ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নির্ধারিত স্থানে সুবিপ্রবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ যুক্তরাজ্য প্রবাসীরা


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ২:৩

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সুনামগঞ্জবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(৩ নভেম্বর)  ইস্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সুনামগঞ্জ জেলার বিশিষ্ট প্রবাসী ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর সভাপতি মোহাম্মদ আবুল লেইচ, এবং সঞ্চালনা করেন শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী অ্যাসোসিয়েশন ইউকে-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলাওর হোসেন।

বক্তারা বলেন, সুবিপ্রবি সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এই বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়ন হলে জেলার শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি খাতে এক নতুন দিগন্তের সূচনা হবে। তারা সরকারের প্রতি দ্রুত নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন রেজাউল কবির জায়গীরদার রাজা, এ এস এম বশির উদ্দিন, প্রফেসর ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান নূরুল আমিন, ড. রোয়াব উদ্দিন, অধ্যক্ষ মো. ছানাওর আলী কয়েছ, মো. মাহবুবুর রউফ নয়ন, ফজলে রাব্বি স্মরণ, মজির উদ্দিন, আব্দুল মালিক কুটি, আব্দুর রব, মুফতি আব্দুল ওয়াদুদ, সাজ্জাদুর রহমান, ইকবাল হোসেন, শামীম আহমদ, আবুল হাসনাত কয়েছ, মো. ফারুক আহমদ, আব্দুস সালাম, কামরুল ইসলাম শিপন, প্রফেসর আব্দুর রব, নজরুল ইসলাম ও নজির উদ্দিন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে নির্মাণ বাস্তবায়ন পরিষদ ইউকে” গঠন করা হয়।
এতে মোহাম্মদ আবুল লেইচ-কে আহ্বায়ক এবং অধ্যক্ষ মো. ছানাওর আলী কয়েছ-কে সদস্যসচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

পরিষদের উদ্যোগে আগামী ২৪ নভেম্বর, ইস্ট লন্ডনে যুক্তরাজ্য প্রবাসী সর্বস্তরের সুনামগঞ্জবাসীদের নিয়ে একটি বৃহৎ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে বক্তারা বলেন, “সুবিপ্রবি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি সুনামগঞ্জবাসীর স্বপ্ন, গর্ব ও প্রজন্মের প্রত্যাশা।”

এমএসএম / এমএসএম

মান্দায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

ভূঞাপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শ্যামনগরে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই জলদস্যু আটক

কবরস্থানের পাশে অপরিকল্পিত গবাদিপশুর খামার: বিষাক্ত বর্জ্যে নাকাল জনজীবন

মনোহরগঞ্জ -লাকসামে বিএনপির বিশাল গনমিছিল ৩১ দফা সংস্কারে সমাবেশ

ধানের শীষ গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক-মোহাম্মদ ফখরুল ইসলাম

শিবচরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধার মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পিয়াজসহ পিকআপ জব্দ

আমি নেতা হতে চাই না, আমি মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাইঃ সেলিমুজ্জামান

দৃষ্টিজয়ী ফাহিম ফেরদৌসের এক জীবনের গল্প

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আসিফ নজরুল

নির্বাচন বিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে: আমীর খসরু