রাজউকের জোন ৬/২-এ ভবন নির্মাণে অনিয়ম দায়িত্বরত কর্মকর্তাদের না দেখার ভান
রাজউক জোন-৬/২ এর আওতাধীন এলাকায় বিলের ভিতরে বহুতল নির্মাণ এবং অনুমোদনের চেয়েও বেশি ফ্লাট ও ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক সময়ের অপরিকল্পিত ঢাকা আজ আধুনিক রূপ পেয়েছে রাজউকের আশীর্বাদেই। কিন্তু রাজউক জোন ৬/২ এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে পদে পদে ক্ষুন্ন হচ্ছে রাজউকের ভাবমূর্তি ও বিচ্যুত হচ্ছে রাজউকের লক্ষ্য ও উদ্দেশ্য।
সরেজমিনে দেখা যায়, রাজধানী ডেমরা থানার অধীনস্থ মাতুয়াইলের আশরাফ আলী রোড মুসলিমনগর ও হাজী বাদশা মিয়া রোডের ভবনগুলো বিভিন্ন ধরনের অনিয়মের মধ্যেই নির্মাণ করা হয় এমনকি কিছু ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। উক্ত এলাকায় মালিকানাধীন ভবন নির্মাণ ছাড়াও রেইনবো ড্রিমল্যান্ড লিঃ কোম্পানী একতা টাওয়ার, হারামাইন টাওয়ার সহ বেশ কয়েকটি এপার্টমেন্ট তৈরি করেছেন। যার মধ্যে ৪২/২ হাজী বাদশা মিয়া রোডে ৯ তলা ভবনের অনুমতি নিয়ে ১২ তলা ভবন নির্মাণ করেছেন। তাছাড়াও উক্ত ভবনটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। একজন অভিযোগকারী উল্লেখ করে বলেন, ফ্লাট কিনে সম্পূর্ন টাকা বুঝাইয়া দিয়েছি এবং কোম্পানী আমাদের কিছু লোককে ফ্লাট রেজিস্ট্রী করে দিয়েছে। আবার অনেক লোককে ফ্লাট রেজিস্ট্রী করে দেন নাই।উক্ত ডেভেলপার কোম্পানীর পরিচালকগনের মধ্যে মনো মালিন্যের কারণে ফ্লাট রেজিস্ট্রী করে দিচ্ছেন না। কোম্পানী আংশিক জমির উপর বহুতল ভবন নির্মান করার জন্য রাজউক হতে ৩৬টি ফ্লাটের অনুমোদন নিয়ে ৮৮টি ফ্লাট এবং ৯ তলার অনুমোদন নিয়া ১২ তলা ভবন নির্মাণ করিয়াছেন। গ্যারেজের জায়গায় ৮ টি ফ্লাট নির্মাণ করে তা বিক্রি করেছেন। উক্ত কোম্পানী অনুমোদন বিহীন ফ্লাট নির্মাণ করার কারনে বিদ্যুৎ অফিস কোন ফ্লাট মালিককেই বিদ্যুৎ মিটার দিতেছেন না।অভিযোগকারী আর ও উল্লেখ করেন রেইনবো ড্রিমল্যান্ড কোম্পানি ১০/১২টা, ভবন নির্মাণ করে ফ্লাট বিক্রয় করে সৌদি আরব টাকা পাচার করেছেন এমনকি তিনি একটি ট্রাভেল এজেন্সীর মালিক। কোম্পানীর এম, ডি, জনাব গোলাম মাওলা। পিতা- মৃত গোলাম মোস্তফা, তিনি ধামরাই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রসার সহকারি অধ্যাপক যা সরকারি আইন পরিপন্থী। তিনি ও অনেকের কাছে ফ্লাট বিক্রয় করে সিংগাপুর ও ব্রিটেনে টাকা পাচার করেছেন এমনকি বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগের লোকজন এনে একটা জমি ও দখল করেছেন। তিনিও তাহার শ্যালক আওয়ামীলীগের উচ্চপদস্থ নেতা ও কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অনিয়ম করেছেন। যে কারণে কেহ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় নাই। তাহার শ্যালককে দিয়া অনেকের প্রাণ নাশেরও হুমকি দিয়েছেন। ১নং শান্তিবাগ, মাতুলাইল, ডেমরা, ঢাকায়, হারামাইন টাওয়ার নির্মাণ করে ৭৬টি ফ্লাট বিক্রি করেছেন।একাধিক ফ্লাট মালিক তাহার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যে কারণে তাকে ৬ মাস কারাগারে থাকতে হয়েছিল ।
রেইনবো ড্রিমল্যান্ড কোম্পানির অপর পরিচালক আবদুর রহিম একতা টাওয়ার, হারামাইন টাওয়ার ও রেইনবো টাওয়ারসহ অনেকগুলি বিল্ডিং নির্মাণ করিয়া ফ্ল্যাট বিক্রি করিয়া টাকা নিয়া স্বপরিবারে আমেরিকায় বসবাস করিতেছেন।
আরও এক পরিচালক মোঃ উল্যাহ (রিপন) যিনি সরকারি আইন অমান্য করে ইসলামিয়া ব্যাংক বাংলাদেশ লিঃ এ কর্মরত আছেন।
শাহ কামাল কোম্পানীর পরিচালক। তিনি কয়েকটা ভবন নির্মান করে ফ্লাট বিক্রি করেছেন। কোম্পানীর আরও পরিচালকগণ আছেন যারা ২০০৮ সাল হইতে ভবন নির্মাণ করে বিক্রি করেছেন। উক্ত কোম্পানীর পরিচালকগণ সবাইকে ফ্ল্যাট রেজিস্ট্রি করে দিয়েছেন কি/না তদন্ত হওয়া প্রয়োজন।
বিশেষ করে রেইনবো ডিমল্যান্ড লিঃ, ২৪/২, হাজী বাদশা মিয়া রোড়, মাতুয়াইল, ডেমরা, ঢাকার ভবনটিতে জেনারেটর লাগানো হয় নাই, টাইলস লাগানো হয় নাই, সিড়ির কাজ করা হয় নাই, সিড়িতে বিদ্যুৎতের তার এলোমেলো অবস্থায় আছে, যেকনো মুহূর্তে দূর্ঘটনা ঘটতে পারে। আগুন নেভানোর কোনো ব্যবস্থা রাখা হয় নাই। ফ্লাট বিক্রি করিয়াছেন কিন্তু ফ্লাট রেজিস্ট্রি করিয়া দেন নাই। এরই মধ্যে কয়েকজন মালিক মৃত্যু বরন করিয়াছেন।
রাজধানী ডেমরা থানার অধীনস্থ মাতুয়াইলের আশরাফ আলী রোড মুসলিম নগর ও হাজী বাদশা মিয়া রোডস্থ একাধিক ভবন নির্মাণের অনিয়মের ব্যাপারে জানতে রাজউকের জোন ৬/২ এর পরিদর্শক অমিতের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে ও যোগাযোগ করা সম্ভব হয়নি ফোন না ধরার কারণে।
রাজধানী ডেমরা থানার অধীনস্থ মাতুয়াইলের আশরাফ আলী রোড মুসলিম নগর ও হাজী বাদশা মিয়া রোডস্থ একাধিক ভবন নির্মাণের অনিয়মের ব্যাপারে জানতে রাজউকের জোন ৬ এর অথরাইজ্ড অফিসার জান্নাতুল মাওয়ার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তিনি ফোন ধরেন নাই।
Aminur / Aminur
রাজউকের জোন ৬/২-এ ভবন নির্মাণে অনিয়ম দায়িত্বরত কর্মকর্তাদের না দেখার ভান
মনোহরদী থানার ওসি দুলাল আকন্দের বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ
ঢাকা-১২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে উত্তর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত
ট্রাভেল এজেন্সির অধ্যাদেশ-২৫-এ উদ্বেগ আটাব সদস্যদের
যৌন হয়রানির মামলায় ঢাবির শিক্ষক এরশাদ হালিম কারাগারে
উত্তরা ১২ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন প্রায় ৫ হাজার মানুষ
১৫ নভেম্বর উদ্বোধন হচ্ছে বিআইডব্লিউটিসির শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’
উৎসবমুখর পরিবেশে ড্যাবের সাংগঠনিক মাসের সূচনা
রাজউক চতুর্থশ্রেনীর কর্মচারীর কোটি টাকার সম্পদ
কার্গো ভিলেজ এখনও ধ্বংসস্তূপ: অভিযোগ উঠেছে সংস্থা গুলোর সমন্বয়হীনতা নিয়ে
সময় টেলিভিশনের নামে ৫ কোটি টাকার মানহানি মামলা, তদন্ত পেল সিআইডি
তেজগাঁও শিল্পাঞ্চলে এএসআই গোলাম রসুলের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম