বিশ্ব ঐতিহ্যের স্মারক চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পুনঃ নির্মান সময়ের দাবী
                                    ৪০০ কোটি টাকা বাজেটে পুনঃ নির্মানের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। , ইসলামি ফাউন্ডেশন ও ঐ মসজিদের মুসল্লী পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় এমন তথ্য জানা য়ায়। গতকাল ৪ নভেম্বর (সোমবার) বাদে মাগরিব চট্টগ্রাম ক্লাব হল রুমে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর পুর্বে ১৬৬৭ সালে শায়েস্তা খাঁর আমলে নির্মিত চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ শুধু বাংলাদেশের নয় এটা বিশ্ব ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
এই মসজিদের শিলা লিপিতে ফার্সি ভাষায় মসজিদের নাম লিখা আছে- সানিয়ে ' কাবা বা দ্বিতীয় কাবা, এ মসজিদটি ধর্মপ্রান মুসলমানদের হৃদয়ে খোদিত এক ইসলামিক ঐতিহ্যের গৌরবজ্জল আধ্যাত্বিক জগতের ধারক । প্রতিষ্টালগ্ন থেকেই এ মসজিদের ১৪ জন আওলাদে রসুল (সঃ)খতিবের দায়িত্ব পালন করেন এরই ধারাবাহিকতায় বর্তমান খতিব আল্লামা আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী হুজুর পাক (সঃ) এর ৩১ তম আওলাদ। প্রাচীনতম মসজিদটিকে জনসাধারণ বুজুর্গ মসজিদ নামে ও অবহিত করেন, ২০২৫ সালে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লী পরিষদ ও ইসলামি ফাউন্ডেশন এই মসজিদ পুনঃনির্মানের উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন।
পুন মানবাধিকার আইনবিদ ও মুসল্লি কমিটির সহ সম্পাদক জিয়া হাবীব আহসান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুসল্লী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান চৌধুরী, (সাবেক এমপি),বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে সিটি মেয়র ডা শাহাদাৎ হোসেন, এডিএম সৈয়দ মাহবুবুল হক, ইসলামিক ফাউণ্ডেশন এর ডিজি আব্দুস সালাম খান,দৈনিক আজাদী সম্পাদক আলহাজ্ব এম এ মালেক, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম,মুসল্লী কমিটির সভাপতি সালাহউদ্দিন কাসেম খান, সিএমপি কমিশনারের প্রতিনিধি ডিসি সাউথ মো: আলমগীর হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে সাবেক সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী শাহ মো: আখতার উদ্দিন,মুসল্লি কমিটির সিনিয়র সহ সভাপতি মওলানা আলহাজ্ব মো হেলাল উদ্দিন, শিল্পপতি ও কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, প্যাসিফিক জিন্সের সৈয়দ তানভীর আহমদ,ডায়মন্ড সিমেন্টের আলহাজ্ব এম এ হাকিম, স্মার্ট গ্রুপের মোস্তাফিজুর রহমান প্রমূখ সহ চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকবৃন্দ।
অযত্নে অবহেলায় মসজিদটি বিপদজনক অবস্থা রয়েছে বর্তমানে ২য় তলা তালা মেরে রাখা হয়েছে - বিপদজনক বিধায় সম্প্রতি সরকারের ধর্ম মন্ত্রণালয় ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদ এবং যৌথ উদ্যোগে মসজিদটি পুনঃনির্মাণ ও সংস্কার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকদের এক মতবিনিময় সভার আয়োজন করে- ইসলামিক ফাউণ্ডেশন ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও মুসল্লী পরিষদ মসজিদের খতিব ইসলামিক ফাউণ্ডেশনের গভর্ণর আওলাদেে রসুল (সঃ) হযরত স্যাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানীর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় ধর্ম উপদেষ্টা প্রফেসর ড আ ফ ম খালিদ হোসেন।অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে নির্মিতব্য মসজিদের ডিজাইন প্রদর্শন করে এইজ এন্ড এজ আর্কিটেক্ট স্টুডিওর আরকিট্যাক্টগণ।
আরও বলেন,মুগল আমলে এটি ছিল চট্টগ্রামে ইসলামি শিক্ষা ও ধর্মীয় প্রচারের কেন্দ্র। মুসলিম বিজয়ের স্বারক হিসেবে নির্মিত হওয়ায় এটি চট্টগ্রামের মুসলমানদের আধ্যাত্মিক গৌরবের স্মারক । মসজিদটি মোগল প্রত্নশৌলীর অনন্য নিদর্শন। শাহী জামে মসজিদ দেশের ধর্মীয় সংহতি ও সামাজিক সম্পৃতির প্রতিক। দুরদুরান্ত থেকে মুসলিমরা ছুটে আসে এ মসজিদে নামাজ পডতে সবার বিশ্বাস এটা দোয়া কবুলের মসজিদ। তিনি মসজিদের নির্মাণ ও সংস্কার কাজে সরকারের পাশাপাশি চট্টগ্রামের বিশিষ্ট জনদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন।
এমএসএম / এমএসএম
                আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
                চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
                গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
                সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
                ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
                নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
                ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
                মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
                ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
                সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
                হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
                আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল