বক্তব্যের সূত্র ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, কয়দিন পর তারা হয়তো বলবে, ২৪ হয়েছে নির্বাচনের জন্য অথবা ২৪শের প্রয়োজন নেই। এর একটি বাস্তব টেষ্ট ম্যাচ গতকাল ভোলায় হয়েছে। সেটার মধ্য দিয়ে আপনারা তাদের বহিঃপ্রকাশ দেখতে পেয়েছেন।

আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্যতম কণ্ঠস্বর ও দীর্ঘ সময় সম্মুখ যোদ্ধা ছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার দলের নেতাকর্মীদের উপরে যে হামলা চালানো হয়েছে, আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করি। রাজনীতি ও পেশী শক্তির ব্যবহার আসলে কোন দিকে যাচ্ছে, গতকালকে তার একটি নমুনা আপনারা ভোলায় দেখেছেন। 

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা বলেন, ২৪ পরবর্তী সময়ে আপনি কিছুটা সরে এসেছেন। এখনও সময় আছে কালকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে যদি আপনি আবার আগের জায়গায় ফিরে আসতে  পারেন তাহলে জনগন আপনাকে কাছে টেনে নিবে।

সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন,  দক্ষিণাঞ্চলীয় যুগ্ন-মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু। বিশেষ বক্তা ছিলেন, এনসিপি'র যুগ্ন সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, দক্ষিণ অঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক, যুগ্ম মুখ্য সংগঠক মেজবা কামাল, কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ মুসা। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, ভোলা জেলার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ভোলা জেলা যুগ্ন সমন্বয়কারী মাকসুদুর রহমান। সমন্বয় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ

‎সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ

চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি

কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার

মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার

জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ