ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

হার্টে একাধিক ব্লক নিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন রিকশা চালক মোন্নাফ আলী, প্রয়োজন ৭ লাখ টাকা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ১২:৩৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের রিকশা চালক মোন্নাফ আলী দীর্ঘ ৫ বছর ধরে হার্টের অসুখে ভুগছেন। ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে এবং ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন। অর্থ না থাকায় হচ্ছে না অপারেশন, মিলছে না ঔষধ কেনার টাকাও। চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৭ লক্ষ টাকা জোগাড় করতে না পেরে হতাশ মোন্নাফ আলী সমাজের সামর্থবানদের সহযোগিতা চেয়েছেন। অভাব অনটনের সংসারে কিশোর বয়সে হাল ধরেছিলেন মোন্নাফ আলী। তার রয়েছে দুই ছেলে ও এক মেয়ে। দুই যুগ ধরে রিকসা চালাতে চালাতে কখন তার হার্ট দুর্বল হয়েছে জানতেই পারেননি। হঠাৎ করেই বুকে ব্যাথা উঠলেও শুরুতে গুরুত্ব দেননি। এভাবেই মরণব্যাধী হার্টের রোগ তার সব স্বপ্নকে চূর্ণ করে দিয়েছে। প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছেন তিনি। চিকিৎসার জন্য শেষ সম্বল রিকসাটিও মাত্র ৯ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। সেই টাকায় ঢাকায় হার্ট ফাউন্ডেশনে পরীক্ষার সময় ব্লক ধরা পড়ে। দ্রুত চিকিৎসার কথা বলা হলেও অর্থভাবে বন্ধ হয়ে আছে তার চিকিৎসা। এলাকাবাসী চাঁদা তুলে বিভিন্নভাবে সহযোগিতা করলেও ৬/৭ লাখ টাকা সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব নয়। এজন্য এলাকাবাসী বৃত্তবানদের সহযোগিতা চেয়েছেন। মোন্নাফ আলীর স্ত্রী জানান, আমার স্বামী অসুস্থতার জন্য কাজ করতে পারে না। সন্তানদের নিয়ে আমরা খুব খাবার কষ্টে পড়েছি। তাদের ছেলে যেদিন আয় করে সেদিন খাই, অন্যদিন এক প্রকার উপোস থাকতে হয়। তিনি সকলের কাছে অনুরোধ করেন তার স্বামীর চিকিৎসার ব্যবস্থা যেন করে। অসুস্থ মোন্নাফ আলী জানান, ঢাকায় চিকিৎসা করতে গেলে ব্লক ধরা পড়ে। ডাক্তাররা দ্রুত অপারেশনের কথা বলেন। অনেক টাকা লাগে। ধারদেনা করেও এত টাকা যোগাড় করতে পারি নাই। মানুষ যদি সহায়তা না করে তা হলে এক প্রকার বিনা চিকিৎসায় মরতে হবে। ভিতরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাচ্চু জানান, মোন্নাফ আলীর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার বাড়িভিটা ছাড়া কিছু নেই। বড় ছেলে ঢাকায় দিনমজুরী করে, তারও অবস্থা ভালো নয়। ফলে পরিবারটি বর্তমানে ঘরের বাসনপত্র বিক্রি করে সংসার চালাচ্ছে। হৃদয়বান ব্যাক্তিরা সহযোগিতার হাত বাড়ালে মোন্নাফ আলী বাঁচতে পারবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে সবধরণের যানবাহন চলাচল স্বাভাবিক

আমারা মাঠে আছি জনগণের পাশে, ইনশাআল্লাহ জনগণই বিএনপিকে বিজয়ী করবেঃ শেখ মোঃ আব্দুল্লাহ

রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জে ভুয়া ব্যবসায়ী সেজে কোটি টাকা প্রতারণা: মূলহোতাসহ ৬ জন গ্রেপ্তার

সাটুরিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাভারের ছায়াবীথিতে আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাগরপুরে গণঅধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

রায়গঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান বিষয়ক ওয়ার্কশপ

৮ শত বছরের পুরনো মনপুরা দ্বীপের বিচ্ছিন্ন চরের মানুষের দূর্দশা দেখার মতো কেউ নেই

মাগুরায় ৩ গ্রামের ৪০জন কৃষকের মধ্যে ব্রি-৮৮ জাতের ধানের বীজ বিতরণ করল শালিকা উপজেলা

আজ বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী

ঝিনাইগাতীর গারো পাহাড়ে অনুষ্ঠিত হবে শেরপুর হাফ ম্যারাথন: জার্সি উন্মোচন অনুষ্ঠিত