হার্টে একাধিক ব্লক নিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন রিকশা চালক মোন্নাফ আলী, প্রয়োজন ৭ লাখ টাকা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের রিকশা চালক মোন্নাফ আলী দীর্ঘ ৫ বছর ধরে হার্টের অসুখে ভুগছেন। ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে এবং ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন। অর্থ না থাকায় হচ্ছে না অপারেশন, মিলছে না ঔষধ কেনার টাকাও। চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৭ লক্ষ টাকা জোগাড় করতে না পেরে হতাশ মোন্নাফ আলী সমাজের সামর্থবানদের সহযোগিতা চেয়েছেন। অভাব অনটনের সংসারে কিশোর বয়সে হাল ধরেছিলেন মোন্নাফ আলী। তার রয়েছে দুই ছেলে ও এক মেয়ে। দুই যুগ ধরে রিকসা চালাতে চালাতে কখন তার হার্ট দুর্বল হয়েছে জানতেই পারেননি। হঠাৎ করেই বুকে ব্যাথা উঠলেও শুরুতে গুরুত্ব দেননি। এভাবেই মরণব্যাধী হার্টের রোগ তার সব স্বপ্নকে চূর্ণ করে দিয়েছে। প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছেন তিনি। চিকিৎসার জন্য শেষ সম্বল রিকসাটিও মাত্র ৯ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। সেই টাকায় ঢাকায় হার্ট ফাউন্ডেশনে পরীক্ষার সময় ব্লক ধরা পড়ে। দ্রুত চিকিৎসার কথা বলা হলেও অর্থভাবে বন্ধ হয়ে আছে তার চিকিৎসা। এলাকাবাসী চাঁদা তুলে বিভিন্নভাবে সহযোগিতা করলেও ৬/৭ লাখ টাকা সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব নয়। এজন্য এলাকাবাসী বৃত্তবানদের সহযোগিতা চেয়েছেন। মোন্নাফ আলীর স্ত্রী জানান, আমার স্বামী অসুস্থতার জন্য কাজ করতে পারে না। সন্তানদের নিয়ে আমরা খুব খাবার কষ্টে পড়েছি। তাদের ছেলে যেদিন আয় করে সেদিন খাই, অন্যদিন এক প্রকার উপোস থাকতে হয়। তিনি সকলের কাছে অনুরোধ করেন তার স্বামীর চিকিৎসার ব্যবস্থা যেন করে। অসুস্থ মোন্নাফ আলী জানান, ঢাকায় চিকিৎসা করতে গেলে ব্লক ধরা পড়ে। ডাক্তাররা দ্রুত অপারেশনের কথা বলেন। অনেক টাকা লাগে। ধারদেনা করেও এত টাকা যোগাড় করতে পারি নাই। মানুষ যদি সহায়তা না করে তা হলে এক প্রকার বিনা চিকিৎসায় মরতে হবে। ভিতরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাচ্চু জানান, মোন্নাফ আলীর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার বাড়িভিটা ছাড়া কিছু নেই। বড় ছেলে ঢাকায় দিনমজুরী করে, তারও অবস্থা ভালো নয়। ফলে পরিবারটি বর্তমানে ঘরের বাসনপত্র বিক্রি করে সংসার চালাচ্ছে। হৃদয়বান ব্যাক্তিরা সহযোগিতার হাত বাড়ালে মোন্নাফ আলী বাঁচতে পারবে।
এমএসএম / এমএসএম
উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ
বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন