ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-১১-২০২৫ রাত ৯:১০

সৈয়দ জুবায়ের আহমদ গত ৩ নভেম্বর ২০২৫ ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি দোহাভিত্তিক কাতার ন্যাশনাল ব্যাংকের গ্রুপ ফাইন্যান্সিয়াল কন্ট্রোল ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইন্টারন্যাশনাল রেগুলেটরি রিপোর্টিং হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিউএনবি জিসিসি ও মেনা অঞ্চলের বৃহত্তম ব্যাংক এবং বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান।
 
সৈয়দ জুবায়ের আহমদের রয়েছে ২৫ বছরেরও বেশি বৈচিত্র্যময় অভিজ্ঞতা, যা তিনি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, রেগুলেটরি রিপোর্টিং, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের ক্ষেত্রে স্থানীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং খাতে অর্জন করেছেন।
 
কিউএনবিতে যোগদানের আগে তিনি একাধিক খ্যাতনামা আর্থিক প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন। সিটিব্যাংক এন.এ., বাংলাদেশ-এর রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্সিয়াল কন্ট্রোল) হিসেবে তিনি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, বাজেটিং, আইএফআরএস-ভিত্তিক রিপোর্টিং এবং ব্যাসেল টু বাস্তবায়ন তত্ত্বাবধান করেছেন। এছাড়া তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্স হিসেবে ব্যাংকের আর্থিক কার্যক্রমকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মে রূপান্তরের নেতৃত্ব দেন। এর আগে তিনি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ)-এর ফাইন্যান্স বিভাগ পরিচালনা করেন এবং প্রতিষ্ঠানের আর্থিক কাঠামো ও সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
 
ক্যারিয়ারের শুরুতে সৈয়দ জুবায়ের আহমদ যুক্তরাজ্য ও বাংলাদেশে বিভিন্ন পেশাদার অডিট ও অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং তেল ও গ্যাস, বীমা ও উৎপাদন শিল্পখাতে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন।
 
অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এফসিসিএ), যুক্তরাজ্য-এর ফেলো মেম্বার সৈয়দ জুবায়ের আহমদ নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা থেকে ফাইন্যান্সে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত প্রশিক্ষক হিসেবে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন এবং আইএফআরএস, ডেরিভেটিভ অ্যাকাউন্টিং ও প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে একাধিক আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
 
দীর্ঘ ও সফল পেশাগত জীবনে সৈয়দ জুবায়ের আহমদ রেগুলেটরি অটোমেশন, সিস্টেম ইন্টিগ্রেশন, ফাইন্যান্সিয়াল কনসোলিডেশন এবং কোর ব্যাংকিং মাইগ্রেশন কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন, যা একাধিক দেশে গভর্নেন্স, কমপ্লায়েন্স ও অপারেশনাল এক্সেলেন্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এমএসএম / এমএসএম

কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপের কৌশলগত সহযোগিতা: যুবসমাজের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন উদ্যোগ

ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ

বিএসইসি ও সিএসইর যৌথ উদ্যোগে 'এএমএল/সিএফটি কমপ্লায়েন্স' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান পলাশ

সেগমেন্টের সবচেয়ে সেরা আইপি৬৯ প্রো ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আনছে রিয়েলমি সি৮৫ প্রো!

মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে ৯ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে একসাথে অনার ও বিওয়াইডি

যমুনা ব্যাংক পিএলসি ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে কর্পোরেট হেলথ চুক্তি স্বাক্ষরিত

আইওটি ও ক্লাউড প্রযুক্তিতে ব্যবসায়িক দক্ষতা বাড়াচ্ছে সার্ভিসিং২৪

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে সার্ভার উপহার দিল সার্ভিসিং২৪

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৭তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত