আজ বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী
আজ বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, মুসলিম সাহিত্যিক ও কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধু'র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮ তম জন্মবার্ষিকী।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নবাববাড়ী পদমদীর মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে ১৭৮তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হবে।
মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মীর মোয়াজ্জেম হোসেন এবং মাতার নাম দৌলতন নেছা। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে পৈত্রিক নিবাসে ইন্তেকাল করেন। পদমদীতেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়।
১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে মীরের সমাধিস্থল পদমদীতে আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, বাংলা একাডেমি, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদ, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে বলে জানা যায়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, সাহিত্য সম্রাট মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থলে উপজেলা প্রশাসন ও বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হবে। মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও দিবসটিকে ঘিরে পৃথক পৃথক কর্মসূচি পালন করবে।
শ্রদ্ধাঞ্জলি শেষে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিনারে আলোচনা করবেন, বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মোঃ সেলিম রেজা, বিশেষ অতিথি হিসেবে মীরের জীবনীর উপর আলোচনা করবেন, বাংলা একাডেমির পরিচালক সমীর কুমার সরকার, বাংলা একাডেমির পরিচালক ড. সরকার আমিন। অনুষ্ঠান সূচিতে সকাল ১০ টায় সাহিত্যিক মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, বেলা ১১ টায় সেমিনার। সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, প্রবন্ধকার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের সাবেক ডিন ড. তুহিন ওয়াদুদ, আলোচক মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন খান, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহজালাল, রাজবাড়ী জেলা মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির, বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমীর আলী সহ বিভিন্ন অতিথি উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, মীর মশাররফ হোসেন ছিলেন মুসলিম বাংলা সাহিত্যের অমর অগ্রপথিক। তার আগে কোনও মুসলিম সাহিত্যিক সাহিত্য ক্ষেত্রে এতোটা অগ্রসর হননি। বাংলার মুসলমান সমাজের দীর্ঘ অর্ধ শতাব্দীর জড়তা দূর করে আধুনিক ধারায় ও রীতিতে সাহিত্য চর্চার সূত্রপাত ঘটে তাঁর শিল্পকর্মের মাধ্যমে। তার সৃষ্টি কর্ম বাংলার মুসলমান সমাজে আধুনিক সাহিত্য ধারার সূচনা করে। তিনি সাহিত্যের সকল শাখায় অগ্রণী ভূমিকা রেখেছেন। এদিক থেকে তিনি মুসলিম জাগরণের পথিকৃৎ।
তার লেখা উপন্যাস "উদাসী পথিকের মনের কথা" (১৮৯০), "গাজী মিয়ার বস্তানী", "জমিদার দর্পণ" "জমিদার দর্পণ" (১৮৭৩), আত্মকাহিনীমূলক রচনাবলী "আমার জীবনী", "বিবি কুলসুম" (১৯১০) সহ তার লেখা বিভিন্ন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ ও ধর্মবিষয়ক ৩৭ টি বই বাংলা সাহিত্যের অমর সৃষ্টি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে সবধরণের যানবাহন চলাচল স্বাভাবিক
আমারা মাঠে আছি জনগণের পাশে, ইনশাআল্লাহ জনগণই বিএনপিকে বিজয়ী করবেঃ শেখ মোঃ আব্দুল্লাহ
রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
সুনামগঞ্জে ভুয়া ব্যবসায়ী সেজে কোটি টাকা প্রতারণা: মূলহোতাসহ ৬ জন গ্রেপ্তার
সাটুরিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাভারের ছায়াবীথিতে আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
নাগরপুরে গণঅধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা
রায়গঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান বিষয়ক ওয়ার্কশপ
৮ শত বছরের পুরনো মনপুরা দ্বীপের বিচ্ছিন্ন চরের মানুষের দূর্দশা দেখার মতো কেউ নেই
মাগুরায় ৩ গ্রামের ৪০জন কৃষকের মধ্যে ব্রি-৮৮ জাতের ধানের বীজ বিতরণ করল শালিকা উপজেলা
আজ বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী