শান্তিগঞ্জে দোকানঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে একটি দোকান কোঠা থেকে মুহিবুর রহমান মানিক (৩৮) নামে এক হকার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিক নোয়াখালী বাজারে একটি দোকানঘর ভাড়া নিয়ে হকারের ব্যবসা করতেন। তার বড় মেয়ে হাফসা বেগমের কন্যা দেড় মাস ধরে অসুস্থ থাকায় তিনি সম্প্রতি চিকিৎসা কাজে ব্যস্ত ছিলেন। মানিকের স্ত্রী সাবিনা বেগম বর্তমানে নাতিনকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের ধারণা ছিল—মানিকও সিলেটেই আছেন।
শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে দোকান মালিক রোশনা বেগম ভাড়া নিতে গিয়ে দোকানের সাটার ভেতর থেকে বন্ধ পান এবং ফাঁক দিয়ে মানুষের একটি পা দেখতে পান। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তিনি পাশের ব্যবসায়ী আজিজুল হক ও আসিক মিয়াসহ অন্যান্যদের বিষয়টি জানান।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সাটার ভেঙে ভেতরে প্রবেশ করলে মানিকের লাশ পাওয়া যায়। পরে এসআই নোবেল সরকার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
মানিকের স্ত্রী সাবিনা বেগমকে ফোনে বিষয়টি জানানো হলে তিনি জানান, মানিক ১৩ নভেম্বর সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হয়ে এসেছিলেন। তবে তিনি দোকানে ফিরেছেন—এ কথা পরিবারের কেউ জানতেন না।
পুলিশ জানায়, ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১৬ নভেম্বর রাত ৯টার মধ্যে কোনো এক সময় দোকান কোঠার ভেতরেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল আহাদ বলেন, মৃতের ভাই নুর আলীর আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২
আত্রাইয়ে ফসলি জমির মাটি কাটার মহোৎসব: হুমকিতে কৃষি ও গ্রামীণ জনপথ
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার